অনলাইন ডেস্ক
ইচ্ছে করেই উত্তর কোরিয়ায় প্রবেশ করেছেন মার্কিন সৈনিক ট্র্যাভিস কিং। মার্কিন সমাজে বিদ্যমান বৈষম্যের কারণে মোহভঙ্গ হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এমনটাই জানিয়েছে উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত জুলাই মাসের ১৮ তারিখে ট্র্যাভিস কিং দক্ষিণ কোরিয়া থেকে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত সীমান্ত পাড়ি দিয়ে উত্তর কোরিয়ায় প্রবেশ করেন। প্রবেশের পর এই প্রথম ট্র্যাভিসের বিষয়ে মুখ খুলল সিউল। সিউল রেলওয়ে স্টেশনে থেকে সম্প্রচারিত এক সংবাদ অনুষ্ঠানে ট্র্যাভিস কিংয়ের ছবি প্রচার করা হয়।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এক প্রতিবেদনে বলেছে, ‘ট্র্যাভিস কিং তদন্তকারীদের জানিয়েছেন, মার্কিন সেনাবাহিনীতে বর্ণবাদী বৈষম্য এবং অমানবিক আচরণের কারণে তাঁর মনে পুঞ্জীভূত ক্ষোভের কারণেই তিনি উত্তর কোরিয়ায় প্রবেশের সিদ্ধান্ত নেন।’ প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্র্যাভিস কিং উত্তর কোরিয়া কিংবা তৃতীয় কোনো দেশে আশ্রয় চাইবেন। পাশাপাশি ট্র্যাভিস কিং জানিয়েছেন, তিনি মার্কিন সমাজের বৈষম্যের কারণে তাঁর মোহভঙ্গ ঘটেছে।
কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ট্র্যাভিস কিংকে উত্তর কোরিয়ার সৈনিকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। তার অনুপ্রবেশের বিষয়ে এখনো তদন্ত চলছে।
এদিকে, কেসিএনএ-এর প্রতিবেদনের বিষয়ে ওয়াশিংটন জানিয়েছে—তাঁরা এখনো বিষয়টি নিশ্চিত হতে পারেনি। তবে তাঁরা পরিস্থিতির ওপর মনযোগ নিবদ্ধ করেছে। পেন্টাগনের মুখপাত্র বলেছেন, ‘আমরা তাঁর নিরাপদ প্রত্যাবর্তনের ওপর দৃষ্টি নিবদ্ধ করেছি। আমাদের বিভাগের অন্যতম প্রধান লক্ষ্য হলো তাঁকে ঘরে ফিরিয়ে আনা এবং আমরা এ লক্ষ্যে সব উপায়েই কাজ করে যাচ্ছি।’
ইচ্ছে করেই উত্তর কোরিয়ায় প্রবেশ করেছেন মার্কিন সৈনিক ট্র্যাভিস কিং। মার্কিন সমাজে বিদ্যমান বৈষম্যের কারণে মোহভঙ্গ হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এমনটাই জানিয়েছে উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত জুলাই মাসের ১৮ তারিখে ট্র্যাভিস কিং দক্ষিণ কোরিয়া থেকে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত সীমান্ত পাড়ি দিয়ে উত্তর কোরিয়ায় প্রবেশ করেন। প্রবেশের পর এই প্রথম ট্র্যাভিসের বিষয়ে মুখ খুলল সিউল। সিউল রেলওয়ে স্টেশনে থেকে সম্প্রচারিত এক সংবাদ অনুষ্ঠানে ট্র্যাভিস কিংয়ের ছবি প্রচার করা হয়।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এক প্রতিবেদনে বলেছে, ‘ট্র্যাভিস কিং তদন্তকারীদের জানিয়েছেন, মার্কিন সেনাবাহিনীতে বর্ণবাদী বৈষম্য এবং অমানবিক আচরণের কারণে তাঁর মনে পুঞ্জীভূত ক্ষোভের কারণেই তিনি উত্তর কোরিয়ায় প্রবেশের সিদ্ধান্ত নেন।’ প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্র্যাভিস কিং উত্তর কোরিয়া কিংবা তৃতীয় কোনো দেশে আশ্রয় চাইবেন। পাশাপাশি ট্র্যাভিস কিং জানিয়েছেন, তিনি মার্কিন সমাজের বৈষম্যের কারণে তাঁর মোহভঙ্গ ঘটেছে।
কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ট্র্যাভিস কিংকে উত্তর কোরিয়ার সৈনিকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। তার অনুপ্রবেশের বিষয়ে এখনো তদন্ত চলছে।
এদিকে, কেসিএনএ-এর প্রতিবেদনের বিষয়ে ওয়াশিংটন জানিয়েছে—তাঁরা এখনো বিষয়টি নিশ্চিত হতে পারেনি। তবে তাঁরা পরিস্থিতির ওপর মনযোগ নিবদ্ধ করেছে। পেন্টাগনের মুখপাত্র বলেছেন, ‘আমরা তাঁর নিরাপদ প্রত্যাবর্তনের ওপর দৃষ্টি নিবদ্ধ করেছি। আমাদের বিভাগের অন্যতম প্রধান লক্ষ্য হলো তাঁকে ঘরে ফিরিয়ে আনা এবং আমরা এ লক্ষ্যে সব উপায়েই কাজ করে যাচ্ছি।’
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার রাফাহ থেকে ফিলাডেলফি করিডরের দিকে তাদের অবস্থান থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। হামাসের বরাত দিয়ে বেশ কয়েকটি স্থানীয় জানায় গণমাধ্যম রোববার ভোরে এ তথ্য জানিয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে...
৩০ মিনিট আগেনাইজেরিয়ায় পেট্রল ট্যাংকার বিস্ফোরণে ৭০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশত। গতকাল শনিবার দেশটির উত্তরাঞ্চলে সুলেজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাইজেরিয়ার জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষের বরাতে আজ রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।
৩৩ মিনিট আগেবলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার প্রধান আসামী মোহাম্মদ শরিফুল ইসলাম শেখজাদ নামে একজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। তারা জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি সম্ভবত বাংলাদেশি নাগরিক। তাঁর কাছ থেকে উদ্ধার করা কিছু সামগ্রী ও অন্যান্য প্রমাণ তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ইঙ্গিত দেয় বলে জানিয়েছেন...
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর থেকেই দেশটির ফেডারেল সরকারের ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করতে প্রস্তুত। ট্রাম্প ও তাঁর মিত্রদের দাবিকৃত ‘ডিপ স্টেট’ ভেঙে দেওয়ার পরিকল্পনায়ও তিনি দৃঢ়প্রতিজ্ঞ। জো বাইডেন প্রশাসনের কাছ থেকে ট্রাম্প প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তরে কাজ..
২ ঘণ্টা আগে