অনলাইন ডেস্ক
উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের সদস্য হওয়ার জন্য আবেদনপত্র জমা দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ‘স্থানীয় সময় সোমবার আবেদনপত্রটি দাখিল করা হয়েছে।’ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ব্রিকসের সদস্য হওয়ার মাধ্যমে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে জোটবদ্ধ হতে পারবে ইরান। এতে উভয় পক্ষই উপকৃত হবে।
এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা পৃথক এক বিবৃতিতে বলেছেন, আর্জেন্টিনাও ব্রিকসে যোগ দেওয়ার জন্য আবেদন করেছে। রয়টার্স বলেছে, এ ব্যাপারে মন্তব্যের জন্য আর্জেন্টিনার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি তারা।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন। তিনি সম্প্রতি ব্রিকসে যোগ দেওয়ার ব্যাপারে ইচ্ছার কথা জানিয়েছিলেন।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাখারোভা টেলিগ্রাম পোস্টে বলেছেন, বিশ্বে আর কী কী বন্ধ করা যায়, কী নিষিদ্ধ করা যায় অথবা লুটপাট করা যায়, তা নিয়ে হোয়াইট হাউস যখন ভাবছে, তখন আর্জেন্টিনা ও ইরান ব্রিকসে যোগ দেওয়ার আবেদন করেছে।
রাশিয়া দীর্ঘদিন ধরেই এশিয়া, দক্ষিণ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। সম্প্রতি ইউক্রেনে আগ্রাসনের জন্য ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপের পর রাশিয়ার এ চেষ্টা আরও জোরদার হয়েছে।
উল্লেখ্য, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক জোট সংক্ষেপে ‘ব্রিকস’ নামে পরিচিত।
উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের সদস্য হওয়ার জন্য আবেদনপত্র জমা দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ‘স্থানীয় সময় সোমবার আবেদনপত্রটি দাখিল করা হয়েছে।’ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ব্রিকসের সদস্য হওয়ার মাধ্যমে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে জোটবদ্ধ হতে পারবে ইরান। এতে উভয় পক্ষই উপকৃত হবে।
এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা পৃথক এক বিবৃতিতে বলেছেন, আর্জেন্টিনাও ব্রিকসে যোগ দেওয়ার জন্য আবেদন করেছে। রয়টার্স বলেছে, এ ব্যাপারে মন্তব্যের জন্য আর্জেন্টিনার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি তারা।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন। তিনি সম্প্রতি ব্রিকসে যোগ দেওয়ার ব্যাপারে ইচ্ছার কথা জানিয়েছিলেন।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাখারোভা টেলিগ্রাম পোস্টে বলেছেন, বিশ্বে আর কী কী বন্ধ করা যায়, কী নিষিদ্ধ করা যায় অথবা লুটপাট করা যায়, তা নিয়ে হোয়াইট হাউস যখন ভাবছে, তখন আর্জেন্টিনা ও ইরান ব্রিকসে যোগ দেওয়ার আবেদন করেছে।
রাশিয়া দীর্ঘদিন ধরেই এশিয়া, দক্ষিণ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। সম্প্রতি ইউক্রেনে আগ্রাসনের জন্য ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপের পর রাশিয়ার এ চেষ্টা আরও জোরদার হয়েছে।
উল্লেখ্য, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক জোট সংক্ষেপে ‘ব্রিকস’ নামে পরিচিত।
ভারতের জামিয়া মিলিয়া ইসলামিয়া (জেএমআই) বিশ্ববিদ্যালয়ে অমুসলিম শিক্ষার্থীদের বিরুদ্ধে ধর্মান্তরকরণের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তবে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা অভিযোগ করেছেন, হিন্দুত্ববাদী সংগঠনগুলো পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত করছে।
৩৮ মিনিট আগেতুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা করেছেন এক ব্যক্তি। তাদের হত্যা শেষে নিজেও আত্মহত্যা করেছেন। গতকাল রোববার (২৪ নভেম্বর) ইস্তাম্বুলের কাছের একটি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৪৫ বছর আগে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন ১৭ বছর বয়সী এসথার গনজালেস। একটি ডিএনএ পরীক্ষার সূত্র ধরে, দীর্ঘ বছর পর এবার সেই মামলার সমাধান হয়েছে। পরিবারের জন্য এই সমাধান একদিকে যেমন স্বস্তি এনে দিয়েছে, অন্যদিকে তা গভীর বেদনার কারণ হয়েছে।
২ ঘণ্টা আগেজার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল সম্প্রতি বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়ার সঙ্গে তাঁর করা গ্যাস চুক্তিগুলো জার্মানির ব্যবসা এবং মস্কোর সঙ্গে শান্তি রক্ষার উদ্দেশ্যে করা হয়েছিল। তিনি জোর দিয়ে বলেছেন, ২০০৮ সালে ইউক্রেনকে ন্যাটোতে যোগ দিতে বাধা না দিলে, যুদ্ধ আরও অনেক আগেই শু
৪ ঘণ্টা আগে