গ্রীষ্মেই বিয়ে করার পরিকল্পনা করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২১, ০৯: ২৪
আপডেট : ০৫ মে ২০২১, ১২: ২৪

ওয়েলিংটন: চলতি গ্রীষ্মেই বিয়ে করতে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। তবে নির্দিষ্ট দিন তারিখ এখনো প্রকাশ করা হয়নি। আজ বুধবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়,  আরডার্ন কোস্ট রেডিওকে জানিয়েছেন যে তিনি এবং তাঁর সঙ্গী ক্লার্ক গেফোর্ড শেষ পর্যন্ত বিয়ের তারিখ চূড়ান্ত করেছেন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, আমরা এখনও কাউকে বলিনি, তাই আমার মনে হলো আমাদের সম্ভবত কিছু মানুষকে আমন্ত্রণ করা উচিত।

২০১৯ সালে ইস্টারের ছুটিতে  টেলিভিশন উপস্থাপক ক্লার্ক গেফোর্ডের  সঙ্গে আংটি বদল করেন জাসিন্ডা। তাঁদের একটি কন্যা সন্তান রয়েছে।

পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত হওয়ায় নিউজিল্যান্ডে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রীষ্মকাল চলে।  আরডার্ন জানিয়েছেন যে প্রচলিতভাবে তার বিয়ের উদযাপন করা হবে না। এ নিয়ে সংবাদমাধ্যমকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, বিয়ের অনুষ্ঠান করা আমার কাছে একটু সেকেলে মনে হয়।

 এদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ নিয়ে  বিস্তারিতভাবে কিছু বলা হয়নি। বার্তা সংস্থা রয়টার্সকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র বলেন,  আজ(বুধবার) সকালে যা জানানো হয়েছে তার চেয়ে বেশি কিছু যোগ করার নেই।

নিউজিল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে ২০১৭ সালে দায়িত্ব গ্রহণ করেন জাসিন্ডা  আরডার্ন। এর আগে জাসিন্ডা অন্তঃসত্তা অবস্থায় অফিস করে বিশ্বজুড়ে আলোচিত হন।

করোনা মহামারি নিয়ন্ত্রণে সফল হওয়ায় গত অক্টোবরে অনুষ্ঠিত নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে বিশাল জয় পায় জাসিন্ডার দল লেবার পার্টি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত