প্রতিনিধি, কলকাতা
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংবাদ সংগ্রহ করতে এসে শহীদ হওয়া কলকাতার দুই সাংবাদিককে স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানিয়েছে কলকাতা প্রেস ক্লাব। ক্লাবের অনুরোধ, মুক্তিযুদ্ধে ১৩ জন বাংলাদেশি শহীদ সাংবাদিকের সঙ্গে এই দুজনকেও যেন স্বীকৃতি দেওয়া হয়। এরা হলেন দীপক বন্দ্যোপাধ্যায় ও সুরজিত ঘোষাল।
দিল্লিতে বাংলাদেশি দূতাবাসে নিযুক্ত মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদের অভ্যর্থনা এবং কলকাতায় নিযুক্ত প্রথম সচিব (প্রেস) মোফাকখারুল ইসলামের বিদায় সংবর্ধনা উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর এ অনুরোধ করেন। তাঁর অনুরোধ, মুক্তিযুদ্ধের দুই ভারতীয় শহীদ সাংবাদিকের স্বীকৃতি দেওয়া উচিত। তাঁর মতে, ১৩ জন শহীদ বাংলাদেশি সাংবাদিকের সঙ্গে তাঁদের প্রতি সম্মান জানানোও জরুরি। বিষয়টি বাংলাদেশ সরকারের নজরে আনবেন বলেও উল্লেখ করেন স্নেহাশিস সুর।
জানা যায়, মুক্তিযুদ্ধের সময় কলকাতার দুই তরুণ সাংবাদিক দীপক বন্দ্যোপাধ্যায় ও সুরজিত ঘোষাল বাংলাদেশের মুক্তিযুদ্ধ কভার করতে ত্রিপুরার রাজধানী আগরতলা দিয়ে কুমিল্লায় প্রবেশ করেছিলেন। সেখানে পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়লে তাঁদের হত্যা করা হয়। কিন্তু মুক্তিযুদ্ধের ৫০ বছর পরেও তাঁরা কোনো স্বীকৃতি পাননি।
ইতিমধ্যেই কলকাতা প্রেস ক্লাবে বসেছে এই দুই সাংবাদিকের স্মৃতি ফলক। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ কলকাতা প্রেস ক্লাবে এ ফলক উন্মোচন করেন। দুই ভারতীয় সাংবাদিকের স্বীকৃতির বিষয়ে প্রতিশ্রুতিও দিয়েছিলেন তথ্যমন্ত্রী। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাব তাঁদের সম্মান জানিয়ে একটি পুস্তিকা প্রকাশ করেছে।
বিদায়ী প্রথম সচিব (প্রেস) মোফাকখারুল বাংলাদেশের মুক্তিযুদ্ধে কলকাতা প্রেস ক্লাবের অবদানের কথা উল্লেখ করেন। এই প্রেসক্লাব থেকেই মুক্তিযুদ্ধের খবর বিদেশি মিডিয়ায় ছড়িয়ে পড়ত।
শাবান মাহমুদ আশা প্রকাশ করেন, ভারত ও বাংলাদেশের মৈত্রী আরও সুদৃঢ় হবে। সেই সঙ্গে উভয় দেশের সম্পর্কের উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংবাদ সংগ্রহ করতে এসে শহীদ হওয়া কলকাতার দুই সাংবাদিককে স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানিয়েছে কলকাতা প্রেস ক্লাব। ক্লাবের অনুরোধ, মুক্তিযুদ্ধে ১৩ জন বাংলাদেশি শহীদ সাংবাদিকের সঙ্গে এই দুজনকেও যেন স্বীকৃতি দেওয়া হয়। এরা হলেন দীপক বন্দ্যোপাধ্যায় ও সুরজিত ঘোষাল।
দিল্লিতে বাংলাদেশি দূতাবাসে নিযুক্ত মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদের অভ্যর্থনা এবং কলকাতায় নিযুক্ত প্রথম সচিব (প্রেস) মোফাকখারুল ইসলামের বিদায় সংবর্ধনা উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর এ অনুরোধ করেন। তাঁর অনুরোধ, মুক্তিযুদ্ধের দুই ভারতীয় শহীদ সাংবাদিকের স্বীকৃতি দেওয়া উচিত। তাঁর মতে, ১৩ জন শহীদ বাংলাদেশি সাংবাদিকের সঙ্গে তাঁদের প্রতি সম্মান জানানোও জরুরি। বিষয়টি বাংলাদেশ সরকারের নজরে আনবেন বলেও উল্লেখ করেন স্নেহাশিস সুর।
জানা যায়, মুক্তিযুদ্ধের সময় কলকাতার দুই তরুণ সাংবাদিক দীপক বন্দ্যোপাধ্যায় ও সুরজিত ঘোষাল বাংলাদেশের মুক্তিযুদ্ধ কভার করতে ত্রিপুরার রাজধানী আগরতলা দিয়ে কুমিল্লায় প্রবেশ করেছিলেন। সেখানে পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়লে তাঁদের হত্যা করা হয়। কিন্তু মুক্তিযুদ্ধের ৫০ বছর পরেও তাঁরা কোনো স্বীকৃতি পাননি।
ইতিমধ্যেই কলকাতা প্রেস ক্লাবে বসেছে এই দুই সাংবাদিকের স্মৃতি ফলক। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ কলকাতা প্রেস ক্লাবে এ ফলক উন্মোচন করেন। দুই ভারতীয় সাংবাদিকের স্বীকৃতির বিষয়ে প্রতিশ্রুতিও দিয়েছিলেন তথ্যমন্ত্রী। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাব তাঁদের সম্মান জানিয়ে একটি পুস্তিকা প্রকাশ করেছে।
বিদায়ী প্রথম সচিব (প্রেস) মোফাকখারুল বাংলাদেশের মুক্তিযুদ্ধে কলকাতা প্রেস ক্লাবের অবদানের কথা উল্লেখ করেন। এই প্রেসক্লাব থেকেই মুক্তিযুদ্ধের খবর বিদেশি মিডিয়ায় ছড়িয়ে পড়ত।
শাবান মাহমুদ আশা প্রকাশ করেন, ভারত ও বাংলাদেশের মৈত্রী আরও সুদৃঢ় হবে। সেই সঙ্গে উভয় দেশের সম্পর্কের উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।
জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল সম্প্রতি বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়ার সঙ্গে তাঁর করা গ্যাস চুক্তিগুলো জার্মানির ব্যবসা এবং মস্কোর সঙ্গে শান্তি রক্ষার উদ্দেশ্যে করা হয়েছিল। তিনি জোর দিয়ে বলেছেন, ২০০৮ সালে ইউক্রেনকে ন্যাটোতে যোগ দিতে বাধা না দিলে, যুদ্ধ আরও অনেক আগেই শু
১ ঘণ্টা আগেউত্তর কোরিয়া একটি গুরুত্বপূর্ণ অস্ত্র তৈরির কারখানা সম্প্রসারণ করছে বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থার বিশেষজ্ঞরা। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, এই কারখানায় এমন একটি স্বল্প-পাল্লার মিসাইল তৈরি হয় যা রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ব্যবহার করছে।
১ ঘণ্টা আগেগত ৮ থেকে ১১ নভেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান হাওয়াইয়ের মাওয়ি দ্বীপের ৩০ বছর বয়সী অভিযাত্রী হান্নাহ কোবায়াশি। এবার লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের কাছাকাছি একটি এলাকা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে হান্নাহর বাবাকে।
২ ঘণ্টা আগেগত জুলাইয়ে নিরঙ্কুশ জয় নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। কনজারভেটিভ পার্টির ঋষি সুনাকের ব্যর্থতার পর পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব কাঁধে নেন স্টারমার।
৩ ঘণ্টা আগে