অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ায় নতুন রাজ্যগুলোতে ছড়িয়ে পড়ছে করোনার অতি সংক্রামক ধরন ডেলটা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯০০-এর বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আজ রোববার অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস রাজ্যে ১ হাজার ৮৮৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ার এই দুই জনবহুল রাজ্যে গত এক দিনে করোনায় ১৩ জন মারা গেছেন। এই রাজ্যগুলোতে কয়েক সপ্তাহ ধরেই লকডাউন চলছে।
৫৮ দিন ধরে করোনাশূন্য ছিল অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপ। গত এক দিনে সেখানেও একজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস রাজ্যে ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া হলে লকডাউন তুলে দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্যগুলোর সরকার। নিউ সাউথ ওয়েলসে অক্টোবরের শেষে অথবা নভেম্বরের শুরুতে লকডাউন তুলে দেওয়া হবে। এর কয়েক সপ্তাহ পরেই ভিক্টোরিয়া রাজ্যের লকডাউন তুলে দেওয়া হবে বলে জানা গেছে।
ভিক্টোরিয়া রাজ্যের প্রধান ডেনিয়েল অ্যান্ড্রু রোববার বলেন, `আমাদের নার্স, অ্যাম্বুলেন্স কর্মী ও ডাক্তারদের জন্য এটি কঠিন এবং সবচেয়ে চ্যালেঞ্জিং সময়।'
বিশ্বের অন্যান্য উন্নত দেশের তুলনায় অস্ট্রেলিয়ায় কম করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ১০ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ৩৩৪ জন।
অস্ট্রেলিয়ায় নতুন রাজ্যগুলোতে ছড়িয়ে পড়ছে করোনার অতি সংক্রামক ধরন ডেলটা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯০০-এর বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আজ রোববার অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস রাজ্যে ১ হাজার ৮৮৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ার এই দুই জনবহুল রাজ্যে গত এক দিনে করোনায় ১৩ জন মারা গেছেন। এই রাজ্যগুলোতে কয়েক সপ্তাহ ধরেই লকডাউন চলছে।
৫৮ দিন ধরে করোনাশূন্য ছিল অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপ। গত এক দিনে সেখানেও একজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস রাজ্যে ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া হলে লকডাউন তুলে দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্যগুলোর সরকার। নিউ সাউথ ওয়েলসে অক্টোবরের শেষে অথবা নভেম্বরের শুরুতে লকডাউন তুলে দেওয়া হবে। এর কয়েক সপ্তাহ পরেই ভিক্টোরিয়া রাজ্যের লকডাউন তুলে দেওয়া হবে বলে জানা গেছে।
ভিক্টোরিয়া রাজ্যের প্রধান ডেনিয়েল অ্যান্ড্রু রোববার বলেন, `আমাদের নার্স, অ্যাম্বুলেন্স কর্মী ও ডাক্তারদের জন্য এটি কঠিন এবং সবচেয়ে চ্যালেঞ্জিং সময়।'
বিশ্বের অন্যান্য উন্নত দেশের তুলনায় অস্ট্রেলিয়ায় কম করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ১০ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ৩৩৪ জন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করা ৯৩ বছর বয়সী এক ব্যক্তি তাঁর ৬০ বছর বয়সী স্ত্রীকে অন্তত দুবার হত্যার চেষ্টা করার অভিযোগ স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে একা ছেড়ে যেতে চাননি বলেই ওই হত্যাচেষ্টা চালান বৃদ্ধ স্বামী।
৬ ঘণ্টা আগেআগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন নির্বাচন। পঞ্জিকা অনুযায়ী, সেই দিনটি হচ্ছে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই নিয়ম যে চার বছর পরপর যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তা অবশ্যই নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
৭ ঘণ্টা আগেস্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৮ ঘণ্টা আগেভারতে আইনি জটিলতার মুখে পড়েছে উইকিপিডিয়া। দেশটির বৃহত্তম সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সংস্থাটির বিরুদ্ধে ২ কোটি রুপির (প্রায় ২ লাখ ৩৭ হাজার ৮৭৪ মার্কিন ডলার) মানহানি মামলা করেছে। উইকিপিডিয়ার পরিচালনা প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে এ মামলা করেছে এএনআই।
৮ ঘণ্টা আগে