Ajker Patrika

আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন ১৬ ফেব্রুয়ারি

আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন ১৬ ফেব্রুয়ারি

দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন শুরু হতে যাচ্ছে আগামী ১৬ ফেব্রুয়ারি। এবারের আয়োজক দেশ কম্বোডিয়া। এই সম্মেলনে আসিয়ানের সদস্যদেশ মিয়ানমারে মানবিক সহায়তা এবং জোটের সভাপতি পরিবর্তনের বিষয়টি আলোচনা করা হবে। কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করছেন। 

কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং আসিয়ানের বিশেষ দূত পার্ক সুখন মিয়ানমার পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ওই বিবৃতিতে। 

বিবৃতিতে আরও বলা হয়, ‘আসন্ন সম্মেলনে তাঁর (কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী) মূল লক্ষ্য হল মিয়ানমারের বিষয়ে ৫ দফা ঐকমত্য নিয়ে আলোচনা করা।’ 
এর আগে, গত বছর অং সান সু কি’র নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে দেশটির সামরিক জান্তা। এরপর থেকেই আসিয়ানের সঙ্গে সম্পর্কে ভাটা পড়েছে মিয়ানমারের। এই বৈঠকে মিয়ানমারের সঙ্গে আসিয়ানের সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়েও আলোচনা করা হবে। 

উল্লেখ্য, আসিয়ান জোট এখন পর্যন্ত সংস্থাটির কোনো বড় বৈঠকে মিয়ানমারের সামরিক জান্তার কোনো সদস্যকে অংশগ্রহণের অনুমতি দেয়নি। তবে আসন্ন বৈঠকে মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া এবং মিয়ানমারে বন্দী বিভিন্ন দেশের বিনিময় বিষয়ে আলোচনা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত