Ajker Patrika

ইন্দোনেশিয়ার উপকূলে ভাসছে শতাধিক রোহিঙ্গা

এএফপি, জাকার্তা
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১১: ০৮
ইন্দোনেশিয়ার উপকূলে ভাসছে শতাধিক রোহিঙ্গা

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের উপকূলে নারী, শিশুসহ শতাধিক রোহিঙ্গা একটি নৌকায় ভাসছে। এই রোহিঙ্গাদের উদ্ধারে ইন্দোনেশিয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

রোহিঙ্গা নিয়ে ভাসা নৌকাটি আচেহ প্রদেশের উপকূল থেকে ছয় কিলোমিটার সমুদ্রের ভেতরে নোঙর করা ছিল। গত সোমবার একটি ত্রাণের নৌকা তাদের উপকূল থেকে এক কিলোমিটার দূর পর্যন্ত নিয়ে আসে। এ প্রসঙ্গে ইন্দোনেশিয়ায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রটেকশন অ্যাসোসিয়েট ফয়সাল রহমান বলেন, সরকারের প্রতি তাঁরা আহ্বান জানিয়েছেন, দ্রুত যেন ওই রোহিঙ্গাদের সাগর থেকে উদ্ধার করা হয়। এক বিবৃতিতে তিনি আরও বলেন, সংকটে থাকা এই রোহিঙ্গাদের উদ্ধারে সরকারকে সহযোগিতা করার জন্য সহযোগী প্রতিষ্ঠানগুলো প্রস্তুত আছে। 

এদিকে গতকাল বুধবার এই নৌকা থেকে পাঁচ রোহিঙ্গাকে উপকূলে আনা হয়েছে জরুরি ভিত্তিতে চিকিৎসাসেবা দেওয়ার জন্য। এ ছাড়া নৌকায় অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

প্রায় এক সপ্তাহ ধরে ওই রোহিঙ্গারা সাগরে ভাসছে। তারা যেখানে রয়েছে, সেখান থেকে সবচেয়ে কাছে দক্ষিণ আচেহ জেলা। এই জেলায় সরকারের মুখপাত্র ইউহেলমি বলেন, রোহিঙ্গাদের উদ্ধারের ক্ষেত্রে দেশের অভিবাসন বিভাগের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তাঁরা।

অভিবাসন বিভাগ সিদ্ধান্ত নেবে, এই রোহিঙ্গাদের কোথায় নেওয়া হবে। ফয়সাল রহমান আরও বলেন, সরকারের সঙ্গে জাতিসংঘের আলোচনা চলছিল। 

এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, সমুদ্রবন্দরে বিশাল একটি ব্যানার টানিয়েছেন স্থানীয় লোকজন। সেখানে লেখা রয়েছে, ‘দক্ষিণ আচেহর মানুষ রোহিঙ্গাদের জায়গা দিতে অস্বীকৃতি জানাচ্ছে।’ আচেহ জেলে সম্প্রদায়ের প্রধান মোহাম্মদ জাবাল বলেছেন, ‘আমাদের জেলে সম্প্রদায় তাদের এখানে জায়গা দিতে অস্বীকৃতি জানাচ্ছে। কারণ তারা যেখানেই গেছে, স্থানীয়দের জীবনে অশান্তি সৃষ্টি করেছে।’ 

আচেহ পুলিশের বয়ান অনুযায়ী, আশ্রয়প্রার্থীদের এই দল ৯ অক্টোবর কক্সবাজার ত্যাগ করেছিল। তাদের গন্তব্য ছিল মালয়েশিয়া। যাত্রীদের কয়েকজন আবার অন্য দেশে যাওয়ার জন্য অর্থ প্রদান করেছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত