ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় মৃত ৭১, নিখোঁজ অনেকে

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২১, ১৩: ৩৮
আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১৩: ৪৭

ইন্দোনেশিয়ার ভারী বৃষ্টিপাতের প্রভাবে আকস্মিক বন্যা এবং  ভূমিধসে ৭১ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববারের এই দুর্যোগের পর এখনও নিখোঁজ রয়েছেন ৪০ জনের বেশি মানুষ। কর্তৃপক্ষের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়বে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপ থেকে পূর্ব তিমুর পর্যন্ত বন্যা দেখা দিয়েছে। মুষলধারে বৃষ্টির কারণে এই বন্যার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র রাদিত্য জাতি জানান, মৃতের সংখ্যা বাড়তে পারে। এখনও ৪২ জন নিখোঁজ।

ইন্দোনেশিয়ার পূর্ব ফ্লোরেস দুর্যোগ পরিচালনা সংস্থার প্রধান অ্যালফোনস হাদা বেথান বলেন, আমাদের শঙ্কা অনেকেই মাটি চাপা পড়েছেন। এখনো নিশ্চিত নই কতজন নিখোঁজ রয়েছেন।

ইন্দোনেশিয়ায় ভূমিধস এবং আকস্মিক বন্যা খুবই সাধারণ ঘটনা। ভূ–প্রকৃতির কারণে দেশটি প্রায়ই এই দুর্যোগের সম্মুখীন হয়।

গত জানুয়ারিতে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে আকস্মিক বন্যায় ৪০ জনের মৃত্যু হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত