এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে করোনায় লক্ষাধিক মৃত্যু ইন্দোনেশিয়ায়

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২১, ২০: ১৯

করোনায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা লাখ ছাড়িয়েছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটিতে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৬৩৬ জনের। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩৫ লাখ ৩২ হাজার ৫৬৭ জন। 

এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়ায় করোনায় লক্ষাধিক প্রাণহানির ঘটনা ঘটল। এর আগে এশিয়ার প্রথম দেশ হিসেবে ভারতে করোনায় লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে। 

গত কয়েক সপ্তাহ ধরেই বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। গত ১৬ জুলাই থেকে দেশটিতে করোনায় প্রতিদিনই করোনায় হাজারের ওপর মানুষের মৃত্যু হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭৪৭ জন। আর আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৮৬৭ জন। 

প্রসঙ্গত, করোনা মহামারি শুরুর পর থেকে বিশ্বে এ পর্যন্ত ১২টি দেশে করোনায় লক্ষাধিক মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশগুলো হলো-যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, কলম্বিয়া, ইতালি, প্যারাগুয়ে ও মেক্সিকো। 

উল্লেখ্য, ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্ত হয়েছেন ২০ কোটি ৫ লাখ ৫ হাজার ১৪৪ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪২ লাখ ৬৩ হাজার ৮০০ জন। এ পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১৮ কোটি ৭ লাখ ১৩ হাজার ৪৮৬ জন। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত