Ajker Patrika

উত্তর কোরিয়ার আকাশে যুক্তরাষ্ট্রের বিমান, কড়া হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৬: ২৭
উত্তর কোরিয়ার আকাশে যুক্তরাষ্ট্রের বিমান, কড়া হুঁশিয়ারি

উত্তর কোরিয়ার আকাশসীমায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমান অন্তত আটবার চক্কর দিয়েছে বলে দাবি করেছে পিয়ংইয়ং। আজ মঙ্গলবার এমন অভিযোগ করে পিয়ংইয়ং কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, এমন চলতে থাকলে তারা কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এর আগে গতকাল সোমবার একই অভিযোগ তুলেছিল উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং-উনের বোন কিম ইয়ো-জং দাবি করেন, উত্তর কোরিয়ার আকাশসীমায় মার্কিন গোয়েন্দা বিমান নজরদারি চালাচ্ছে। আবারও এমন ঘটলে পিয়ংইয়ং গুলি করে সেই বিমান ভূপাতিত করতে বাধ্য হবে বলেও হুমকি দেন কিম। 

কিম ইয়ো-জং জানান, উত্তর কোরিয়ার থংচন অঞ্চল থেকে ৪৩৫ কিলোমিটার দূরে সমুদ্রের ওপর দিয়ে মার্কিন গোয়েন্দা বিমান উড়েছে। ওই এলাকা উত্তর কোরিয়ার আকাশসীমার মধ্যে পড়ে। 

উত্তর কোরিয়ার এই অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। 

তবে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো বিমান উত্তর কোরিয়ার আকাশসীমায় প্রবেশ করেনি। আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বিমান চলাচল করেছে। এটা রুটিন ফ্লাইট। এর সঙ্গে গুপ্তচরবৃত্তির কোনো সম্পর্ক নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত