৫ দিন পর আলমাতি শহরে ইন্টারনেট সংযোগ চালু

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২২, ১১: ৪৯
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৫: ০৯

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে জ্বালানি তেলের দাম বৃদ্ধির জেরে শুরু হওয়া সংঘাতের পর দেশটির সরকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সরকার। ৫ দিন পর আজ সোমবার আলমাতি শহরে ফের ইন্টারনেট সংযোগ চালু হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

সহিংস বিক্ষোভের পর গত বুধবার সরকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। এতে শহরের ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সোমবার পুনরায় বিদ্যুৎ সংযোগ চালুর পর থেকে ইন্টারনেট সংযোগ চালু হয়েছে। বর্তমানে স্থানীয় এবং বিদেশি ওয়েবসাইটগুলোতে সবাই ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ঢুকতে পারছে। 

গত ২ জানুয়ারি থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর জেরে দেশটির পশ্চিমাঞ্চলে সহিংস বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের খবর বিদেশি সংবাদমাধ্যমগুলো প্রচার করতে থাকে। কিন্তু কাজাখস্তানের সরকার এটিকে সন্ত্রাসী হামলা বলে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করতে থাকে। 

গত শনিবার দেশটির তথ্য মন্ত্রণালয়ের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রচার করা হয় সহিংস সংঘাতে ১৬৪ জনের বেশি মানুষ মারা গেছেন। কিন্তু গতকাল রোববার দেশটির তথ্য মন্ত্রণালয় সেই বিবৃতি প্রত্যাহার করে নেয়। তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই সংবাদটি প্রযুক্তিগত ভুলের কারণে প্রচার হয়েছিল। 

সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বিদেশি মিডিয়াগুলো কাজাখস্তান সরকার শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের টার্গেট করছে, এমন মিথ্যা প্রতিবেদন করছে। কিন্তু নিরাপত্তা বাহিনী শুধুমাত্র যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের বিরুদ্ধে লড়াই করছে। 

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সোমবার আলমাতিতে জীবন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। সহিংসতা শুরু হওয়ার পর প্রথমবারের মতো শহরের রাস্তায় গণপরিবহন চলতে দেখা গেছে। 

উল্লেখ্য, আলমাতি এক সময় কাজাখস্তানের রাজধানী ছিল। অর্থনৈতিক দিক দিয়েও এই শহরটি খুব গুরুত্বপূর্ণ। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত