অনলাইন ডেস্ক
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে প্রধান বিরোধী দল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি (এমডিপি)। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল এমডিপি এরই মধ্যে অভিশংসন প্রস্তাব জমা দেওয়ার জন্য স্বাক্ষর সংগ্রহ করা শুরু করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
চীনের একটি গুপ্তচর জাহাজকে মালেতে নোঙর করার অনুমতি দিয়েছিল সরকার। এরপরই চীনপন্থী অবস্থানের কারণে প্রেসিডেন্ট মুইজ্জুর বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করে মালদ্বীপের বিরোধী দলগুলো।
এরপর গতকাল মালদ্বীপের পার্লামেন্টে সরকার এবং বিরোধী দলীয় এমপিদের মধ্যে ব্যাপক হাতাহাতির ঘটনা ঘটে। এরপরই বিরোধীরা অভিশংসন প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নেন।
মুইজ্জু সরকারের মন্ত্রিসভায় চারজন নতুন সদস্যের সংসদীয় অনুমোদনের বিষয়ে গতকাল রোববার ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু ক্ষমতাসীন পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) এবং মালদ্বীপ প্রগ্রেসিভ পার্টির (পিপিএম) সদস্যদের সঙ্গে এমডিপির সংসদ সদস্যদের হাতাহাতিতে কার্যধারায় ব্যাঘাত ঘটে।
সুস্পষ্টভাবে ভারত-বিরোধী অবস্থান নিয়ে ক্ষমতায় আসা মোহামেদ মুইজ্জু গত কয়েক সপ্তাহ ধরেই বিরোধীদের তোপের মুখে আছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফরকে কেন্দ্র করে নয়াদিল্লির সঙ্গে কূটনৈতিক বিরোধের মুখোমুখি হয় মালে। এ ঘটনায় মোদি ও ভারত নিয়ে বিতর্কিত মন্তব্য করা তিন মন্ত্রীকে বরখাস্ত করা হয়।
ক্ষমতা গ্রহণের পর মালদ্বীপের বিগত কয়েক প্রেসিডেন্টের অলিখিত রীতি ভেঙে ভারতকে টপকে প্রথমে চীন সফরে যান মোহামেদ মুইজ্জু। তারপর মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের অপসারণের জন্য সময়সীমা বেধে দিয়ে ভারত বিরোধী অবস্থানকে আরও স্পষ্ট করেন তিনি।
ঐতিহাসিকভাবেই ভারতের বন্ধু রাষ্ট্র মালদ্বীপ। দেশটির পররাষ্ট্র নীতিতে আকস্মিক এই পরিবর্তনকে তাই সহজভাবে মেনে নেয়নি বিরোধীরা। চীনের গুপ্তচর জাহাজকে নোঙরের অনুমতি দেওয়ার ঘটনায় আরও কঠোর অবস্থানে যায় বিরোধীরা।
এমডিপি এবং ডেমোক্র্যাটরা মুইজ্জু সরকারকে ভারত-বিরোধী শক্তি হিসেবে অভিযুক্ত করে এক যৌথ বিবৃতিতে বলেছে, পররাষ্ট্র নীতির পরিবর্তন দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিবৃতিতে বলা হয়েছে, ‘যেকোনো উন্নয়ন সহযোগী, বিশেষ করে দেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী মিত্রকে বিচ্ছিন্ন করা দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে।’
বিরোধীরা জোর দিয়ে আরও বলে, ভারত মহাসাগরে স্থিতিশীলতা এবং নিরাপত্তা মালদ্বীপের স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য অত্যাবশ্যক।
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে প্রধান বিরোধী দল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি (এমডিপি)। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল এমডিপি এরই মধ্যে অভিশংসন প্রস্তাব জমা দেওয়ার জন্য স্বাক্ষর সংগ্রহ করা শুরু করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
চীনের একটি গুপ্তচর জাহাজকে মালেতে নোঙর করার অনুমতি দিয়েছিল সরকার। এরপরই চীনপন্থী অবস্থানের কারণে প্রেসিডেন্ট মুইজ্জুর বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করে মালদ্বীপের বিরোধী দলগুলো।
এরপর গতকাল মালদ্বীপের পার্লামেন্টে সরকার এবং বিরোধী দলীয় এমপিদের মধ্যে ব্যাপক হাতাহাতির ঘটনা ঘটে। এরপরই বিরোধীরা অভিশংসন প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নেন।
মুইজ্জু সরকারের মন্ত্রিসভায় চারজন নতুন সদস্যের সংসদীয় অনুমোদনের বিষয়ে গতকাল রোববার ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু ক্ষমতাসীন পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) এবং মালদ্বীপ প্রগ্রেসিভ পার্টির (পিপিএম) সদস্যদের সঙ্গে এমডিপির সংসদ সদস্যদের হাতাহাতিতে কার্যধারায় ব্যাঘাত ঘটে।
সুস্পষ্টভাবে ভারত-বিরোধী অবস্থান নিয়ে ক্ষমতায় আসা মোহামেদ মুইজ্জু গত কয়েক সপ্তাহ ধরেই বিরোধীদের তোপের মুখে আছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফরকে কেন্দ্র করে নয়াদিল্লির সঙ্গে কূটনৈতিক বিরোধের মুখোমুখি হয় মালে। এ ঘটনায় মোদি ও ভারত নিয়ে বিতর্কিত মন্তব্য করা তিন মন্ত্রীকে বরখাস্ত করা হয়।
ক্ষমতা গ্রহণের পর মালদ্বীপের বিগত কয়েক প্রেসিডেন্টের অলিখিত রীতি ভেঙে ভারতকে টপকে প্রথমে চীন সফরে যান মোহামেদ মুইজ্জু। তারপর মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের অপসারণের জন্য সময়সীমা বেধে দিয়ে ভারত বিরোধী অবস্থানকে আরও স্পষ্ট করেন তিনি।
ঐতিহাসিকভাবেই ভারতের বন্ধু রাষ্ট্র মালদ্বীপ। দেশটির পররাষ্ট্র নীতিতে আকস্মিক এই পরিবর্তনকে তাই সহজভাবে মেনে নেয়নি বিরোধীরা। চীনের গুপ্তচর জাহাজকে নোঙরের অনুমতি দেওয়ার ঘটনায় আরও কঠোর অবস্থানে যায় বিরোধীরা।
এমডিপি এবং ডেমোক্র্যাটরা মুইজ্জু সরকারকে ভারত-বিরোধী শক্তি হিসেবে অভিযুক্ত করে এক যৌথ বিবৃতিতে বলেছে, পররাষ্ট্র নীতির পরিবর্তন দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিবৃতিতে বলা হয়েছে, ‘যেকোনো উন্নয়ন সহযোগী, বিশেষ করে দেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী মিত্রকে বিচ্ছিন্ন করা দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে।’
বিরোধীরা জোর দিয়ে আরও বলে, ভারত মহাসাগরে স্থিতিশীলতা এবং নিরাপত্তা মালদ্বীপের স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য অত্যাবশ্যক।
নিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘মানবতার শত্রু’ বলে অবহিত করেছেন নেতানিয়াহু। হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত, মানবতাকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আজ সেটি মানবতার শত্রুতে পরিণত হয়েছে।
২০ মিনিট আগেলাওসের পর্যটন শহর ভাং ভিয়েং-এ সন্দেহজনক মিথানল বিষক্রিয়ায় আরও একজন অস্ট্রেলীয় তরুণীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিষাক্ত অ্যালকোহল সেবনে সেখানে ছয় বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
১ ঘণ্টা আগেদখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নিন্দা জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের উইসকনসিনের বাসিন্দা রায়ান বর্গওয়ার্ট। সম্প্রতি এই কায়াকার নিজের ডুবে যাওয়ার নাটক সাজিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, রায়ান বর্তমানে পূর্ব ইউরোপের কোথাও জীবিত আছেন।
২ ঘণ্টা আগে