অনলাইন ডেস্ক
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির ঘোষণা দিয়েছে এশিয়ার দেশ আর্মেনিয়া। গাজায় চলমান যুদ্ধের মধ্যেই দেশটির এ ঘোষণা এল।
আজ শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতার বিরুদ্ধে তাঁদের অবস্থান। এমনকি হামাস কর্তৃক ইসরায়েলের বেসামরিক নাগরিকদের বন্দী করার ঘটনাকেও তাঁরা নিন্দা জানায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাঁদের মুক্ত করার আহ্বান জানায়।
আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, আন্তর্জাতিক আইন, জাতির সমতা, সার্বভৌমত্ব এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে আর্মেনিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। মধ্যপ্রাচ্যে দীর্ঘ মেয়াদে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আর্মেনিয়া আগ্রহী।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আর্মেনিয়ার রাষ্ট্রদূতকে তলব করে তিরস্কার করেছে। এদিকে আর্মেনিয়ার সমর্থনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে হামাস।
এর আগে গত ২৮ মে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ইউরোপের তিন দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড।
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির ঘোষণা দিয়েছে এশিয়ার দেশ আর্মেনিয়া। গাজায় চলমান যুদ্ধের মধ্যেই দেশটির এ ঘোষণা এল।
আজ শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতার বিরুদ্ধে তাঁদের অবস্থান। এমনকি হামাস কর্তৃক ইসরায়েলের বেসামরিক নাগরিকদের বন্দী করার ঘটনাকেও তাঁরা নিন্দা জানায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাঁদের মুক্ত করার আহ্বান জানায়।
আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, আন্তর্জাতিক আইন, জাতির সমতা, সার্বভৌমত্ব এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে আর্মেনিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। মধ্যপ্রাচ্যে দীর্ঘ মেয়াদে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আর্মেনিয়া আগ্রহী।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আর্মেনিয়ার রাষ্ট্রদূতকে তলব করে তিরস্কার করেছে। এদিকে আর্মেনিয়ার সমর্থনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে হামাস।
এর আগে গত ২৮ মে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ইউরোপের তিন দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করা ৯৩ বছর বয়সী এক ব্যক্তি তাঁর ৬০ বছর বয়সী স্ত্রীকে অন্তত দুবার হত্যার চেষ্টা করার অভিযোগ স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে একা ছেড়ে যেতে চাননি বলেই ওই হত্যাচেষ্টা চালান বৃদ্ধ স্বামী।
৪ ঘণ্টা আগেআগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন নির্বাচন। পঞ্জিকা অনুযায়ী, সেই দিনটি হচ্ছে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই নিয়ম যে চার বছর পরপর যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তা অবশ্যই নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
৫ ঘণ্টা আগেস্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৬ ঘণ্টা আগেভারতে আইনি জটিলতার মুখে পড়েছে উইকিপিডিয়া। দেশটির বৃহত্তম সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সংস্থাটির বিরুদ্ধে ২ কোটি রুপির (প্রায় ২ লাখ ৩৭ হাজার ৮৭৪ মার্কিন ডলার) মানহানি মামলা করেছে। উইকিপিডিয়ার পরিচালনা প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে এ মামলা করেছে এএনআই।
৬ ঘণ্টা আগে