ইন্দোনেশিয়ায় অক্সিজেনের সংকটে ৬৩ করোনা রোগীর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২১, ১৩: ১৪
আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৩: ৪৭

ইন্দোনেশিয়ার একটি হাসপাতালে অক্সিজেনের সংকটের কারণে ৬৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জাভা দ্বীপের ইয়গ্যাকার্তা শহরের সারদজিতো জেনারেল হাসপাতালে রোববার ভোরে এ ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার পর স্বাস্থ্যকর্মীরা সিলিন্ডারের মাধ্যমে করোনা রোগীদের শ্বাস-প্রশ্বাস চালু রাখার চেষ্টা করেন। এর পরও ৬৩ জনকে বাঁচানো সম্ভব হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ায় প্রতিদিনই ২৫ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। এদিকে মেডিকেল অক্সিজেনের সংকট মেটাতে এর উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে ইন্দোনেশিয়া সরকার।

বিশ্বের বিভিন্ন দেশের মতো ইন্দোনেশিয়ায়ও ছড়িয়ে পড়েছে করোনার ডেলটা ভ্যারিয়েন্ট। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল রোববার ইন্দোনেশিয়ায় রেকর্ড ৫৫৫ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, মিয়ানমারে এ পর্যন্ত ২২ লাখ ৮৪ হাজার ৮৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬০ হাজার ৫৮২ জন। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত