Ajker Patrika

নেপালে উড্ডয়নকালে বিমান বিধ্বস্ত, ১৮ মরদেহ উদ্ধার 

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৪: ২৭
নেপালে উড্ডয়নকালে বিমান বিধ্বস্ত, ১৮ মরদেহ উদ্ধার 

নেপালের রাজধানী কাঠমান্ডুতে উড্ডয়নকালে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে যাত্রী, ক্রুসহ অন্তত ১৯ জন আরোহী ছিলেন। এর মধ্যে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার সকালে উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি দেশটির বেসরকারি প্রতিষ্ঠান সূর্য এয়ারলাইনসের। এ ঘটনায় ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিমানটির ক্যাপটেনকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র সুবাস ঝা বলেন, পোখারাগামী বিমানটি বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের সময় ঝামেলার সম্মুখীন হওয়ায় সেখানেই বিধ্বস্ত হয়। তিনি বলেন, ‘বিমানটিতে যাত্রী, ক্রুসহ অন্তত ১৯ জন আরোহী ছিলেন। প্রাথমিক তথ্যানুসারে, দুর্ঘটনাস্থল থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’ 

সুবাস ঝা জানিয়েছেন, বিমানটির আহত ক্যাপটেনের নাম এম আর শাক্য। তাঁকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমনাটি বিমানবন্দরের দক্ষিণাভিমুখী (কোটেশ্বরের দিকে) একটি রানওয়ে থেকে উড্ডয়ন করছিল। এ সময় হঠাৎ করে বিমানটি এক পাশের ডানা কাত হয়ে রানওয়ের সঙ্গে ঘষা খায়। এতে মুহূর্তেই আগুন ধরে যায় বিমানটিতে। এরপর চলতে চলতে বিমানটি রানওয়ের পূর্ব পাশের একটি খাদে পড়ে যায়। 

দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া দেখা দেয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দ্রুতই পৌঁছে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত