ইন্দোনেশিয়ায় মাছ ধরার জাহাজ ডুবে নিহত ২৪, নিখোঁজ ৩১

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২১, ২৩: ৩৩

ইন্দোনেশিয়ায় ঝড়ের কবলে পড়ে মাছ ধরার জাহাজ ডুবে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় পশ্চিম কালিমান্তান প্রদেশে সাম্বাস জেলায় এই জাহাজ ডুবির ঘটনা ঘটে। উদ্ধারকারী কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।

এএনআই-এর প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সাম্বাস জেলায় ঝড়ে কবলে পড়ে ১৮টি জাহাজ।

এ নিয়ে প্রাদেশিক তল্লাশি এবং উদ্ধার বাহিনীর প্রধান ইয়োপি হারিয়াদি বলেন, মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ৪১ জন। এ পর্যন্ত ৮৩ জনকে উদ্ধার করা হয়েছে।

ইন্দোনেশিয়ার তল্লাশি এবং উদ্ধার বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্ধার অভিযান আরও তিন দিন চলবে। তবে আজ বুধবার আবহাওয়ার পরিস্থিতি অবনতি হওয়ায় এই উদ্ধারকাজ ব্যাহত হতে পারে।

একটি হেলিকপ্টার, প্লেন এবং বেশ কয়েকটি জাহাজ দিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার তল্লাশি এবং উদ্ধার বাহিনী।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত