অনলাইন ডেস্ক
মিয়ানমারের জান্তা বাহিনীর কাছ থেকে আরও একটি শহর দখল করে নিয়েছে রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গত সোমবার রাখাইনের পোন্নাজ্ঞিয়ুন শহর থেকে জান্তা বাহিনীর ৫৫০ পদাতিক ব্যাটালিয়নকে তাড়িয়ে শহরটির দখল নেয় এএ। এর মধ্য দিয়ে রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়ের আরও কাছাকাছি পৌঁছে গেল গোষ্ঠীটি।
আরাকান আর্মি ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, পোন্নাজ্ঞিয়ুন শহরটি সিতওয়ে থেকে মাত্র ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত। এই মুহূর্তে আরাকান আর্মি রাজধানী সিতওয়েকে চারদিক থেকে ঘিরে রেখেছে।
এএ জানিয়েছে, পোন্নাজ্ঞিয়ুন শহরের দখল নিয়ে লড়াইয়ের সময় জান্তা বাহিনী যুদ্ধবিমান ও জলজ যুদ্ধযান থেকে ব্যাপক গোলা ও বোমা বর্ষণ করেছে। তার পরও তারা শহরটি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। গোষ্ঠীটি আরও দাবি করেছে, পোন্নাজ্ঞিয়ুনে পতনের পর জান্তা বাহিনীর যুদ্ধবিমান শহরটির সঙ্গে রথিডঙের সংযোগ সেতু জাই তি পিন বোমা মেরে ভেঙে দেয়।
গত বছরের নভেম্বরে জান্তা বাহিনীবিরোধী অভিযান শুরু করার পর থেকে আরকান আর্মি এখন পর্যন্ত রাখাইন ও চিন রাজ্যের মোট আটটি শহর দখল করে নিয়েছে। এর মধ্যে চিন রাজ্যের পালেতওয়া উল্লেখযোগ্য। এ ছাড়া জান্তা বাহিনীর বিপুলসংখ্যক ঘাঁটি ও ফাঁড়ি দখল করে নিয়েছে গোষ্ঠীটি।
গত সোমবার আরাকান আর্মির মুখপাত্র উ খাইং থুক্কা এক অনলাইন সংবাদ সম্মেলনে বলেছেন, যতক্ষণ পর্যন্ত রাখাইন রাজ্য জান্তা বাহিনীর হাত থেকে মুক্ত না হবে এবং যতক্ষণ পর্যন্ত জান্তা বাহিনীকে এই অঞ্চল থেকে তাড়িয়ে দেওয়া সম্ভব না হবে, ততক্ষণ পর্যন্ত আরাকান আর্মি লড়াই চালিয়ে যাবে।
মিয়ানমারের জান্তা বাহিনীর কাছ থেকে আরও একটি শহর দখল করে নিয়েছে রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গত সোমবার রাখাইনের পোন্নাজ্ঞিয়ুন শহর থেকে জান্তা বাহিনীর ৫৫০ পদাতিক ব্যাটালিয়নকে তাড়িয়ে শহরটির দখল নেয় এএ। এর মধ্য দিয়ে রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়ের আরও কাছাকাছি পৌঁছে গেল গোষ্ঠীটি।
আরাকান আর্মি ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, পোন্নাজ্ঞিয়ুন শহরটি সিতওয়ে থেকে মাত্র ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত। এই মুহূর্তে আরাকান আর্মি রাজধানী সিতওয়েকে চারদিক থেকে ঘিরে রেখেছে।
এএ জানিয়েছে, পোন্নাজ্ঞিয়ুন শহরের দখল নিয়ে লড়াইয়ের সময় জান্তা বাহিনী যুদ্ধবিমান ও জলজ যুদ্ধযান থেকে ব্যাপক গোলা ও বোমা বর্ষণ করেছে। তার পরও তারা শহরটি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। গোষ্ঠীটি আরও দাবি করেছে, পোন্নাজ্ঞিয়ুনে পতনের পর জান্তা বাহিনীর যুদ্ধবিমান শহরটির সঙ্গে রথিডঙের সংযোগ সেতু জাই তি পিন বোমা মেরে ভেঙে দেয়।
গত বছরের নভেম্বরে জান্তা বাহিনীবিরোধী অভিযান শুরু করার পর থেকে আরকান আর্মি এখন পর্যন্ত রাখাইন ও চিন রাজ্যের মোট আটটি শহর দখল করে নিয়েছে। এর মধ্যে চিন রাজ্যের পালেতওয়া উল্লেখযোগ্য। এ ছাড়া জান্তা বাহিনীর বিপুলসংখ্যক ঘাঁটি ও ফাঁড়ি দখল করে নিয়েছে গোষ্ঠীটি।
গত সোমবার আরাকান আর্মির মুখপাত্র উ খাইং থুক্কা এক অনলাইন সংবাদ সম্মেলনে বলেছেন, যতক্ষণ পর্যন্ত রাখাইন রাজ্য জান্তা বাহিনীর হাত থেকে মুক্ত না হবে এবং যতক্ষণ পর্যন্ত জান্তা বাহিনীকে এই অঞ্চল থেকে তাড়িয়ে দেওয়া সম্ভব না হবে, ততক্ষণ পর্যন্ত আরাকান আর্মি লড়াই চালিয়ে যাবে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করা ৯৩ বছর বয়সী এক ব্যক্তি তাঁর ৬০ বছর বয়সী স্ত্রীকে অন্তত দুবার হত্যার চেষ্টা করার অভিযোগ স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে একা ছেড়ে যেতে চাননি বলেই ওই হত্যাচেষ্টা চালান বৃদ্ধ স্বামী।
৪ ঘণ্টা আগেআগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন নির্বাচন। পঞ্জিকা অনুযায়ী, সেই দিনটি হচ্ছে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই নিয়ম যে চার বছর পরপর যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তা অবশ্যই নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
৫ ঘণ্টা আগেস্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৬ ঘণ্টা আগেভারতে আইনি জটিলতার মুখে পড়েছে উইকিপিডিয়া। দেশটির বৃহত্তম সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সংস্থাটির বিরুদ্ধে ২ কোটি রুপির (প্রায় ২ লাখ ৩৭ হাজার ৮৭৪ মার্কিন ডলার) মানহানি মামলা করেছে। উইকিপিডিয়ার পরিচালনা প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে এ মামলা করেছে এএনআই।
৬ ঘণ্টা আগে