কোয়ারেন্টিনমুক্ত ভ্রমণ চালু করতেই করোনা আক্রান্ত বিমানবন্দর কর্মী

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২১, ১৯: ০৭

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় গতকাল সোমবার থেকে কোয়ারেন্টিনমুক্ত ভ্রমণ চালু করে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। এর পরপরই অকল্যান্ড বিমানবন্দরের এক কর্মী করোনাভাইরাস পজিটিভ হয়েছেন। ফলে অবাধ চলাচলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা ভাবছে জাসিন্ডা আরডার্ন সরকার।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ড কর্তৃপক্ষ আজ মঙ্গলবার ওই বিমানকর্মীর করোনা ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, ‘আমরা উভয়পক্ষের সিদ্ধান্তেই সীমান্ত খুলে দিয়েছি। আমরা একসঙ্গে একটা যাত্রার অংশ হতে চলেছি।’

একজন করোনা আক্রান্ত হওয়ার বিষয়ে জেসিন্ডা বলেন, নিউজিল্যান্ডের স্বাস্থ্য কর্তৃপক্ষ অস্ট্রেলীয় সহযোগীদের সঙ্গে যোগাযোগ করেছে। ‘ট্রাভেল বাবল’ স্থগিত করা হবে— এমন কোনো ইঙ্গিত তাদের পক্ষ থেকে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, করোনা পজিটিভ অকল্যান্ড বিমানবন্দরের ওই কর্মী টিকার সম্পূর্ণ ডোজ নিয়েছিলেন। বিভিন্ন দেশ থেকে আসা উড়োজাহাজ পরিষ্কার করতেন তিনি। গত ১২ এপ্রিলের পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে। কিন্তু সোমবার রুটিন পরীক্ষার অংশ হিসেবে নমুনা পরীক্ষা করলে ফলাফল পজিটিভ আসে।

এদিকে অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেছেন, নতুন সংক্রমণ পাওয়া গেলেও নিউজিল্যান্ডের স্বাস্থ্যব্যবস্থার প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে।

প্রসঙ্গত, কঠোর বিধিনিষেধ অনুসরণ করে করোনা মোকাবিলায় অনেকটাই সফল ওশেনিয়া অঞ্চলের দুই দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এখন পর্যন্ত অস্ট্রেলিয়াতে করোনা আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৫৩১ জন, এর মধ্যে মারা গেছেন ৯১০ জন। আর নিউজিল্যান্ডে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৯৬ জন, আর মারা গেছেন ২৬ জন। যা অন্যান্য দেশের তুলনায় বেশ কম।   

গত বছরের মার্চ মাসে করোনা সংক্রমণ রোধে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড নিজেদের সীমান্ত বন্ধ করে দেয়। আর বিদেশ থেকে আসা নাগরিকদের ক্ষেত্রে কোয়ারেন্টিন বাধ্যতামূলক করে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত