বাসভবন ছেড়ে পালিয়েছেন গোতাবায়া, সুইমিংপুলে বিক্ষোভকারীরা 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২২, ১৬: ৫৪
আপডেট : ০৯ জুলাই ২০২২, ১৭: ৪৬

আবারও বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা। দেশটিতে হাজার হাজার বিক্ষোভকারী ঢুকে পড়েছে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে। এরই মধ্যে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবন দখলে নিয়েছে। বিবিসি বলছে, গোতাবায়া রাজাপক্ষে নিরাপদে বাসভবন ছেড়ে পালিয়ে গেছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গোতাবায়া রাজাপক্ষের সুইমিংপুল দখলে নিয়ে সেখানে সাঁতার কাটছেন বিক্ষোভকারীরা। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। সারা দেশ থেকে বিক্ষোভকারীরা এসে জড়ো হন শহরটিতে। সরকারবিরোধী র‍্যালি ও বিক্ষোভ প্রদর্শনের একপর্যায়ে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে ঢুকে পড়েন তাঁরা। 

উল্লেখ্য, ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর সবচেয়ে নাজুক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। নিকট ইতিহাসে ইউরোপের দেশ গ্রিস এমন সংকটের মুখোমুখি হয়েছিল। দেশটি প্রায় দেউলিয়া হতে হতে বেঁচে গেছে। এখনো গ্রিস আগের জৌলুশ ফিরে পায়নি। এখন শ্রীলঙ্কাও সেই পথেই হাঁটছে কি না, এমন শঙ্কা জাগছে বিশ্লেষকদের মনে। 

শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট এতটাই তীব্র যে, দেশটির নিত্যপ্রয়োজনীয় খাদ্য, জ্বালানি তেল এমনকি ওষুধ কেনার প্রয়োজনীয় অর্থ নেই। দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে সম্প্রতি জানিয়েছেন, তাঁদের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েছে। বিশ্লেষকেরা বলছেন, দেশটির নেতৃত্ব পর্যায়ে ব্যাপক ভুল ব্যবস্থাপনা এবং দেশটির জনগণের কিঞ্চিৎ দুর্ভাগ্য মিলিয়েই এই বিপর্যয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত