অনলাইন ডেস্ক
মিয়ানমারে রাখাইন রাজ্যের আরেক শহর মিনবিয়ারের নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। গতকাল মঙ্গলবার শহরটির শেষ দুই সামরিক ব্যাটালিয়নের সদরদপ্তর দখল করার পরই শহরটির নিয়ন্ত্রণ নেওয়া হয় বলে জানিয়েছে রাখাইনের সংবাদমাধ্যমগুলো।
রাখাইনের বিদ্রোহী গোষ্ঠীগুলো বলছে, গত এক মাস ধারাবাহিক হামলা চালিয়ে যাওয়ার পর মঙ্গলবার মিনবিয়া শহরের বাইরে তারা জান্তা বাহিনীর লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৩৭৯ ও লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৫৪১-এর সদরদপ্তর দখল করে নেয়।
মিনবিয়া শহরের বাসিন্দাদের উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, দুই সামরিক ঘাঁটি দখলের সময় জান্তা বাহিনীর বেশ কয়েকজন সেনা ও তাদের পরিবারের সদস্যরা আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেছে।
জেট এবং গানবোট দিয়ে পাল্টা আক্রমণ চালানো সত্ত্বেও গত ২৮ জানুয়ারি মিনবিয়ার একই অঞ্চলে লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৩৮০-এর সদরদপ্তর দখল করে বিদ্রোহী গোষ্ঠীগুলো।
থাইল্যান্ডে অবস্থানরত মিয়ানমারের সাংবাদিকদের পরিচালিত সংবাদমাধ্যম ইরাবতির প্রতিবেদন অনুসারে, জানুয়ারিতে সামরিক জান্তা মিনবিয়ায় বিপুলসংখ্যক সেনা মোতায়েন করে। কিন্তু প্রায় সবাই আরাকান আর্মির যোদ্ধাদের কাছে পরাজিত হয়। জানুয়ারির শেষের দিকে আরাকান আর্মি জান্তা বাহিনীর প্যারাসুটে করে আসা গোলাবারুদ ও খাদ্য সরবরাহও জব্দ করে।
মিনবিয়ায় ঘাঁটি রক্ষার ব্যর্থ চেষ্টার সময় জান্তা বাহিনী স্থল, সমুদ্র এবং আকাশ থেকে মিনবিয়া শহর এবং আশপাশের অনেক গ্রামে বোমাবর্ষণ করে। গতকাল মঙ্গলবার রাখাইনের সংবাদমাধ্যমগুলো বলে, মিনবিয়া এখন শাসকমুক্ত।
আরাকান আর্মি আরও জানায়, টানা তিন দিন হামলা চালানোর পর গতকাল তাদের যোদ্ধারা মংডু শহরে বাংলাদেশ সীমান্তবর্তী জান্তা বাহিনীর শক্ত ঘাঁটি তাউং পিয়ো (বাম) দখল করে নিয়েছে।
গত রোববার তাউং পিয়ো ফাঁড়ির ডানে ও বামে একযোগে হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠীগুলো। একই দিনে তাউং পিয়োর ডান পাশের সামরিক ঘাঁটি দখল করা হয়, যার ফলে ডজনখানেক জান্তা সেনা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। দুটি ফাঁড়িতে আরাকান আর্মির হামলার পর তিন শতাধিক জান্তা সেনা ও পুলিশ কর্মকর্তা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে।
রাখাইন রাজ্যের ম্রাউক–ইউ, কিয়াউকতাও, রামরি, আন ও মাইবন শহরে গতকালও সংঘর্ষের খবর পাওয়া গেছে। গত ১০ দিনে রাখাইনের উত্তরাঞ্চলে আরও দুটি জান্তা ঘাঁটি দখল করেছে আরাকান আর্মি।
মিয়ানমারে রাখাইন রাজ্যের আরেক শহর মিনবিয়ারের নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। গতকাল মঙ্গলবার শহরটির শেষ দুই সামরিক ব্যাটালিয়নের সদরদপ্তর দখল করার পরই শহরটির নিয়ন্ত্রণ নেওয়া হয় বলে জানিয়েছে রাখাইনের সংবাদমাধ্যমগুলো।
রাখাইনের বিদ্রোহী গোষ্ঠীগুলো বলছে, গত এক মাস ধারাবাহিক হামলা চালিয়ে যাওয়ার পর মঙ্গলবার মিনবিয়া শহরের বাইরে তারা জান্তা বাহিনীর লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৩৭৯ ও লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৫৪১-এর সদরদপ্তর দখল করে নেয়।
মিনবিয়া শহরের বাসিন্দাদের উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, দুই সামরিক ঘাঁটি দখলের সময় জান্তা বাহিনীর বেশ কয়েকজন সেনা ও তাদের পরিবারের সদস্যরা আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেছে।
জেট এবং গানবোট দিয়ে পাল্টা আক্রমণ চালানো সত্ত্বেও গত ২৮ জানুয়ারি মিনবিয়ার একই অঞ্চলে লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৩৮০-এর সদরদপ্তর দখল করে বিদ্রোহী গোষ্ঠীগুলো।
থাইল্যান্ডে অবস্থানরত মিয়ানমারের সাংবাদিকদের পরিচালিত সংবাদমাধ্যম ইরাবতির প্রতিবেদন অনুসারে, জানুয়ারিতে সামরিক জান্তা মিনবিয়ায় বিপুলসংখ্যক সেনা মোতায়েন করে। কিন্তু প্রায় সবাই আরাকান আর্মির যোদ্ধাদের কাছে পরাজিত হয়। জানুয়ারির শেষের দিকে আরাকান আর্মি জান্তা বাহিনীর প্যারাসুটে করে আসা গোলাবারুদ ও খাদ্য সরবরাহও জব্দ করে।
মিনবিয়ায় ঘাঁটি রক্ষার ব্যর্থ চেষ্টার সময় জান্তা বাহিনী স্থল, সমুদ্র এবং আকাশ থেকে মিনবিয়া শহর এবং আশপাশের অনেক গ্রামে বোমাবর্ষণ করে। গতকাল মঙ্গলবার রাখাইনের সংবাদমাধ্যমগুলো বলে, মিনবিয়া এখন শাসকমুক্ত।
আরাকান আর্মি আরও জানায়, টানা তিন দিন হামলা চালানোর পর গতকাল তাদের যোদ্ধারা মংডু শহরে বাংলাদেশ সীমান্তবর্তী জান্তা বাহিনীর শক্ত ঘাঁটি তাউং পিয়ো (বাম) দখল করে নিয়েছে।
গত রোববার তাউং পিয়ো ফাঁড়ির ডানে ও বামে একযোগে হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠীগুলো। একই দিনে তাউং পিয়োর ডান পাশের সামরিক ঘাঁটি দখল করা হয়, যার ফলে ডজনখানেক জান্তা সেনা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। দুটি ফাঁড়িতে আরাকান আর্মির হামলার পর তিন শতাধিক জান্তা সেনা ও পুলিশ কর্মকর্তা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে।
রাখাইন রাজ্যের ম্রাউক–ইউ, কিয়াউকতাও, রামরি, আন ও মাইবন শহরে গতকালও সংঘর্ষের খবর পাওয়া গেছে। গত ১০ দিনে রাখাইনের উত্তরাঞ্চলে আরও দুটি জান্তা ঘাঁটি দখল করেছে আরাকান আর্মি।
লাওসের পর্যটন শহর ভাং ভিয়েং-এ সন্দেহজনক মিথানল বিষক্রিয়ায় আরও একজন অস্ট্রেলীয় তরুণীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিষাক্ত অ্যালকোহল সেবনে সেখানে ছয় বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
২ মিনিট আগেদখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নিন্দা জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের উইসকনসিনের বাসিন্দা রায়ান বর্গওয়ার্ট। সম্প্রতি এই কায়াকার নিজের ডুবে যাওয়ার নাটক সাজিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, রায়ান বর্তমানে পূর্ব ইউরোপের কোথাও জীবিত আছেন।
১ ঘণ্টা আগেগাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ছয়টি মহাদেশের ১২৪টি দেশে তাঁরা আটক হতে পারেন।
১ ঘণ্টা আগে