অনলাইন ডেস্ক
চীনের রাজধানী বেইজিংয়ে বেশ কয়েক দিন ধরেই বালুঝড় বইছে। এই বালুঝড় আগামীকাল বুধবার সকাল পর্যন্ত বেইজিংয়ের বাইরে আরও বেশ কয়েকটি প্রদেশে বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন দেশটির আবহাওয়াবিদেরা। এ সময় ঘরের বাইরে বের হওয়া নাগরিকেরা শ্বাসকষ্টে পড়তে পারেন বলেও সতর্ক করেছেন তাঁরা। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত কয়েক সপ্তাহ ধরেই বেইজিংয়ে বায়ুদূষণ তীব্র আকার ধারণ করেছে। প্রায় প্রতিদিনই অমৌসুমি বালুঝড় বইতে দেখা যাচ্ছে।
আবহাওয়াবিদেরা বলছেন, বালুঝড়ের জন্য নীল আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। চীনে চার ধরনের আবহাওয়া সতর্কতা জারি করতে দেখা যায়। সবচেয়ে খারাপ আবহাওয়ার জন্য লাল সতর্কতা এবং তুলনামূলক কম খারাপের জন্য নীল সতর্কতা জারি করা হয়।
বেইজিং মিউনিসিপ্যাল ইকোলজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল মনিটরিং সেন্টার জানিয়েছে, আজ মঙ্গলবার সকালে ধোঁয়াশা ও কুয়াশাচ্ছন্ন ধূসর মেঘ বেইজিংয়ের আকাশকে ঢেকে ফেলেছে। এটি বায়ুদূষণের সূচকে মারাত্মক দূষণকে নির্দেশ করে।
বায়ুদূষণ নিয়ে কাজ করা সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের মতে, বেইজিংয়ের বাতাসে সূক্ষ্ম কণার ঘনত্ব বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক বায়ু মানের নির্দেশিকার ৪৬ দশমিক ২ গুণ বেশি।
এদিকে বেইজিংয়ের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, আগামীকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত শানসি, হেবেই, শানডং, জিয়ানঝু, আনহুই, হেনান, হুবেই ও সাংহাইসহ অন্তত ১২টি প্রদেশে বালুঝড় বয়ে যেতে পারে।
চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে ‘বালুঝড়’ একটি আলোচিত (ট্রেন্ডিং) বিষয়ে রূপ নিয়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন, কেন ঘুম থেকে উঠে ছুটির নোটিশ দেখি না! আজও কি ধুলোবালির মধ্যে কাজে যেত হবে?
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং গোবি মরুভূমির কাছাকাছি হওয়ায় মার্চ ও এপ্রিল মাসে নিয়মিত বালুঝড় হয়।
বাস্তুসংস্থান ও পরিবেশ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, উত্তর চীন এবং প্রতিবেশী মঙ্গোলিয়ার মরুভূমিতে তাপমাত্রা বেড়ে যাওয়া ও বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে বালুঝড় অনেক বেড়েছে। ১৯৬০ সালের তুলনায় এখন চার গুণ বেশি বালুঝড় হয়।
চীনের রাজধানী বেইজিংয়ে বেশ কয়েক দিন ধরেই বালুঝড় বইছে। এই বালুঝড় আগামীকাল বুধবার সকাল পর্যন্ত বেইজিংয়ের বাইরে আরও বেশ কয়েকটি প্রদেশে বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন দেশটির আবহাওয়াবিদেরা। এ সময় ঘরের বাইরে বের হওয়া নাগরিকেরা শ্বাসকষ্টে পড়তে পারেন বলেও সতর্ক করেছেন তাঁরা। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত কয়েক সপ্তাহ ধরেই বেইজিংয়ে বায়ুদূষণ তীব্র আকার ধারণ করেছে। প্রায় প্রতিদিনই অমৌসুমি বালুঝড় বইতে দেখা যাচ্ছে।
আবহাওয়াবিদেরা বলছেন, বালুঝড়ের জন্য নীল আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। চীনে চার ধরনের আবহাওয়া সতর্কতা জারি করতে দেখা যায়। সবচেয়ে খারাপ আবহাওয়ার জন্য লাল সতর্কতা এবং তুলনামূলক কম খারাপের জন্য নীল সতর্কতা জারি করা হয়।
বেইজিং মিউনিসিপ্যাল ইকোলজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল মনিটরিং সেন্টার জানিয়েছে, আজ মঙ্গলবার সকালে ধোঁয়াশা ও কুয়াশাচ্ছন্ন ধূসর মেঘ বেইজিংয়ের আকাশকে ঢেকে ফেলেছে। এটি বায়ুদূষণের সূচকে মারাত্মক দূষণকে নির্দেশ করে।
বায়ুদূষণ নিয়ে কাজ করা সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের মতে, বেইজিংয়ের বাতাসে সূক্ষ্ম কণার ঘনত্ব বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক বায়ু মানের নির্দেশিকার ৪৬ দশমিক ২ গুণ বেশি।
এদিকে বেইজিংয়ের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, আগামীকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত শানসি, হেবেই, শানডং, জিয়ানঝু, আনহুই, হেনান, হুবেই ও সাংহাইসহ অন্তত ১২টি প্রদেশে বালুঝড় বয়ে যেতে পারে।
চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে ‘বালুঝড়’ একটি আলোচিত (ট্রেন্ডিং) বিষয়ে রূপ নিয়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন, কেন ঘুম থেকে উঠে ছুটির নোটিশ দেখি না! আজও কি ধুলোবালির মধ্যে কাজে যেত হবে?
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং গোবি মরুভূমির কাছাকাছি হওয়ায় মার্চ ও এপ্রিল মাসে নিয়মিত বালুঝড় হয়।
বাস্তুসংস্থান ও পরিবেশ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, উত্তর চীন এবং প্রতিবেশী মঙ্গোলিয়ার মরুভূমিতে তাপমাত্রা বেড়ে যাওয়া ও বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে বালুঝড় অনেক বেড়েছে। ১৯৬০ সালের তুলনায় এখন চার গুণ বেশি বালুঝড় হয়।
বিশ্ব যখন মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপ-মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে পশ্চিমা দেশগুলোর ভূমিকার দিকে মনোযোগী, তখন ভারত তার ‘অ্যাক্ট ইস্ট’ নীতির আওতায় পূর্ব এশিয়ার দিকে নজর দিয়েছে এবং এই অঞ্চলে সক্রিয় ভূমিকা পালন করছে। দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের পাশাপাশি, কোরীয় উপদ্বীপে—বিশেষ করে..
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি ব্যাংকে ঢুকে পাঁচ নারীকে হত্যা করার জন্য জেফেন জেভারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২৭ বছর বয়সী জেভারের মৃত্যুদণ্ড ঘোষণার সময় হাইল্যান্ডস কাউন্টি কোর্টের বিচারক অ্যাঞ্জেলা কাউডেন বলেন, ‘ঈশ্বর আপনার আত্মার প্রতি সদয় হোন।’ যুবক, নারী, হত্যাকারী, মৃত্যুদণ্ড, রায়, বিচার, সিরিয়া
১১ ঘণ্টা আগেরুশ তদন্ত কমিটির বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা ১২ মিনিটে একটি আবাসিক ভবনের প্রবেশপথের কাছে বিস্ফোরণটি ঘটে। স্কুটারে লুকানো বোমা বিস্ফোরিত হলে আশপাশের ভবনের জানালাগুলো ভেঙে যায়। রিয়া নভোস্তি নামে রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বিস্ফোরণটি অত্যন্ত শক্তিশালী ছিল।
১১ ঘণ্টা আগেব্লুমবার্গের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুন পর্যন্ত এআই চিপ প্রযুক্তির ক্ষেত্রে প্রায় বিশ্বজুড়ে ৯০ ভাগ বাজার দখল করে রেখেছে এনভিডিয়া। এই সাফল্য কোম্পানিটিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম কোম্পানিতে পরিণত করেছে। এ ক্ষেত্রে এনভিডিয়ার আগে রয়েছে শুধু অ্যাপল ও মাইক্রোসফট।
১২ ঘণ্টা আগে