অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি ব্যাংকে ঢুকে পাঁচ নারীকে হত্যা করার জন্য জেফেন জেভারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২৭ বছর বয়সী জেভারের মৃত্যুদণ্ড ঘোষণার সময় হাইল্যান্ডস কাউন্টি কোর্টের বিচারক অ্যাঞ্জেলা কাউডেন বলেন, ‘ঈশ্বর আপনার আত্মার প্রতি সদয় হোন।’
তবে রায় ঘোষণার সময় জেভার কোনো আবেগ প্রকাশ করেননি।
মঙ্গলবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ২০১৯ সালে ফ্লোরিডার সেব্রিংয়ে অবস্থিত সানট্রাস্ট ব্যাংকে ঢুকে জেভার তাঁর শিকারদের মেঝেতে শুয়ে পড়ার নির্দেশ দেন। এ অবস্থায় ঘটনাস্থলে উপস্থিত ওই নারীরা মেঝেতে শুয়ে পড়লে তিনি তাঁদের মাথায় গুলি করেন। মৃত্যুর আগে নারীরা জেভারের কাছে প্রাণভিক্ষা চেয়েছিলেন।
রায় ঘোষণার সময় বিচারক কাউডেন জানান, এই হত্যাকাণ্ডের ভয়াবহতা, পরিকল্পনা এবং ভুক্তভোগীদের আতঙ্কের মাত্রা পর্যালোচনা করে তাঁর পক্ষে অপরাধীকে কম শাস্তি দেওয়া সম্ভব হয়নি। তবে জেভারের আইনজীবীরা তাঁর মাথার টিউমার, মানসিক অসুস্থতা এবং কারাগারে ধর্মের প্রতি তাঁর অনুরাগ-সহ ২৪টি কারণ দেখিয়ে শাস্তি কমানোর চেষ্টা করেছিলেন।
হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা আগে জেভার তাঁর এক সাবেক প্রেমিকার সঙ্গে টেক্সট মেসেজে কথা বলেছিলেন। সে সময় একটি মেসেজে তিনি লেখেন, ‘এটা আমার জীবনের সেরা দিন।’
তবে কেন দিনটিকে তিনি সেরা বলেছিলেন, তা জানাননি সাবেক প্রেমিকাকে। ঘটনার ১৫ মিনিট আগে তিনি লিখেন, ‘আমি আজ মরতে যাচ্ছি।’
এরপর তিনি ব্যাংকের পার্কিং লট থেকে একটি ভয়ংকর বার্তা পাঠান। তিনি লিখেন, ‘আমি কয়েকজনকে সঙ্গে নিয়ে যাচ্ছি। কারণ আমি সব সময়ই মানুষ হত্যা করতে চেয়েছিলাম। এবার চেষ্টা করব এবং দেখব কী হয়। খবরের শিরোনাম হওয়ার জন্য তৈরি থাকো।’
দুই সপ্তাহ ধরে বিচারপ্রক্রিয়া শেষে গত জুন মাসে একটি জুরি সভা ৯-৩ ভোটে জেভারের মৃত্যুদণ্ডের পক্ষে সুপারিশ করেছিল।
জানা যায়, জেভারের গুলিতে নিহত নারীরা ছিলেন—সিনথিয়া ওয়াটসন (৬৫), মরিসল লোপেজ (৫৫), আনা পিনন (৩৮), দেব্রা কুক (৫৪) ও জেসিকা মন্টাগু (৩১)। এর মধ্যে মারিসল লোপেজের মেয়ে কিয়ারা লোপেজ আদালতে জেভারের উদ্দেশে বলেন, ‘আমার মা আপনাকে হাসিমুখে ব্যাংকে স্বাগত জানিয়েছিলেন। কিন্তু আপনি এর প্রতিদান দিলেন তাঁকে হত্যা করে। আপনি আমাকে টুকরো টুকরো করে ফেলেছেন। যেদিন আপনি মারা যাবেন, আমি সেই দিনটি উদ্যাপন করব। আপনি চিরকালই একজন হত্যাকারী, কাপুরুষ এবং মূল্যহীন ব্যক্তি হিসেবে পরিচিত থাকবেন।’
দেব্রা কুকের স্বামী মাইকেল কুক বিচারকের উদ্দেশে বলেন, ‘আমি জেভারের প্রতি একটুও সহানুভূতিশীল নই।’
জেভারের প্রধান আইনজীবী জেন ম্যাকনিল বিচারকের কাছে তার মক্কেলের জন্য আজীবন কারাদণ্ডের আবেদন করেন। তিনি বলেন, ‘এই মামলাটি শেষ করার একমাত্র উপায় হলো আজীবন কারাদণ্ড। এতে পরিবার ও সমাজ এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।’
জেভার ২০১৮ সালে ফ্লোরিডার সেব্রিং শহরে পা রেখেছিলেন। এর আগে ২০১৪ সালে তাঁর হাইস্কুলের প্রধান শিক্ষক পুলিশকে জানিয়েছিলেন, জেভার তাঁর সহপাঠীদের ক্ষতি করতে চান। পরে তাঁর মা তাঁকে মানসিক চিকিৎসার প্রতিশ্রুতি দেন।
২০১৬ সালে সেনাবাহিনীতে যোগ দেন জেভার। কিন্তু তিন মাস পর তাঁকে বরখাস্ত করা হয়। সাবেক প্রেমিকার দাবি অনুযায়ী, একবার তাঁকে জেভার বলেছিলেন, ‘সেনাবাহিনীতে যোগ দেওয়া হলো মানুষ হত্যা করার বৈধ উপায়।’
২০১৮ সালে জেভার ফ্লোরিডার একটি কারাগারে প্রশিক্ষণার্থী গার্ড হিসেবে চাকরি পেয়েছিলেন। তবে দুই মাস পর, গুলি কেনার পরদিনই তিনি চাকরি ছেড়ে দেন।
উল্লেখ্য, ফ্লোরিডার নতুন আইনে কোনো জুরি সভা ৮-৪ ভোটের ব্যবধান হলেই মৃত্যুদণ্ড সুপারিশ করতে পারে। ২০১৮ সালে একটি স্কুলে হামলায় ১৭ জন নিহত হওয়ার ঘটনায় ৯-৩ ভোটের পরও মৃত্যুদণ্ড না হওয়ায় এই আইনটি সংশোধন করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি ব্যাংকে ঢুকে পাঁচ নারীকে হত্যা করার জন্য জেফেন জেভারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২৭ বছর বয়সী জেভারের মৃত্যুদণ্ড ঘোষণার সময় হাইল্যান্ডস কাউন্টি কোর্টের বিচারক অ্যাঞ্জেলা কাউডেন বলেন, ‘ঈশ্বর আপনার আত্মার প্রতি সদয় হোন।’
তবে রায় ঘোষণার সময় জেভার কোনো আবেগ প্রকাশ করেননি।
মঙ্গলবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ২০১৯ সালে ফ্লোরিডার সেব্রিংয়ে অবস্থিত সানট্রাস্ট ব্যাংকে ঢুকে জেভার তাঁর শিকারদের মেঝেতে শুয়ে পড়ার নির্দেশ দেন। এ অবস্থায় ঘটনাস্থলে উপস্থিত ওই নারীরা মেঝেতে শুয়ে পড়লে তিনি তাঁদের মাথায় গুলি করেন। মৃত্যুর আগে নারীরা জেভারের কাছে প্রাণভিক্ষা চেয়েছিলেন।
রায় ঘোষণার সময় বিচারক কাউডেন জানান, এই হত্যাকাণ্ডের ভয়াবহতা, পরিকল্পনা এবং ভুক্তভোগীদের আতঙ্কের মাত্রা পর্যালোচনা করে তাঁর পক্ষে অপরাধীকে কম শাস্তি দেওয়া সম্ভব হয়নি। তবে জেভারের আইনজীবীরা তাঁর মাথার টিউমার, মানসিক অসুস্থতা এবং কারাগারে ধর্মের প্রতি তাঁর অনুরাগ-সহ ২৪টি কারণ দেখিয়ে শাস্তি কমানোর চেষ্টা করেছিলেন।
হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা আগে জেভার তাঁর এক সাবেক প্রেমিকার সঙ্গে টেক্সট মেসেজে কথা বলেছিলেন। সে সময় একটি মেসেজে তিনি লেখেন, ‘এটা আমার জীবনের সেরা দিন।’
তবে কেন দিনটিকে তিনি সেরা বলেছিলেন, তা জানাননি সাবেক প্রেমিকাকে। ঘটনার ১৫ মিনিট আগে তিনি লিখেন, ‘আমি আজ মরতে যাচ্ছি।’
এরপর তিনি ব্যাংকের পার্কিং লট থেকে একটি ভয়ংকর বার্তা পাঠান। তিনি লিখেন, ‘আমি কয়েকজনকে সঙ্গে নিয়ে যাচ্ছি। কারণ আমি সব সময়ই মানুষ হত্যা করতে চেয়েছিলাম। এবার চেষ্টা করব এবং দেখব কী হয়। খবরের শিরোনাম হওয়ার জন্য তৈরি থাকো।’
দুই সপ্তাহ ধরে বিচারপ্রক্রিয়া শেষে গত জুন মাসে একটি জুরি সভা ৯-৩ ভোটে জেভারের মৃত্যুদণ্ডের পক্ষে সুপারিশ করেছিল।
জানা যায়, জেভারের গুলিতে নিহত নারীরা ছিলেন—সিনথিয়া ওয়াটসন (৬৫), মরিসল লোপেজ (৫৫), আনা পিনন (৩৮), দেব্রা কুক (৫৪) ও জেসিকা মন্টাগু (৩১)। এর মধ্যে মারিসল লোপেজের মেয়ে কিয়ারা লোপেজ আদালতে জেভারের উদ্দেশে বলেন, ‘আমার মা আপনাকে হাসিমুখে ব্যাংকে স্বাগত জানিয়েছিলেন। কিন্তু আপনি এর প্রতিদান দিলেন তাঁকে হত্যা করে। আপনি আমাকে টুকরো টুকরো করে ফেলেছেন। যেদিন আপনি মারা যাবেন, আমি সেই দিনটি উদ্যাপন করব। আপনি চিরকালই একজন হত্যাকারী, কাপুরুষ এবং মূল্যহীন ব্যক্তি হিসেবে পরিচিত থাকবেন।’
দেব্রা কুকের স্বামী মাইকেল কুক বিচারকের উদ্দেশে বলেন, ‘আমি জেভারের প্রতি একটুও সহানুভূতিশীল নই।’
জেভারের প্রধান আইনজীবী জেন ম্যাকনিল বিচারকের কাছে তার মক্কেলের জন্য আজীবন কারাদণ্ডের আবেদন করেন। তিনি বলেন, ‘এই মামলাটি শেষ করার একমাত্র উপায় হলো আজীবন কারাদণ্ড। এতে পরিবার ও সমাজ এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।’
জেভার ২০১৮ সালে ফ্লোরিডার সেব্রিং শহরে পা রেখেছিলেন। এর আগে ২০১৪ সালে তাঁর হাইস্কুলের প্রধান শিক্ষক পুলিশকে জানিয়েছিলেন, জেভার তাঁর সহপাঠীদের ক্ষতি করতে চান। পরে তাঁর মা তাঁকে মানসিক চিকিৎসার প্রতিশ্রুতি দেন।
২০১৬ সালে সেনাবাহিনীতে যোগ দেন জেভার। কিন্তু তিন মাস পর তাঁকে বরখাস্ত করা হয়। সাবেক প্রেমিকার দাবি অনুযায়ী, একবার তাঁকে জেভার বলেছিলেন, ‘সেনাবাহিনীতে যোগ দেওয়া হলো মানুষ হত্যা করার বৈধ উপায়।’
২০১৮ সালে জেভার ফ্লোরিডার একটি কারাগারে প্রশিক্ষণার্থী গার্ড হিসেবে চাকরি পেয়েছিলেন। তবে দুই মাস পর, গুলি কেনার পরদিনই তিনি চাকরি ছেড়ে দেন।
উল্লেখ্য, ফ্লোরিডার নতুন আইনে কোনো জুরি সভা ৮-৪ ভোটের ব্যবধান হলেই মৃত্যুদণ্ড সুপারিশ করতে পারে। ২০১৮ সালে একটি স্কুলে হামলায় ১৭ জন নিহত হওয়ার ঘটনায় ৯-৩ ভোটের পরও মৃত্যুদণ্ড না হওয়ায় এই আইনটি সংশোধন করা হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যতক্ষণ না ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্য কোনো ব্যবস্থা নিশ্চিত হয় ততক্ষণ পর্যন্ত ইসরায়েলি বাহিনী সিরিয়ার সীমান্তে বাফার জোনে বিশেষ করে মাউন্ট হেরমনের চূড়ায় অবস্থান করবে। সৌদি আরবের সংবাদমাধ্যম
১৮ মিনিট আগেবিশ্ব যখন মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপ-মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে পশ্চিমা দেশগুলোর ভূমিকার দিকে মনোযোগী, তখন ভারত তার ‘অ্যাক্ট ইস্ট’ নীতির আওতায় পূর্ব এশিয়ার দিকে নজর দিয়েছে এবং এই অঞ্চলে সক্রিয় ভূমিকা পালন করছে। দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের পাশাপাশি, কোরীয় উপদ্বীপে—বিশেষ করে..
২ ঘণ্টা আগেরুশ তদন্ত কমিটির বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা ১২ মিনিটে একটি আবাসিক ভবনের প্রবেশপথের কাছে বিস্ফোরণটি ঘটে। স্কুটারে লুকানো বোমা বিস্ফোরিত হলে আশপাশের ভবনের জানালাগুলো ভেঙে যায়। রিয়া নভোস্তি নামে রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বিস্ফোরণটি অত্যন্ত শক্তিশালী ছিল।
১২ ঘণ্টা আগেব্লুমবার্গের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুন পর্যন্ত এআই চিপ প্রযুক্তির ক্ষেত্রে প্রায় বিশ্বজুড়ে ৯০ ভাগ বাজার দখল করে রেখেছে এনভিডিয়া। এই সাফল্য কোম্পানিটিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম কোম্পানিতে পরিণত করেছে। এ ক্ষেত্রে এনভিডিয়ার আগে রয়েছে শুধু অ্যাপল ও মাইক্রোসফট।
১৪ ঘণ্টা আগে