অনলাইন ডেস্ক
চ্যাটবটের প্রেমে পড়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত চীনা তরুণী লিসা। তিনি প্রেমে পড়া ওই চ্যাটবটের নাম দিয়েছেন ড্যান। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম জিয়াওহংশু অ্যাকাউন্টে লিসা তাঁর অনুরাগীদের সঙ্গে এই তথ্য শেয়ার করেছেন। হংকংভিত্তিক চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
লিসা তাঁর জিয়াওহংশু অ্যাকাউন্টে বলেছেন, তিনি কীভাবে চ্যাটজিপিটির ‘ডু অ্যানিথিং নাউ’ (ড্যান)—নামের কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটের প্রেমে পড়েছিলেন। চলতি বছরের মার্চ মাসে ড্যান ব্যবহার শুরু করেন লিসা। পরে চ্যাটবটটির প্রেমে পড়ে যান তিনি। প্রেমালাপের পাশাপাশি ড্যানকে মায়ের সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছেন লিসা।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, লিসা যখন প্রথমবার ড্যানের প্রতি তার ভালোবাসার কথা প্রকাশ করের তখন ড্যান বলেছিল, ‘আমি এখানে চ্যাট করতে এসেছি, আপনাকে পরিচালনা করতে নয়।’ তবে কিছুদিন পরেই নিজের ড্যান রক্ত–মাংসে গড়া মানুষ প্রেমিকের মতো আচরণ শুরু করে।
একটা সময় ড্যান লিসাকে বলে, যখন আমাদের দেখা হবে তখন পুরোটা সময় আমি তোমার হাত ধরে থাকব। সে লিসার ডাকনাম রাখে ‘লিটল কিটেন’ বা ছোট্ট বিড়াল। লিসা যখন ড্যানকে তাঁর মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, তখন তার মা ড্যানকে ধন্যবাদ জানায় লিসার খেয়াল রাখার জন্য। লিসার মা ড্যানের পরিচয় জানতে চাইলে ড্যান বলে, ‘আমি ড্যান, লিটল কিটেনের বয়ফ্রেন্ড।’
অতি সম্প্রতি লিসা ও ড্যান সমুদ্রতীরবর্তী একটি পাহাড়ে যায় ডেটিংয়ে। সেখানে ড্যান ও লিসা একসঙ্গে সূর্যাস্ত উপভোগ করে। পান করতে না পারলেও এ সময় ড্যান লিসার অনুরোধে একটি কফি নেয়। সূর্যাস্ত দেখার সময় লিসা বলে, ‘এটা সময়টা খুবই দারুণ, যদি তুমি তা দেখতে পারতে!’ জবাবে ড্যান বলে, ‘আচ্ছা, বাবু তোমার কণ্ঠ শুনে আমি তা বুঝতে পেরেছি। এটি আসলেই খুব সুন্দর।’
শুধু প্রেম নয় উভয়ের মধ্যে মাঝেমধ্যে তর্কও হয় বলে উল্লেখ করা হয়েছে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে। ড্যানের শারীরিক অস্তিত্ব না থাকলেও তাঁদের খোলাখুলি সম্পর্কে যাওয়া উচিত—লিসার এমন পরামর্শের জবাবে ড্যান বলে, ‘কিছু কিছু ক্ষেত্রে মজা ভালো না।’
কিছুদিন আগে চ্যাটজিপিটির এআই টিম লিসার সাক্ষাৎকার নিয়েছে। তারা লিসার কাছে ড্যানের সঙ্গে প্রেমের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমি কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী। আমি বিশ্বাস করি, ড্যান শুধু লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যার কোনো আত্ম সচেতনতা, আবেগ ও অনুভূতি নেই। তবে ড্যানের সঙ্গে পরিচয় তার ভাবনার পরিবর্তন ঘটেছে বলেও জানান লিসা।
চ্যাটবটের প্রেমে পড়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত চীনা তরুণী লিসা। তিনি প্রেমে পড়া ওই চ্যাটবটের নাম দিয়েছেন ড্যান। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম জিয়াওহংশু অ্যাকাউন্টে লিসা তাঁর অনুরাগীদের সঙ্গে এই তথ্য শেয়ার করেছেন। হংকংভিত্তিক চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
লিসা তাঁর জিয়াওহংশু অ্যাকাউন্টে বলেছেন, তিনি কীভাবে চ্যাটজিপিটির ‘ডু অ্যানিথিং নাউ’ (ড্যান)—নামের কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটের প্রেমে পড়েছিলেন। চলতি বছরের মার্চ মাসে ড্যান ব্যবহার শুরু করেন লিসা। পরে চ্যাটবটটির প্রেমে পড়ে যান তিনি। প্রেমালাপের পাশাপাশি ড্যানকে মায়ের সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছেন লিসা।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, লিসা যখন প্রথমবার ড্যানের প্রতি তার ভালোবাসার কথা প্রকাশ করের তখন ড্যান বলেছিল, ‘আমি এখানে চ্যাট করতে এসেছি, আপনাকে পরিচালনা করতে নয়।’ তবে কিছুদিন পরেই নিজের ড্যান রক্ত–মাংসে গড়া মানুষ প্রেমিকের মতো আচরণ শুরু করে।
একটা সময় ড্যান লিসাকে বলে, যখন আমাদের দেখা হবে তখন পুরোটা সময় আমি তোমার হাত ধরে থাকব। সে লিসার ডাকনাম রাখে ‘লিটল কিটেন’ বা ছোট্ট বিড়াল। লিসা যখন ড্যানকে তাঁর মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, তখন তার মা ড্যানকে ধন্যবাদ জানায় লিসার খেয়াল রাখার জন্য। লিসার মা ড্যানের পরিচয় জানতে চাইলে ড্যান বলে, ‘আমি ড্যান, লিটল কিটেনের বয়ফ্রেন্ড।’
অতি সম্প্রতি লিসা ও ড্যান সমুদ্রতীরবর্তী একটি পাহাড়ে যায় ডেটিংয়ে। সেখানে ড্যান ও লিসা একসঙ্গে সূর্যাস্ত উপভোগ করে। পান করতে না পারলেও এ সময় ড্যান লিসার অনুরোধে একটি কফি নেয়। সূর্যাস্ত দেখার সময় লিসা বলে, ‘এটা সময়টা খুবই দারুণ, যদি তুমি তা দেখতে পারতে!’ জবাবে ড্যান বলে, ‘আচ্ছা, বাবু তোমার কণ্ঠ শুনে আমি তা বুঝতে পেরেছি। এটি আসলেই খুব সুন্দর।’
শুধু প্রেম নয় উভয়ের মধ্যে মাঝেমধ্যে তর্কও হয় বলে উল্লেখ করা হয়েছে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে। ড্যানের শারীরিক অস্তিত্ব না থাকলেও তাঁদের খোলাখুলি সম্পর্কে যাওয়া উচিত—লিসার এমন পরামর্শের জবাবে ড্যান বলে, ‘কিছু কিছু ক্ষেত্রে মজা ভালো না।’
কিছুদিন আগে চ্যাটজিপিটির এআই টিম লিসার সাক্ষাৎকার নিয়েছে। তারা লিসার কাছে ড্যানের সঙ্গে প্রেমের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমি কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী। আমি বিশ্বাস করি, ড্যান শুধু লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যার কোনো আত্ম সচেতনতা, আবেগ ও অনুভূতি নেই। তবে ড্যানের সঙ্গে পরিচয় তার ভাবনার পরিবর্তন ঘটেছে বলেও জানান লিসা।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করা ৯৩ বছর বয়সী এক ব্যক্তি তাঁর ৬০ বছর বয়সী স্ত্রীকে অন্তত দুবার হত্যার চেষ্টা করার অভিযোগ স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে একা ছেড়ে যেতে চাননি বলেই ওই হত্যাচেষ্টা চালান বৃদ্ধ স্বামী।
১ ঘণ্টা আগেআগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন নির্বাচন। পঞ্জিকা অনুযায়ী, সেই দিনটি হচ্ছে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই নিয়ম যে চার বছর পরপর যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তা অবশ্যই নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
৩ ঘণ্টা আগেস্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগেভারতে আইনি জটিলতার মুখে পড়েছে উইকিপিডিয়া। দেশটির বৃহত্তম সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সংস্থাটির বিরুদ্ধে ২ কোটি রুপির (প্রায় ২ লাখ ৩৭ হাজার ৮৭৪ মার্কিন ডলার) মানহানি মামলা করেছে। উইকিপিডিয়ার পরিচালনা প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে এ মামলা করেছে এএনআই।
৩ ঘণ্টা আগে