মানুষের বিকল্প রোবট কুকুর আনল চীন, চালাবে মেশিনগান 

অনলাইন ডেস্ক
আপডেট : ২৯ মে ২০২৪, ১৭: ৪০
Thumbnail image

প্রযুক্তির কল্যাণে মানবজাতির যুদ্ধপ্রযুক্তিও যেন তরতর করে এগিয়ে যাচ্ছে। তারই সর্বশেষ নমুনা দেখাল চীন। দেশটির বিজ্ঞানীরা এমন একটি রোবট কুকুর আবিষ্কার করেছেন, যা মেশিনগান চালাতে সক্ষম। সম্প্রতি পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার সঙ্গে যৌথ মহড়ায় এই রোবট কুকুরের পরীক্ষা করেছে চীন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সাধারণত কুকুরকে প্রাণিকুলের মধ্যে মানুষের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বলেই ভাবা হয়। এবার সেই বন্ধুর রোবটিক রূপকে যুদ্ধক্ষেত্রে মানুষের বিকল্প হিসেবে ব্যবহার করতে চলেছে চীন। দেশটি এমন একটি রোবট কুকুর তৈরি করেছে, যার পিঠে একটি অটোমেটিক রাইফেল বসানো হয়েছে। রোবট কুকুরটি সেই অটোমেটিক রাইফেল নিয়ন্ত্রণে সক্ষম। 

চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে প্রচারিত এক ভিডিওতে চেন ওয়েই নামে এক চীনা সৈনিক বলেন, ‘এটি (রোবট কুকুর) আমাদের শহুরে যুদ্ধ অভিযানে নতুন সদস্য হিসেবে কাজ করতে পারে। আমাদের (মানব) সদস্যদের জায়গা নিতে পারবে এবং শত্রুকে চিহ্নিত করে লক্ষ্যবস্তুতে আঘাতও হানতে সক্ষম।’ 

চীন ও কম্বোডিয়ার যৌথ মহড়া ‘গোল্ডেন ড্রাগন—২০২৪’-এর সময় তৈরি করা দুই মিনিটের ভিডিওতে রোবট কুকুরটিকে একটি রিমোট কন্ট্রোলের সঙ্গে হাঁটাচলা, লাফানো, শুয়ে থাকতে এবং পেছনের দিকে সরতে দেখায়। ভিডিও থেকে আরও দেখা যায়, রোবট কুকুরটি একদল পদাতিক সেনাকে একটি সিমুলেটেড ভবনের দিকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। 

ছোট আকারে এরিয়াল ড্রোন বা রোবট কুকুরের সামরিক ব্যবহার নতুন কিছু নয়। এর আগে গত বছরের নভেম্বরে চীনে অনুষ্ঠিত চীন, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামের সামরিক বাহিনীর যৌথ মহড়ায় চীনের রাইফেল-সজ্জিত ইলেকট্রনিক বা রোবট কুকুর ব্যবহার করা হয়েছিল। তার আগে, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী অ্যাডভান্সড ব্যাটল ম্যানেজমেন্ট সিস্টেমের (এবিএমএস) অংশ হিসেবে রোবোট কুকুর ব্যবহার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত