অনলাইন ডেস্ক
চীনের নিজস্ব মহাকাশ স্টেশন তিয়ানগংয়ের কাজ সমাপ্ত করতে নতুন মহাকাশ মিশন পাঠিয়েছে চীন। এ যাত্রায় চীনের নিজস্ব মহাকাশ স্টেশনের সর্বশেষ মডিউল পাঠিয়েছে দেশটি। তিনজন নভোচারীসহ গতকাল রোববার চীনা মহাকাশযান শেনঝু–১৪ মডিউল নিয়ে তিয়ানগংয়ের উদ্দেশে রওনা করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেনঝু–১৪ তে করে যাওয়া ওই তিন মহাকাশচারী আগামী ছয় মাস ওই মহাকাশ স্টেশনে থাকবেন। এই সময়ের মধ্যে ওই তিন মহাকাশচারী তিয়ানগংয়ের মূল অংশ তিয়ানহে–যেখানে মহাকাশচারীরা থাকেন–সেখানে নতুন এই মডিউলে থাকা দুটি আলাদা গবেষণাগার সংযুক্ত করবেন। উল্লেখ্য, চীন ২০২১ সালে তিয়ানগং মহাকাশ স্টেশনটি চালু করে।
শেনঝু–১৪ মহাকাশযানে করে যাওয়া ওই তিন মহাকাশচারী হলেন—কমান্ডার শেন ডং, লুই ইয়াং এবং কাই জুঝে। উৎক্ষেপণের আগে গত শনিবার এক সংবাদ সম্মেলনে কমান্ডার শেন জুঝে বলেন, ‘নতুন এই মিশনে আমরা আরও একটি মডিউল নিয়ে যাচ্ছি। এই মডিউল মহাকাশ স্টেশনকে আরও স্থিতিশীল, শক্তিশালী এবং আরও সক্ষম করে তুলবে।’
স্থানীয় সময় সকাল ১০টা ৪৪ মিনিটে গোবি মরুভূমির জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর প্রায় ১৫ মিনিট পর এটি পৃথিবীর নিকটতম লোয়ার অরবিটালে পৌঁছায়। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে এই উৎক্ষেপণ সরাসরি সম্প্রচার করা হয়।
উল্লেখ্য, তিন মহাকাশচারীর মধ্যে লুই দেশটির প্রথম নারী মহাকাশচারী হিসেবে ২০১২ সালে পাঠানো শেনঝু–৯ মিশনে গিয়েছিলেন। কমান্ডার শেন ডং ২০১৬ সালে পাঠানো শেনঝু মিশনে গিয়েছিলেন মহাকাশচারী হিসেবে এবং কাই জুঝে এই প্রথমবারের মতো মহাকাশে যাচ্ছেন।
বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:
চীনের নিজস্ব মহাকাশ স্টেশন তিয়ানগংয়ের কাজ সমাপ্ত করতে নতুন মহাকাশ মিশন পাঠিয়েছে চীন। এ যাত্রায় চীনের নিজস্ব মহাকাশ স্টেশনের সর্বশেষ মডিউল পাঠিয়েছে দেশটি। তিনজন নভোচারীসহ গতকাল রোববার চীনা মহাকাশযান শেনঝু–১৪ মডিউল নিয়ে তিয়ানগংয়ের উদ্দেশে রওনা করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেনঝু–১৪ তে করে যাওয়া ওই তিন মহাকাশচারী আগামী ছয় মাস ওই মহাকাশ স্টেশনে থাকবেন। এই সময়ের মধ্যে ওই তিন মহাকাশচারী তিয়ানগংয়ের মূল অংশ তিয়ানহে–যেখানে মহাকাশচারীরা থাকেন–সেখানে নতুন এই মডিউলে থাকা দুটি আলাদা গবেষণাগার সংযুক্ত করবেন। উল্লেখ্য, চীন ২০২১ সালে তিয়ানগং মহাকাশ স্টেশনটি চালু করে।
শেনঝু–১৪ মহাকাশযানে করে যাওয়া ওই তিন মহাকাশচারী হলেন—কমান্ডার শেন ডং, লুই ইয়াং এবং কাই জুঝে। উৎক্ষেপণের আগে গত শনিবার এক সংবাদ সম্মেলনে কমান্ডার শেন জুঝে বলেন, ‘নতুন এই মিশনে আমরা আরও একটি মডিউল নিয়ে যাচ্ছি। এই মডিউল মহাকাশ স্টেশনকে আরও স্থিতিশীল, শক্তিশালী এবং আরও সক্ষম করে তুলবে।’
স্থানীয় সময় সকাল ১০টা ৪৪ মিনিটে গোবি মরুভূমির জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর প্রায় ১৫ মিনিট পর এটি পৃথিবীর নিকটতম লোয়ার অরবিটালে পৌঁছায়। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে এই উৎক্ষেপণ সরাসরি সম্প্রচার করা হয়।
উল্লেখ্য, তিন মহাকাশচারীর মধ্যে লুই দেশটির প্রথম নারী মহাকাশচারী হিসেবে ২০১২ সালে পাঠানো শেনঝু–৯ মিশনে গিয়েছিলেন। কমান্ডার শেন ডং ২০১৬ সালে পাঠানো শেনঝু মিশনে গিয়েছিলেন মহাকাশচারী হিসেবে এবং কাই জুঝে এই প্রথমবারের মতো মহাকাশে যাচ্ছেন।
বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:
একজনের বাড়ি ইউক্রেন, একজন যুক্তরাষ্ট্রের, জার্মানিরও আছেন একজন, অন্য দুজন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের। বাইকের হ্যান্ডেল ধরে শুধু রাস্তাই নয়, নিজেদের জীবনকেও নতুন করে আবিষ্কার করেছেন এই পাঁচ নারী।
২৮ মিনিট আগেদীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
২ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের শীর্ষ মুখগুলোকে বেছে নিতে শুরু করেন। সর্বশেষ কৃষিমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন দীর্ঘদিনের সহকর্মী ব্রুক রোলিন্সকে। অর্থাৎ ২০ জানুয়ারি হোয়াইট হাউসে প্রবেশের আগে ১৫ সদস্য নিয়ে ট্রাম্প তাঁর মন্ত্রিসভা জন্য চূড়ান্ত করে ফেলেছেন।
৩ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর সমর্থকেরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বড় জমায়াতের প্রস্তুতি নিয়েছে। তবে এই মিছিল ঠেকাতে মরিয়া এখন দেশটির ক্ষমতাসীন সরকার। এ জন্য ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শহরের বেশ কয়েকটি এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে