আংশিক লকডাউনে মস্কো 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২১, ১৯: ১২

করোনার সংক্রমণ ঠেকাতে রাশিয়ার রাজধানী মস্কোতে আংশিক লকডাউন জারি করা হয়েছে। দেশটির দোকানপাট, রেস্টুরেন্ট এবং স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান এবং ওষুধের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। 

এদিকে করোনার সংক্রমণ ঠেকাতে আগামী শনিবার থেকে পুরো রাশিয়ায় নয় দিনের ছুটি শুরু হচ্ছে। রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় এক হাজার ১৫৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে গত একদিনে ৪০ হাজার ৯৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত বছরের মে এবং জুনের পুরোপুরি লকডাউনে ছিল রাশিয়া। 

দেশটিতে এখন পর্যন্ত দুই লাখ ৩০ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছে। ইউরোপের দেশগুলোর মধ্যে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে রাশিয়া। 

রাশিয়ায় সম্প্রতি করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনগণকে দুষছে সরকার।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত