অনলাইন ডেস্ক
ইউক্রেনে ফরাসি সেনা পাঠালে তাঁদের লক্ষ্যবস্তুতে পরিণত করার হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। গতকাল বুধবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যদি ইউক্রেনে তাঁর দেশের সেনা পাঠান, তাহলে তাঁরা রাশিয়ার বৈধ নিশানায় পরিণত হবেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা মোতায়েনের বিষয়টি প্যারিসের বিবেচনাধীন বলে জানিয়েছিলেন মাখোঁ। তাঁর যুক্তি, ইউক্রেন যুদ্ধে শেষ পর্যন্ত মস্কো জয় পেলে ইউরোপের গ্রহণযোগ্যতা শূন্যে নেমে যাবে।
মাখোঁর ওই মন্তব্য উল্লেখ করে মারিয়া জাখারোভা বলেন, ‘ফরাসি সেনারা যদি এই অঞ্চলে আসে তবে তাঁরা অবশ্যই রুশ বাহিনীর বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবেন।’ মস্কোর দাবি, যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র দিয়ে সহায়তার মাধ্যমে পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে নতুন করে সংঘাতের উসকানি দিচ্ছে।
এদিকে নতুন করে ইউক্রেনের আরও দুই গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। এর মধ্যে দুই বছর আগে উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে রুশ সেনারা যেখানে পিছু হটেছিল সেখানকার একটি গ্রামও রয়েছে। গতকাল বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।
সেনাসংখ্যা ও সামরিক রসদের সুবিধা নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে রণাঙ্গনে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে রাশিয়া। বিপরীতে পশ্চিমা সামরিক সহায়তার জন্য কিয়েভকে অপেক্ষা করতে হচ্ছে। ইউক্রেনের কর্মকর্তাদের আশঙ্কা, দেশটির সামরিক বাহিনীতে গোলাবারুদের ঘাটতির সুযোগ নিয়ে উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় নতুন করে আক্রমণ চালাতে পারে রুশ বাহিনী। গত মাসেই মস্কোর কাছে তিনটি গ্রাম হারানোর কথা স্বীকার করেন ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ ওলেকজান্দর সিরস্কি।
ইউক্রেনে ফরাসি সেনা পাঠালে তাঁদের লক্ষ্যবস্তুতে পরিণত করার হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। গতকাল বুধবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যদি ইউক্রেনে তাঁর দেশের সেনা পাঠান, তাহলে তাঁরা রাশিয়ার বৈধ নিশানায় পরিণত হবেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা মোতায়েনের বিষয়টি প্যারিসের বিবেচনাধীন বলে জানিয়েছিলেন মাখোঁ। তাঁর যুক্তি, ইউক্রেন যুদ্ধে শেষ পর্যন্ত মস্কো জয় পেলে ইউরোপের গ্রহণযোগ্যতা শূন্যে নেমে যাবে।
মাখোঁর ওই মন্তব্য উল্লেখ করে মারিয়া জাখারোভা বলেন, ‘ফরাসি সেনারা যদি এই অঞ্চলে আসে তবে তাঁরা অবশ্যই রুশ বাহিনীর বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবেন।’ মস্কোর দাবি, যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র দিয়ে সহায়তার মাধ্যমে পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে নতুন করে সংঘাতের উসকানি দিচ্ছে।
এদিকে নতুন করে ইউক্রেনের আরও দুই গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। এর মধ্যে দুই বছর আগে উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে রুশ সেনারা যেখানে পিছু হটেছিল সেখানকার একটি গ্রামও রয়েছে। গতকাল বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।
সেনাসংখ্যা ও সামরিক রসদের সুবিধা নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে রণাঙ্গনে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে রাশিয়া। বিপরীতে পশ্চিমা সামরিক সহায়তার জন্য কিয়েভকে অপেক্ষা করতে হচ্ছে। ইউক্রেনের কর্মকর্তাদের আশঙ্কা, দেশটির সামরিক বাহিনীতে গোলাবারুদের ঘাটতির সুযোগ নিয়ে উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় নতুন করে আক্রমণ চালাতে পারে রুশ বাহিনী। গত মাসেই মস্কোর কাছে তিনটি গ্রাম হারানোর কথা স্বীকার করেন ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ ওলেকজান্দর সিরস্কি।
দীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
১ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের শীর্ষ মুখগুলোকে বেছে নিতে শুরু করেন। সর্বশেষ কৃষিমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন দীর্ঘদিনের সহকর্মী ব্রুক রোলিন্সকে। অর্থাৎ ২০ জানুয়ারি হোয়াইট হাউসে প্রবেশের আগে ১৫ সদস্য নিয়ে ট্রাম্প তাঁর মন্ত্রিসভা জন্য চূড়ান্ত করে ফেলেছেন।
৩ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর সমর্থকেরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বড় জমায়াতের প্রস্তুতি নিয়েছে। তবে এই মিছিল ঠেকাতে মরিয়া এখন দেশটির ক্ষমতাসীন সরকার। এ জন্য ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শহরের বেশ কয়েকটি এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে।
৪ ঘণ্টা আগেতীব্র ঝড়ের মধ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে লন্ডনে বিমান অবতরণ করে প্রশংসার জোয়ারে ভাসছেন সৌদি পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের এক পাইলট। সোমবার গালফ নিউজ জানিয়েছে, ব্রিটেনে আঘাত হানা শক্তিশালী স্টর্ম বার্ট ঝড়ে ভারী তুষার ও বৃষ্টিপাত এবং প্রবল বাতাসের সৃষ্টি হয়েছিল। এই ঝড় যোগাযোগ ব্যবস্থায়ও বড় ধরনের বিশৃঙ্খল
৫ ঘণ্টা আগে