অনলাইন ডেস্ক
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ অন ডনে নিরাপত্তাবাহিনীর একটি ভবনে স্থানীয় সময় বৃহস্পতিবার বিস্ফোরণের পর আগুনে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত দুজন। রুশ বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
বার্তা সংস্থা রয়টার্সের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, রোস্তভের একটি বিপণনকেন্দ্র ও একটি আবাসিক ভবনের কাছে বাতাসে কালো ধোঁয়া উড়ছে। রোস্তভ শহরটি পূর্ব ইউক্রেন সংলগ্ন অঞ্চলের রাজধানী। এই অঞ্চলে ইউক্রেন বাহিনীর সঙ্গে রুশ বাহিনীর লড়াই চলছে।
যে ভবনে বিস্ফোরণ ঘটেছে সেটি ‘এফএসবি’ নামে পরিচিত। এটি অভ্যন্তরীণ নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবিলার কাজে ব্যবহৃত হয়।
মস্কো এক বিবৃতিতে বলেছে, এফএসবি (ফেডারেল সিকিউরিটি সার্ভিস) ভবনের ভেতরে একটি ওয়ার্কশপে রাখা জ্বালানি ও লুব্রিকেন্টে আগুন ধরার পর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে এফএসবির সীমান্ত টহল ভবনের একাংশ ধসে পড়ে।
রোস্তভের গভর্নর ভ্যাসিলি গোলুবেভ বলেছেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে হচ্ছে। আগুন লাগার পর আশপাশের ভবনগুলো খালি করা হয়েছে।’
গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ করছে রাশিয়া। যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের কাছে রাশিয়ার তেল ও গ্যাস স্থাপনাগুলোতে বিক্ষিপ্ত হামলা, বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে।
মস্কো মাঝে মাঝেই অভিযোগ করে বলেছে, রাশিয়ার সীমান্ত এলাকায় ইউক্রেন বাহিনী ড্রোন দিয়ে হামলা করছে। গত মাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এফএসবিকে বলেছেন, পশ্চিমারা গুপ্তচরবৃত্তির মাধ্যমে নাশকতা বাড়াচ্ছে। তাদের মোকাবিলায় আরও তৎপর হতে হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জ্যেষ্ঠ সহকারী মিখাইলো পোদোলিয়াক এক টুইটার পোস্টে বলেছেন, রাশিয়ার এফএসবি ভবনে ইউক্রেন হামলা করেনি। এ ধরনের কাজ ইউক্রেন কখনোই করে না। তবে এফএসবি ভবনে বিস্ফোরণে তারা আনন্দিত।
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ অন ডনে নিরাপত্তাবাহিনীর একটি ভবনে স্থানীয় সময় বৃহস্পতিবার বিস্ফোরণের পর আগুনে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত দুজন। রুশ বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
বার্তা সংস্থা রয়টার্সের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, রোস্তভের একটি বিপণনকেন্দ্র ও একটি আবাসিক ভবনের কাছে বাতাসে কালো ধোঁয়া উড়ছে। রোস্তভ শহরটি পূর্ব ইউক্রেন সংলগ্ন অঞ্চলের রাজধানী। এই অঞ্চলে ইউক্রেন বাহিনীর সঙ্গে রুশ বাহিনীর লড়াই চলছে।
যে ভবনে বিস্ফোরণ ঘটেছে সেটি ‘এফএসবি’ নামে পরিচিত। এটি অভ্যন্তরীণ নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবিলার কাজে ব্যবহৃত হয়।
মস্কো এক বিবৃতিতে বলেছে, এফএসবি (ফেডারেল সিকিউরিটি সার্ভিস) ভবনের ভেতরে একটি ওয়ার্কশপে রাখা জ্বালানি ও লুব্রিকেন্টে আগুন ধরার পর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে এফএসবির সীমান্ত টহল ভবনের একাংশ ধসে পড়ে।
রোস্তভের গভর্নর ভ্যাসিলি গোলুবেভ বলেছেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে হচ্ছে। আগুন লাগার পর আশপাশের ভবনগুলো খালি করা হয়েছে।’
গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ করছে রাশিয়া। যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের কাছে রাশিয়ার তেল ও গ্যাস স্থাপনাগুলোতে বিক্ষিপ্ত হামলা, বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে।
মস্কো মাঝে মাঝেই অভিযোগ করে বলেছে, রাশিয়ার সীমান্ত এলাকায় ইউক্রেন বাহিনী ড্রোন দিয়ে হামলা করছে। গত মাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এফএসবিকে বলেছেন, পশ্চিমারা গুপ্তচরবৃত্তির মাধ্যমে নাশকতা বাড়াচ্ছে। তাদের মোকাবিলায় আরও তৎপর হতে হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জ্যেষ্ঠ সহকারী মিখাইলো পোদোলিয়াক এক টুইটার পোস্টে বলেছেন, রাশিয়ার এফএসবি ভবনে ইউক্রেন হামলা করেনি। এ ধরনের কাজ ইউক্রেন কখনোই করে না। তবে এফএসবি ভবনে বিস্ফোরণে তারা আনন্দিত।
৬০ দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব করা হয়েছে। এমন হলে ইরান-সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী এবং মিলিশিয়া এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বন্ধ হবে। এর ফলে ইসরায়েলি সেনাদের দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করা হবে এবং ওই অঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধারাও অবস্থান করতে পারবে না।
৫ ঘণ্টা আগেবিশ্বে বর্তমানে ৩ হাজার ৩২৩ জন বিলিয়নিয়ার রয়েছেন। এদের মধ্যে ১৩ শতাংশ বা ৪৩১ জন হলেন নারী বিলিয়নিয়ার। সোমবার ‘আলট্রাটা বিলিয়নিয়ার পরিসংখ্যানের’ তথ্য দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি বলেছে, ধীরে ধীরে নারীরা বৈশ্বিক সম্পদের বড় অংশীদার হয়ে উঠছেন।
৫ ঘণ্টা আগেভারতের জামিয়া মিলিয়া ইসলামিয়া (জেএমআই) বিশ্ববিদ্যালয়ে অমুসলিম শিক্ষার্থীদের বিরুদ্ধে ধর্মান্তরকরণের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তবে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা অভিযোগ করেছেন, হিন্দুত্ববাদী সংগঠনগুলো পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত করছে।
৬ ঘণ্টা আগেতুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা করেছেন এক ব্যক্তি। তাদের হত্যা শেষে নিজেও আত্মহত্যা করেছেন। গতকাল রোববার (২৪ নভেম্বর) ইস্তাম্বুলের কাছের একটি এলাকায় এই ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে