অনলাইন ডেস্ক
গোলাবারুদ ফুরিয়ে যাওয়ায় ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনী শেষ পর্যন্ত ‘বেলচা’ নিয়ে লড়াই করছে। গোয়েন্দা সূত্রের বরাতে এমন দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অস্ত্র ও গোলাবারুদের মজুত ফুরিয়ে আসায় সম্মুখ লড়াইয়ে নামতে হচ্ছে রুশ যোদ্ধাদের। এমন পরিস্থিতিতে এক ধরনের বিশেষ বেলচা ব্যবহার করছে তারা।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, গেল ফেব্রুয়ারির শেষ নাগাদ ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালাতে বিশেষ ধরনের বেলচা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। বেলচাগুলো এমপিএল-৫০ নামে পরিচিত। এই বেলচার প্রথম নকশা করা হয়েছিল ১৮৬৯ সালে। পরে এতে কিছুটা পরিবর্তন আনা হয় বলে দাবি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।
লড়াইয়ে এ ধরনের নিম্ন প্রযুক্তির ব্যবহারকে নৃশংসতা বলছে যুক্তরাজ্য। ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া একজন রুশ সেনার বক্তব্য তুলে ধরে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এমন অস্ত্রের ব্যবহার সম্পর্কে তিনি শারীরিক বা মানসিকভাবে একদমই প্রস্তুত ছিলেন না।
এক বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার গোলাবারুদের সংকটের বিষয়টি স্পষ্ট হচ্ছে বলে ধারণা যুক্তরাজ্যের। যদিও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এমন দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি। এ ধরনের লড়াই ইউক্রেনের কোন জায়গায় হয়েছে বা হচ্ছে তাও উল্লেখ করেনি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এদিকে পূর্ব ইউক্রেনের বাখমুত শহর ‘প্রায় ঘিরে ফেলেছে’ রুশ বাহিনী। অবরুদ্ধ বাখমুতে রুশ বাহিনী ভালো অবস্থানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনারের প্রধান বলেছেন, গত কয়েক মাসের অব্যাহত আক্রমণে বাখমুত প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শহরটি সব দিক থেকে ঘিরে ফেলা হলেও একটি দিকের রাস্তা এখনো ইউক্রেনের সেনাদের জন্য খোলা রাখা হয়েছে। তবে বাখমুতের ফ্রন্ট লাইনে নিজেরা শক্ত অবস্থানে রয়েছে বলে দাবি ইউক্রেনের সামরিক বাহিনীর।
গোলাবারুদ ফুরিয়ে যাওয়ায় ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনী শেষ পর্যন্ত ‘বেলচা’ নিয়ে লড়াই করছে। গোয়েন্দা সূত্রের বরাতে এমন দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অস্ত্র ও গোলাবারুদের মজুত ফুরিয়ে আসায় সম্মুখ লড়াইয়ে নামতে হচ্ছে রুশ যোদ্ধাদের। এমন পরিস্থিতিতে এক ধরনের বিশেষ বেলচা ব্যবহার করছে তারা।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, গেল ফেব্রুয়ারির শেষ নাগাদ ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালাতে বিশেষ ধরনের বেলচা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। বেলচাগুলো এমপিএল-৫০ নামে পরিচিত। এই বেলচার প্রথম নকশা করা হয়েছিল ১৮৬৯ সালে। পরে এতে কিছুটা পরিবর্তন আনা হয় বলে দাবি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।
লড়াইয়ে এ ধরনের নিম্ন প্রযুক্তির ব্যবহারকে নৃশংসতা বলছে যুক্তরাজ্য। ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া একজন রুশ সেনার বক্তব্য তুলে ধরে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এমন অস্ত্রের ব্যবহার সম্পর্কে তিনি শারীরিক বা মানসিকভাবে একদমই প্রস্তুত ছিলেন না।
এক বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার গোলাবারুদের সংকটের বিষয়টি স্পষ্ট হচ্ছে বলে ধারণা যুক্তরাজ্যের। যদিও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এমন দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি। এ ধরনের লড়াই ইউক্রেনের কোন জায়গায় হয়েছে বা হচ্ছে তাও উল্লেখ করেনি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এদিকে পূর্ব ইউক্রেনের বাখমুত শহর ‘প্রায় ঘিরে ফেলেছে’ রুশ বাহিনী। অবরুদ্ধ বাখমুতে রুশ বাহিনী ভালো অবস্থানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনারের প্রধান বলেছেন, গত কয়েক মাসের অব্যাহত আক্রমণে বাখমুত প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শহরটি সব দিক থেকে ঘিরে ফেলা হলেও একটি দিকের রাস্তা এখনো ইউক্রেনের সেনাদের জন্য খোলা রাখা হয়েছে। তবে বাখমুতের ফ্রন্ট লাইনে নিজেরা শক্ত অবস্থানে রয়েছে বলে দাবি ইউক্রেনের সামরিক বাহিনীর।
৬০ দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব করা হয়েছে। এমন হলে ইরান-সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী এবং মিলিশিয়া এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বন্ধ হবে। এর ফলে ইসরায়েলি সেনাদের দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করা হবে এবং ওই অঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধারাও অবস্থান করতে পারবে না।
৭ ঘণ্টা আগেবিশ্বে বর্তমানে ৩ হাজার ৩২৩ জন বিলিয়নিয়ার রয়েছেন। এদের মধ্যে ১৩ শতাংশ বা ৪৩১ জন হলেন নারী বিলিয়নিয়ার। সোমবার ‘আলট্রাটা বিলিয়নিয়ার পরিসংখ্যানের’ তথ্য দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি বলেছে, ধীরে ধীরে নারীরা বৈশ্বিক সম্পদের বড় অংশীদার হয়ে উঠছেন।
৮ ঘণ্টা আগেভারতের জামিয়া মিলিয়া ইসলামিয়া (জেএমআই) বিশ্ববিদ্যালয়ে অমুসলিম শিক্ষার্থীদের বিরুদ্ধে ধর্মান্তরকরণের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তবে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা অভিযোগ করেছেন, হিন্দুত্ববাদী সংগঠনগুলো পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত করছে।
৯ ঘণ্টা আগেতুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা করেছেন এক ব্যক্তি। তাদের হত্যা শেষে নিজেও আত্মহত্যা করেছেন। গতকাল রোববার (২৪ নভেম্বর) ইস্তাম্বুলের কাছের একটি এলাকায় এই ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগে