সাইপ্রাস থেকে গাজার পথে প্রথম ত্রাণের জাহাজ

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ১৭: ১৪

দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা গাজাবাসীর জন্য ২০০ টন খাদ্য নিয়ে সাইপ্রাসের বন্দর থেকে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রথম ত্রাণের জাহাজ। জাহাজটিতে আটা, চাল ও আমিষজাতীয় খাদ্য সামগ্রী আছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

দাতব্য সংস্থা ওপেন আর্মসের মালিকানাধীন জাহাজ ওপেন আর্মসকে আজ মঙ্গলবার সাইপ্রাসের লারনাকা বন্দর থেকে নতুন পথে রওনা দিতে দেখা যায়। তবে জাহাজটি ঠিক কোথায় নোঙর করবে তা জানা যায়নি। 

মার্কিনভিত্তিক দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) উদ্যোগে এই ত্রাণ তৎপরতায় অর্থায়ন করেছে সংযুক্ত আরব আমিরাত। 

ডব্লিউসিকে প্রতিষ্ঠাতা হোসে আন্দ্রেস এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এরিন গোর এক বিবৃতিতে বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে এমন একটি নৌমহাসড়ক প্রতিষ্ঠা করা, যেটি ব্যবহার করে লাখ লাখ টন খাদ্যসামগ্রী বোঝাই জাহাজ গাজার দিকে রওনা দিতে পারবে।’ 

এই উদ্যোগটি গাজা উপকূলের কাছেই যুক্তরাষ্ট্রের ভাসমান বন্দর নির্মাণ ও পরিচালনার পরিকল্পনার চেয়ে ভিন্ন। এতে উপত্যকায় দ্রুত মানবিক সহায়তা পাঠানো সম্ভব হবে। 

এ দাতব্য সংস্থাগুলো ত্রাণ সরাসরি গাজায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর ইসরায়েল গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন রয়েছে অঞ্চলটি।

ডব্লিউসিকে জানিয়েছে, বন্দর অবকাঠামোর অভাবে তারা ধ্বংসপ্রাপ্ত ভবন ও ধ্বংসস্তূপ থেকে উপাদান নিয়ে গাজায় একটি ল্যান্ডিং জেটি তৈরি করছে। 

তারা বলেছে, সাইপ্রাসে তাদের কাছে আরও ৫০০ টন ত্রাণ মজুত রয়েছে, সেগুলোও পাঠানো হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত