অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যের একটি হাসপাতালে একের পর শিশুকে হত্যা করেছিলেন লুসি লেটবি নামে এক নার্স। আর প্রেমিককে সঙ্গে নিয়ে নিজের শিশুপুত্রকেই নির্মমভাবে খুন করেছিলেন সিয়ান হেজ নামে এক মা। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই দুই শিশু হত্যাকারীর ঠাঁই হয়েছে একই কারাগারে। এমনকি জেলের মধ্যে দুই খুনির বন্ধুত্বও বেশ জমে উঠেছে বলে শুক্রবার প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যমগুলো।
দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুযোগ পেলেই জেলের মধ্যে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন লুসি এবং হেজ। একসঙ্গে গল্প-গুজব এবং টেলিভিশন দেখে সময় কাটাচ্ছেন তাঁরা।
ভয়ংকর এই খুনিদের রাখা হয়েছে যুক্তরাজ্যের সারেতে অবস্থিত ‘ব্রোঞ্জফিল্ড প্রিজন’ নামে বেসরকারিভাবে পরিচালিত একটি কারাগারে। তাঁদের আলাদা সেলে থাকেন। সেলগুলোতে টয়লেটসহ একটি গোসলখানা, একটি ডেস্ক টেবিল, একটি ফোন এবং একটি দূরবিক্ষণ যন্ত্র রয়েছে।
কারাগারের একটি সূত্র বলেছে, ‘তারা একসঙ্গে অনেক টিভি দেখেন, যার মধ্যে দ্য ট্রেইটরস (সিরিয়াল) এবং ক্রাইম শো এর মতো বিষয়গুলো রয়েছে।’
যে ব্লকটিতে দুই খুনিকে রাখা হয়েছে সেই ব্লকটিকে দারুণ সুন্দর হিসেবে আখ্যায়িত করেছেন কারা সূত্র। আর খুনিরা যে টেলিভিশনটি দেখেন সেটিতে রেডিও সহ শতাধিক ফ্রি চ্যানেল রয়েছে। খুব বেশি কাজ করতে হয় না বলে তাঁদের অবসর সময়ও প্রচুর।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ মাস বয়সী শিশুপুত্রকে হত্যার দায়ে এক সপ্তাহ আগেই যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ২৭ বছর বয়সী হেজের। তিনি তাঁর ৩৫ বছর বয়সী প্রেমিক জ্যাক বেনহ্যামকে নিয়ে খুনটি করেছিলেন। শিশুটির শরীরে কোকেন প্রয়োগ ছাড়াও অন্তত ৭০টি গুরুতর আঘাত করেছিলেন তাঁরা। ২০২০ সালের নভেম্বরে লকডাউন চলার সময় বেনহ্যামের ক্যারাভানের ভেতরে এমন নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়।
এর আগে একটি হাসপাতালে নার্সের দায়িত্ব পালন করা অবস্থায় বিভিন্ন কৌশলে ৭ শিশুকে হত্যার অভিযোগে গত বছরের আগস্টে লুসি লেটবিকে ‘আমৃত্যু কারাদণ্ড’ দেওয়া হয়েছিল। যুক্তরাজ্যের ইতিহাসে আমৃত্যু কারাদণ্ড পাওয়া নারীদের মধ্যে লুসি হলেন চতুর্থ। তাঁকে কোনো দিন প্যারোলেও মুক্তি দেওয়া হবে না বলে বিচারকেরা রায়ে উল্লেখ করেছেন।
যুক্তরাজ্যের একটি হাসপাতালে একের পর শিশুকে হত্যা করেছিলেন লুসি লেটবি নামে এক নার্স। আর প্রেমিককে সঙ্গে নিয়ে নিজের শিশুপুত্রকেই নির্মমভাবে খুন করেছিলেন সিয়ান হেজ নামে এক মা। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই দুই শিশু হত্যাকারীর ঠাঁই হয়েছে একই কারাগারে। এমনকি জেলের মধ্যে দুই খুনির বন্ধুত্বও বেশ জমে উঠেছে বলে শুক্রবার প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যমগুলো।
দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুযোগ পেলেই জেলের মধ্যে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন লুসি এবং হেজ। একসঙ্গে গল্প-গুজব এবং টেলিভিশন দেখে সময় কাটাচ্ছেন তাঁরা।
ভয়ংকর এই খুনিদের রাখা হয়েছে যুক্তরাজ্যের সারেতে অবস্থিত ‘ব্রোঞ্জফিল্ড প্রিজন’ নামে বেসরকারিভাবে পরিচালিত একটি কারাগারে। তাঁদের আলাদা সেলে থাকেন। সেলগুলোতে টয়লেটসহ একটি গোসলখানা, একটি ডেস্ক টেবিল, একটি ফোন এবং একটি দূরবিক্ষণ যন্ত্র রয়েছে।
কারাগারের একটি সূত্র বলেছে, ‘তারা একসঙ্গে অনেক টিভি দেখেন, যার মধ্যে দ্য ট্রেইটরস (সিরিয়াল) এবং ক্রাইম শো এর মতো বিষয়গুলো রয়েছে।’
যে ব্লকটিতে দুই খুনিকে রাখা হয়েছে সেই ব্লকটিকে দারুণ সুন্দর হিসেবে আখ্যায়িত করেছেন কারা সূত্র। আর খুনিরা যে টেলিভিশনটি দেখেন সেটিতে রেডিও সহ শতাধিক ফ্রি চ্যানেল রয়েছে। খুব বেশি কাজ করতে হয় না বলে তাঁদের অবসর সময়ও প্রচুর।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ মাস বয়সী শিশুপুত্রকে হত্যার দায়ে এক সপ্তাহ আগেই যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ২৭ বছর বয়সী হেজের। তিনি তাঁর ৩৫ বছর বয়সী প্রেমিক জ্যাক বেনহ্যামকে নিয়ে খুনটি করেছিলেন। শিশুটির শরীরে কোকেন প্রয়োগ ছাড়াও অন্তত ৭০টি গুরুতর আঘাত করেছিলেন তাঁরা। ২০২০ সালের নভেম্বরে লকডাউন চলার সময় বেনহ্যামের ক্যারাভানের ভেতরে এমন নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়।
এর আগে একটি হাসপাতালে নার্সের দায়িত্ব পালন করা অবস্থায় বিভিন্ন কৌশলে ৭ শিশুকে হত্যার অভিযোগে গত বছরের আগস্টে লুসি লেটবিকে ‘আমৃত্যু কারাদণ্ড’ দেওয়া হয়েছিল। যুক্তরাজ্যের ইতিহাসে আমৃত্যু কারাদণ্ড পাওয়া নারীদের মধ্যে লুসি হলেন চতুর্থ। তাঁকে কোনো দিন প্যারোলেও মুক্তি দেওয়া হবে না বলে বিচারকেরা রায়ে উল্লেখ করেছেন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করা ৯৩ বছর বয়সী এক ব্যক্তি তাঁর ৬০ বছর বয়সী স্ত্রীকে অন্তত দুবার হত্যার চেষ্টা করার অভিযোগ স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে একা ছেড়ে যেতে চাননি বলেই ওই হত্যাচেষ্টা চালান বৃদ্ধ স্বামী।
৬ ঘণ্টা আগেআগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন নির্বাচন। পঞ্জিকা অনুযায়ী, সেই দিনটি হচ্ছে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই নিয়ম যে চার বছর পরপর যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তা অবশ্যই নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
৭ ঘণ্টা আগেস্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৮ ঘণ্টা আগেভারতে আইনি জটিলতার মুখে পড়েছে উইকিপিডিয়া। দেশটির বৃহত্তম সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সংস্থাটির বিরুদ্ধে ২ কোটি রুপির (প্রায় ২ লাখ ৩৭ হাজার ৮৭৪ মার্কিন ডলার) মানহানি মামলা করেছে। উইকিপিডিয়ার পরিচালনা প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে এ মামলা করেছে এএনআই।
৮ ঘণ্টা আগে