অনলাইন ডেস্ক
কলম্বিয়ার পপ তারকা শাকিরার বিরুদ্ধে কর জালিয়াতি মামলা নিষ্পত্তি করতে চায় স্পেনের কৌঁসুলিরা। কয়েক মাস আগে শুরু হয়েছিল শাকিরার বিরুদ্ধে ৭০ লাখ ডলারের কর জালিয়াতির মামলা। এরপর আজ বুধবার স্পেনের কৌঁসুলিরা জানিয়েছেন, ২০১৮ রাজস্ব বছরের অভিযোগটির নিষ্পত্তির অনুরোধ এসেছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
স্পেনের কৌঁসুলির কার্যালয় শাকিরার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় ইঙ্গিত দিয়ে এক বিবৃতিতে বলেছে যে, আর্থিক অপরাধ বিষয়ক বার্সেলোনার প্রাদেশিক কৌঁসুলির দপ্তর শাকিরার বিরুদ্ধে কর জালিয়াতি মামলার কার্যক্রম নিষ্পত্তির অনুরোধ করেছে।
গত জুলাই মাসে শাকিরার বিরুদ্ধে কর জালিয়াতির মামলার কার্যক্রম শুরু করেন কৌঁসুলিরা। অভিযোগে বলা হয়, কলম্বিয়ার সুপারস্টার শাকিরা ২০১৮ সালে এমন কয়েকটি কোম্পানির একটি নেটওয়ার্ক ব্যবহার করেছিলেন যা দিয়ে কর ফাঁকি দেওয়া যায়। শাকিরার বিরুদ্ধে প্রায় ৭০ লাখ ডলার কর ফাঁকির অভিযোগ তোলা হয়।
শাকিরার এজেন্ট এএফপিকে বলেন, এই অভিযোগের এক মাস পর শাকিরা মামলাটি নিষ্পত্তির জন্য ৭০ লাখ ডলার পরিশোধ করেছেন।
গত ২০ নভেম্বর শাকিরা তার ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে আয় সংশ্লিষ্ট পূর্ববর্তী একটি কর জালিয়াতির মামলার বিষয়ে তার বিচারের প্রথম দিনে বিষয়টি মীমাংসা করেন। সে সময় শাকিরার বিরুদ্ধে প্রায় ১ কোটি ৫৫ লাখ ডলার কর জালিয়াতির অভিযোগ আনা হয়েছিল। কৌঁসুলিরা শাকিরার ৮ বছরের কারাদণ্ডের জন্যও আবেদন করেছিলেন।
এসব অভিযোগ অস্বীকার করে শাকিরা বলেছিলেন যে, তিনি পূর্ণ মেয়াদে স্পেনের বসবাস করতে এসেছিলেন ২০১৫ সালে।
কৌঁসুলিরা সে সময় বলেছিলেন যে, মামলাটি নিষ্পত্তির জন্য শাকিরা প্রায় ১ কোটি ৮৮ লাখ ডলার পরিশোধ করেছিলেন। সে সময় শাকিরা বলেছিলেন যে, কর জালিয়াতির সঙ্গে তার সংশ্লিষ্টতা না থাকলেও সন্তানদের স্বার্থ বিবেচনা করে এই মানসিক চাপ কাটিয়ে উঠতেই তিনি পদক্ষেপ নিয়েছিলেন।
কলম্বিয়ার পপ তারকা শাকিরার বিরুদ্ধে কর জালিয়াতি মামলা নিষ্পত্তি করতে চায় স্পেনের কৌঁসুলিরা। কয়েক মাস আগে শুরু হয়েছিল শাকিরার বিরুদ্ধে ৭০ লাখ ডলারের কর জালিয়াতির মামলা। এরপর আজ বুধবার স্পেনের কৌঁসুলিরা জানিয়েছেন, ২০১৮ রাজস্ব বছরের অভিযোগটির নিষ্পত্তির অনুরোধ এসেছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
স্পেনের কৌঁসুলির কার্যালয় শাকিরার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় ইঙ্গিত দিয়ে এক বিবৃতিতে বলেছে যে, আর্থিক অপরাধ বিষয়ক বার্সেলোনার প্রাদেশিক কৌঁসুলির দপ্তর শাকিরার বিরুদ্ধে কর জালিয়াতি মামলার কার্যক্রম নিষ্পত্তির অনুরোধ করেছে।
গত জুলাই মাসে শাকিরার বিরুদ্ধে কর জালিয়াতির মামলার কার্যক্রম শুরু করেন কৌঁসুলিরা। অভিযোগে বলা হয়, কলম্বিয়ার সুপারস্টার শাকিরা ২০১৮ সালে এমন কয়েকটি কোম্পানির একটি নেটওয়ার্ক ব্যবহার করেছিলেন যা দিয়ে কর ফাঁকি দেওয়া যায়। শাকিরার বিরুদ্ধে প্রায় ৭০ লাখ ডলার কর ফাঁকির অভিযোগ তোলা হয়।
শাকিরার এজেন্ট এএফপিকে বলেন, এই অভিযোগের এক মাস পর শাকিরা মামলাটি নিষ্পত্তির জন্য ৭০ লাখ ডলার পরিশোধ করেছেন।
গত ২০ নভেম্বর শাকিরা তার ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে আয় সংশ্লিষ্ট পূর্ববর্তী একটি কর জালিয়াতির মামলার বিষয়ে তার বিচারের প্রথম দিনে বিষয়টি মীমাংসা করেন। সে সময় শাকিরার বিরুদ্ধে প্রায় ১ কোটি ৫৫ লাখ ডলার কর জালিয়াতির অভিযোগ আনা হয়েছিল। কৌঁসুলিরা শাকিরার ৮ বছরের কারাদণ্ডের জন্যও আবেদন করেছিলেন।
এসব অভিযোগ অস্বীকার করে শাকিরা বলেছিলেন যে, তিনি পূর্ণ মেয়াদে স্পেনের বসবাস করতে এসেছিলেন ২০১৫ সালে।
কৌঁসুলিরা সে সময় বলেছিলেন যে, মামলাটি নিষ্পত্তির জন্য শাকিরা প্রায় ১ কোটি ৮৮ লাখ ডলার পরিশোধ করেছিলেন। সে সময় শাকিরা বলেছিলেন যে, কর জালিয়াতির সঙ্গে তার সংশ্লিষ্টতা না থাকলেও সন্তানদের স্বার্থ বিবেচনা করে এই মানসিক চাপ কাটিয়ে উঠতেই তিনি পদক্ষেপ নিয়েছিলেন।
আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন নির্বাচন। পঞ্জিকা অনুযায়ী, সেই দিনটি হচ্ছে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই নিয়ম যে চার বছর পরপর যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তা অবশ্যই নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
১ ঘণ্টা আগেস্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগেভারতে আইনি জটিলতার মুখে পড়েছে উইকিপিডিয়া। দেশটির বৃহত্তম সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সংস্থাটির বিরুদ্ধে ২ কোটি রুপির (প্রায় ২ লাখ ৩৭ হাজার ৮৭৪ মার্কিন ডলার) মানহানি মামলা করেছে। উইকিপিডিয়ার পরিচালনা প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে এ মামলা করেছে এএনআই।
২ ঘণ্টা আগেপ্রযুক্তি সংস্থা গুগলকে বিস্ময়করভাবে ২০ ডেসিলিয়ন ডলার জরিমানা করেছে রাশিয়ার একটি আদালত। বুধবার ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীতে যত টাকা আছে সব একসঙ্গে করা হলেও এই পরিমাণ অর্থ হবে না।
৪ ঘণ্টা আগে