অনলাইন ডেস্ক
উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধের অবসান চান বলে জানিয়েছেন। আজ বুধবার দক্ষিণ আফ্রিকায় ব্রিকস জোটের সম্মেলনে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
মিত্র রাষ্ট্রগুলোর উদ্দেশ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘মস্কো ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে চায়। কারণ, এই যুদ্ধ শুরু হয়েছিল পশ্চিম ও তার স্যাটেলাইটগুলোর আক্রমণের মাধ্যমে।’
ইউক্রেন যুদ্ধের জন্য আবারও পশ্চিমাদের দোষারোপও করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ‘কিছু দেশ উপনিবেশবাদকে উৎসাহিত করছে, যা ইউক্রেনে ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে। পশ্চিমাদের ভূমিকার জেরেই ইউক্রেনের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে রাশিয়া। আধিপত্য ধরে রাখাই তাদের একমাত্র লক্ষ্য।’
সম্মেলনে রাশিয়ার সীমান্ত অঞ্চল বেলগোরোদের গভর্নর বলেছেন, ইউক্রেনের একটি ড্রোন হামলায় ওই এলাকায় তিনজন নিহত হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং শহরের মেয়রের মতে, রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী মস্কো এবং রাজধানীর আশেপাশের অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।
উত্তর-পূর্ব ইউক্রেনের রমনি শহরের একটি স্কুলে হামলায় অন্তত দুজন নিহত ও তিনজন আহত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো।
সারাবিশ্বেই ব্রিকস সম্মেলন নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। আর এর মধ্যেই ব্রিকসের সদস্য বাড়ানো কথাও উঠেছে। দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, বর্তমানে ৪০ টিরও বেশি দেশ ব্রিকসে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। এছাড়া ২০ টিরও বেশি দেশ এরই মধ্যে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে।
দক্ষিণ আফ্রিকার ব্রিকস বিষয়ক বিশেষ দূত আনিল সোকলাল চায়না মিডিয়া গ্রুপ সিএমজিকে দেওয়া বিশেষ সাক্ষাত্কারে বলেছেন, অনেক দেশ ব্রিকস পরিবারের সদস্য হতে চায়। তার মতে, এটা প্রমাণ করেছে যে, আন্তর্জাতিক সমস্যার সমাধানে ব্রিকসের নেতৃত্বের সামর্থ্য সম্বন্ধে সারাবিশ্ব খুব আস্থাবান।
উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধের অবসান চান বলে জানিয়েছেন। আজ বুধবার দক্ষিণ আফ্রিকায় ব্রিকস জোটের সম্মেলনে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
মিত্র রাষ্ট্রগুলোর উদ্দেশ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘মস্কো ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে চায়। কারণ, এই যুদ্ধ শুরু হয়েছিল পশ্চিম ও তার স্যাটেলাইটগুলোর আক্রমণের মাধ্যমে।’
ইউক্রেন যুদ্ধের জন্য আবারও পশ্চিমাদের দোষারোপও করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ‘কিছু দেশ উপনিবেশবাদকে উৎসাহিত করছে, যা ইউক্রেনে ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে। পশ্চিমাদের ভূমিকার জেরেই ইউক্রেনের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে রাশিয়া। আধিপত্য ধরে রাখাই তাদের একমাত্র লক্ষ্য।’
সম্মেলনে রাশিয়ার সীমান্ত অঞ্চল বেলগোরোদের গভর্নর বলেছেন, ইউক্রেনের একটি ড্রোন হামলায় ওই এলাকায় তিনজন নিহত হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং শহরের মেয়রের মতে, রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী মস্কো এবং রাজধানীর আশেপাশের অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।
উত্তর-পূর্ব ইউক্রেনের রমনি শহরের একটি স্কুলে হামলায় অন্তত দুজন নিহত ও তিনজন আহত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো।
সারাবিশ্বেই ব্রিকস সম্মেলন নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। আর এর মধ্যেই ব্রিকসের সদস্য বাড়ানো কথাও উঠেছে। দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, বর্তমানে ৪০ টিরও বেশি দেশ ব্রিকসে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। এছাড়া ২০ টিরও বেশি দেশ এরই মধ্যে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে।
দক্ষিণ আফ্রিকার ব্রিকস বিষয়ক বিশেষ দূত আনিল সোকলাল চায়না মিডিয়া গ্রুপ সিএমজিকে দেওয়া বিশেষ সাক্ষাত্কারে বলেছেন, অনেক দেশ ব্রিকস পরিবারের সদস্য হতে চায়। তার মতে, এটা প্রমাণ করেছে যে, আন্তর্জাতিক সমস্যার সমাধানে ব্রিকসের নেতৃত্বের সামর্থ্য সম্বন্ধে সারাবিশ্ব খুব আস্থাবান।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করা ৯৩ বছর বয়সী এক ব্যক্তি তাঁর ৬০ বছর বয়সী স্ত্রীকে অন্তত দুবার হত্যার চেষ্টা করার অভিযোগ স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে একা ছেড়ে যেতে চাননি বলেই ওই হত্যাচেষ্টা চালান বৃদ্ধ স্বামী।
২ ঘণ্টা আগেআগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন নির্বাচন। পঞ্জিকা অনুযায়ী, সেই দিনটি হচ্ছে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই নিয়ম যে চার বছর পরপর যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তা অবশ্যই নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
৩ ঘণ্টা আগেস্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগেভারতে আইনি জটিলতার মুখে পড়েছে উইকিপিডিয়া। দেশটির বৃহত্তম সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সংস্থাটির বিরুদ্ধে ২ কোটি রুপির (প্রায় ২ লাখ ৩৭ হাজার ৮৭৪ মার্কিন ডলার) মানহানি মামলা করেছে। উইকিপিডিয়ার পরিচালনা প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে এ মামলা করেছে এএনআই।
৪ ঘণ্টা আগে