অনলাইন ডেস্ক
ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দাদের শহরটি ছাড়তে হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন মেয়র ভিতালি ক্লিৎস্কো। কিয়েভ পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়লে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিতে হতে পারে বলে জানান তিনি। এ জন্য রাজধানীবাসীদের প্রস্তুত থাকারও আহ্বান জানান কিয়েভের মেয়র।
বিবিসির খবরে বলা হয়, গত কয়েক সপ্তাহ মাঝে মাঝে কিয়েভের লাখ লাখ বাসিন্দাকে পানি ও বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে রাশিয়ার বিমান হামলার জেরে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতির। বিদ্যুৎ কেন্দ্র ও সঞ্চালন লাইনে রুশ হামলায় দেশটির প্রায় ৪০ শতাংশ বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংস হয়েছে।
ইউক্রেনের একটি টেলিভিশনে কথা বলার সময় মেয়র ক্লিৎস্কো অবকাঠামোতে রুশ হামলাকে ‘সন্ত্রাসবাদ’ ও ‘গণহত্যা’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘ইউক্রেনীয়দের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দরকার নেই, তাঁর দরকার ভূখণ্ড। তাই এখন যা হচ্ছে, তা গণহত্যা। তাঁর কাজ হলো, আমাদের ঠান্ডায় মেরে ফেলা নিজ ভূখণ্ড ছেড়ে পালাতে বাধ্য করা যেন এটি তিনি দখলে নিতে পারেন।’
ক্লিৎস্কো আরও বলেন, পানি ও বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে কর্তৃপক্ষ ‘সবকিছু’ করছে, তা সত্ত্বেও ভিন্ন পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিয়েভের কেন্দ্রে এখনো বিদ্যুৎ ও পানি আছে, তাই সেখানে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের সঙ্গে থাকার জন্য শহরের ৩০ লাখ বাসিন্দার ব্যবস্থা নেওয়া উচিত বলেও জানান তিনি।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, বিদ্যুৎ ব্যবস্থা ও অবকাঠামোর ওপর ফের বড় ধরনের হামলা চালাতে পারে রাশিয়া।
সম্প্রতি ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। রাজধানী কিয়েভসহ ইউক্রেনের প্রধান প্রধান শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে মস্কো।
ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দাদের শহরটি ছাড়তে হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন মেয়র ভিতালি ক্লিৎস্কো। কিয়েভ পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়লে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিতে হতে পারে বলে জানান তিনি। এ জন্য রাজধানীবাসীদের প্রস্তুত থাকারও আহ্বান জানান কিয়েভের মেয়র।
বিবিসির খবরে বলা হয়, গত কয়েক সপ্তাহ মাঝে মাঝে কিয়েভের লাখ লাখ বাসিন্দাকে পানি ও বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে রাশিয়ার বিমান হামলার জেরে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতির। বিদ্যুৎ কেন্দ্র ও সঞ্চালন লাইনে রুশ হামলায় দেশটির প্রায় ৪০ শতাংশ বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংস হয়েছে।
ইউক্রেনের একটি টেলিভিশনে কথা বলার সময় মেয়র ক্লিৎস্কো অবকাঠামোতে রুশ হামলাকে ‘সন্ত্রাসবাদ’ ও ‘গণহত্যা’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘ইউক্রেনীয়দের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দরকার নেই, তাঁর দরকার ভূখণ্ড। তাই এখন যা হচ্ছে, তা গণহত্যা। তাঁর কাজ হলো, আমাদের ঠান্ডায় মেরে ফেলা নিজ ভূখণ্ড ছেড়ে পালাতে বাধ্য করা যেন এটি তিনি দখলে নিতে পারেন।’
ক্লিৎস্কো আরও বলেন, পানি ও বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে কর্তৃপক্ষ ‘সবকিছু’ করছে, তা সত্ত্বেও ভিন্ন পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিয়েভের কেন্দ্রে এখনো বিদ্যুৎ ও পানি আছে, তাই সেখানে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের সঙ্গে থাকার জন্য শহরের ৩০ লাখ বাসিন্দার ব্যবস্থা নেওয়া উচিত বলেও জানান তিনি।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, বিদ্যুৎ ব্যবস্থা ও অবকাঠামোর ওপর ফের বড় ধরনের হামলা চালাতে পারে রাশিয়া।
সম্প্রতি ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। রাজধানী কিয়েভসহ ইউক্রেনের প্রধান প্রধান শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে মস্কো।
ভারতের বেঙ্গালুরুর এক হোটেল থেকে এক ভ্লগার তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। আসামের বাসিন্দা মেয়েটি দুদিন আগে তাঁর ‘প্রেমিকের’ সেখানে ওঠেছিলেন। ওই যুবক কেরালার একটি স্কুলে ছাত্র উপদেষ্টা হিসেবে কর্মকর্তা। পুলিশ তাঁকে খুঁজছে। ডাকাডাকি করে সারা না পেয়ে হোটেল কক্ষের দরজা ভেঙে ভেতরে ওই তরুণীর ক্ষতবিক্ষত লাশ
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে এসে জড়ো হচ্ছেন ইমরান খানের সমর্থকেরা। নতুন নির্বাচন এবং ইমরানের মুক্তির দাবিতে ইতিমধ্যে আজ মঙ্গলবার ইসলামাবাদে পৌঁছে গেছে বিপুলসংখ্যক পিটিআই সমর্থক। একপর্যায়ে তাঁরা ইসলামাবাদের রেড জোন হিসেবে পরিচিত ডি-চকেও পৌঁছে যায়।
২ ঘণ্টা আগেজানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। হোয়াইট হাউসের সিনিয়র ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যান্ড্রু বেটস বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচনে যে-ই বিজয়ী হোক, তিনি তাঁর অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। ত
২ ঘণ্টা আগেউত্তর প্রদেশের সাম্ভালে একটি মসজিদের জরিপকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। গত রোববার সকালে মুঘল যুগের শাহী জামা মসজিদে আদালতের নির্দেশে সমীক্ষা চালাতে গেলে স্থানীয় বাসিন্দা ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষের জেরেই ছয় মুসলিমের প্রাণহানি ঘটে। ফরাসি বার্তা সংস্থা এএফপি
২ ঘণ্টা আগে