Ajker Patrika

‘একঘরে’ রাশিয়া-বেলারুশকে সংহতি জানাতে সফরে চীনা প্রতিরক্ষামন্ত্রী

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১২: ৪২
‘একঘরে’ রাশিয়া-বেলারুশকে সংহতি জানাতে সফরে চীনা প্রতিরক্ষামন্ত্রী

ইউক্রেন কথিত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর থেকেই রাশিয়াকে পশ্চিমা বিশ্ব একপ্রকার একঘরে করেছে রেখেছে। প্রায় একই অবস্থা রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশ বেলারুশেরও। এবার সেই দুটি দেশই সফর করছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী। বিশ্লেষকেরা বলছেন, মূলত একঘরে রাশিয়া এবং বেলারুশের প্রতি সংহতি জানাতেই চীনা প্রতিরক্ষামন্ত্রীর এই সফর।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ছয় দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল সোমবার চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শ্যাংফু রাশিয়ার উদ্দেশ্যে বেইজিং ত্যাগ করেন। এই সফরে শ্যাংফু মস্কো কনফারেন্স অন ইন্টারন্যাশনাল সিকিউরিটিতে ভাষণ দেবেন। পাশাপাশি রাশিয়া এবং সম্মেলনে আগত অন্যান্য দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।

রুশ সংবাদ সংস্থা তাস রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলেছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মস্কো কনফারেন্স অন ইন্টারন্যাশনাল সিকিউরিটিতে কথা বলবেন। লাভরভ সম্মেলনে ‘পশ্চিমা বিশ্বের তৈরি করা উন্নয়ন বোঝাপড়ার বাইরে গিয়েই কীভাবে উন্নয়ন করা যায় এবং নতুন ধরনের সহযোগিতার ক্ষেত্র তৈরির মাধ্যমে কীভাবে বহুপক্ষীয় সম্পর্ক গড়ে তোলা যায়’—সে বিষয়ে কথা বলবেন।

বিশ্বের অন্তত ১০০টি দেশ ও ৮টি আন্তর্জাতিক সংগঠন থেকে প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দেবেন বলে আশা করছে মস্কো। অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশও এই সম্মেলনে আমন্ত্রিত তবে এতে যোগ দেবে কিনা এ বিষয়ে ঢাকার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অবস্থান জানা যায়নি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, চীন এবং রাশিয়ার শীর্ষ নেতারা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ইস্যুতে কৌশলগত যোগাযোগ বজায় রাখবেন। তিনি বলেছেন, ‘যৌথ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে উভয় দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা এরই মধ্যে হয়েছে।’ তিনি আরও বলেছেন, ‘দুই দেশই তাদের কৌশলগত অংশীদারত্বকে নতুন যুগে নিয়ে যেতে অধিকতর সহযোগিতা বজায় রাখবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে অবসরে পাঠিয়েছে সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত