অনলাইন ডেস্ক
ফিনল্যান্ড ও সুইডেন যদি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো প্রতিরক্ষা জোটে যোগ দেয়, তবে কঠিন ‘দুর্ভোগ’ পোহাতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে এ কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রুশ হামলা ফিনল্যান্ড ও সুইডেনের সাধারণ মানুষ ও রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। দেশটির সামরিক নিরপেক্ষ নীতি নাটকীয়ভাবে ইউটার্ন নিয়েছে। ফিনল্যান্ড জানিয়েছে, তারা এ সপ্তাহের মধ্যে ন্যাটো সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে। অন্যদিকে সুইডেনও ন্যাটো জোটে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা করছে বলে জানা গেছে।
এরপরই রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেছেন, ‘ন্যাটোতে যোগ দেবে কি দেবে না, সেই সিদ্ধান্ত সুইডেন ও ফিনল্যান্ডের কর্তৃপক্ষের ওপর নির্ভর করছে। তবে যোগ দেওয়ার আগে তাদের ও আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ইউরোপের সামগ্রিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখা উচিত। এ ধরনের পদক্ষেপের পরিণতি কী হতে পারে সেটিও তাদের বিবেচনায় রাখা দরকার।’
মারিয়া জাখারোভা আরও বলেন, ‘ন্যাটোতে যোগ দিলেই ফিনল্যান্ড ও সুইডেনের মর্যাদা আন্তর্জাতিকভাবে খুব শক্তিশালী হবে—এমন সম্ভাবনা খুবই কম। দেশ দুটির জোট নিরপেক্ষ নীতি একটি নির্ভরযোগ্য নিরাপত্তা দেয়। কিন্তু যখন তারা একটি সামরিক জোটের সদস্য হবে তখন তারা আর এই নিরাপত্তা নির্ভরতা জোরদার করতে সক্ষম হবে না।’
এদিকে গতকাল বৃহস্পতিবার সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ‘ফিনল্যান্ড কিংবা সুইডেন যদি ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে রাশিয়া তিনটি বাল্টিক রাষ্ট্র এবং স্ক্যান্ডিনেভিয়ার কাছাকাছি পারমাণবিক অস্ত্র স্থাপন করবে।’
ফিনল্যান্ড ও সুইডেন যদি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো প্রতিরক্ষা জোটে যোগ দেয়, তবে কঠিন ‘দুর্ভোগ’ পোহাতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে এ কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রুশ হামলা ফিনল্যান্ড ও সুইডেনের সাধারণ মানুষ ও রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। দেশটির সামরিক নিরপেক্ষ নীতি নাটকীয়ভাবে ইউটার্ন নিয়েছে। ফিনল্যান্ড জানিয়েছে, তারা এ সপ্তাহের মধ্যে ন্যাটো সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে। অন্যদিকে সুইডেনও ন্যাটো জোটে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা করছে বলে জানা গেছে।
এরপরই রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেছেন, ‘ন্যাটোতে যোগ দেবে কি দেবে না, সেই সিদ্ধান্ত সুইডেন ও ফিনল্যান্ডের কর্তৃপক্ষের ওপর নির্ভর করছে। তবে যোগ দেওয়ার আগে তাদের ও আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ইউরোপের সামগ্রিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখা উচিত। এ ধরনের পদক্ষেপের পরিণতি কী হতে পারে সেটিও তাদের বিবেচনায় রাখা দরকার।’
মারিয়া জাখারোভা আরও বলেন, ‘ন্যাটোতে যোগ দিলেই ফিনল্যান্ড ও সুইডেনের মর্যাদা আন্তর্জাতিকভাবে খুব শক্তিশালী হবে—এমন সম্ভাবনা খুবই কম। দেশ দুটির জোট নিরপেক্ষ নীতি একটি নির্ভরযোগ্য নিরাপত্তা দেয়। কিন্তু যখন তারা একটি সামরিক জোটের সদস্য হবে তখন তারা আর এই নিরাপত্তা নির্ভরতা জোরদার করতে সক্ষম হবে না।’
এদিকে গতকাল বৃহস্পতিবার সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ‘ফিনল্যান্ড কিংবা সুইডেন যদি ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে রাশিয়া তিনটি বাল্টিক রাষ্ট্র এবং স্ক্যান্ডিনেভিয়ার কাছাকাছি পারমাণবিক অস্ত্র স্থাপন করবে।’
ভারতের উপ-পররাষ্ট্রমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ লোকসভা সদস্যদের বলেন, ‘গত কয়েক মাসে বাংলাদেশে হিন্দু মন্দির এবং দেব-দেবীর অবমাননা ও ক্ষতিগ্রস্ত হওয়ার বেশ কয়েকটি ঘটনার খবর পাওয়া গেছে। ঢাকার তাঁতিবাজারে একটি পূজা মণ্ডপে হামলা, ২০২৪ সালের দুর্গাপূজার সময় সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনাসহ এ ধ
২৭ মিনিট আগেমুসলিমদের দান করা সম্পত্তি নিয়ে ভারতে শত শত বছর ধরে যে আইন প্রচলিত রয়েছে, তা পরিবর্তনের প্রস্তাব করেছে দেশটির সরকার। এই প্রস্তাব নিয়ে দেশটিতে এখন ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। এই আইনটি মুসলিমদের দান করা বিপুল সম্পত্তি, যেমন—মসজিদ, মাদ্রাসা, আশ্রয়কেন্দ্র এবং হাজার হাজার একর জমি পরিচালনার জন্য ব্যবহৃত হয়।
২৮ মিনিট আগেবাংলাদেশে সাম্প্রতিক সময়ে চলমান ঘটনাপ্রবাহ বা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) স্থানীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই ঘটনায় তিনি উদ্বেগও প্রকাশ করেছেন। তবে বলেছেন, এই বিষয়ে পশ্চিমবঙ্গ ভারতের কেন্দ্র সরকারের
১ ঘণ্টা আগেইউক্রেনের নীতিনির্ধারকেরা যেসব স্থাপনা বা অবকাঠামোতে বসে সিদ্ধান্ত গ্রহণ করেন, এবার সেসব স্থানে হামলা চালানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বৃহস্পতিবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন বা সমষ্টিগত নিরাপত্তা চুক্তি সংস্থা (সিএসটিও) সম্মেলনে
১ ঘণ্টা আগে