Ajker Patrika

৪৫ রুশ গুপ্তচর শনাক্ত, দাবি পোল্যান্ডের

অনলাইন ডেস্ক
৪৫ রুশ গুপ্তচর শনাক্ত, দাবি পোল্যান্ডের

রাশিয়ার ৪৫ জন কূটনীতিবিদকে গুপ্তচর হিসেবে চিহ্নিত করার দাবি করেছে পোল্যান্ড। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা গোয়েন্দা সংস্থা দা এজেন্সিয়া বেজপিয়েসজন্তসওয়া বেভনেন্তজনেগো (এডব্লিউবি) বা ইন্টারনাল সিকিউরিটি এজেন্সি ওই ৪৫ রুশ নাগরিককে পোল্যান্ড থেকে বহিষ্কার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছে। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এবিডব্লিউ-এর মুখপাত্র স্ত্যানিসলা জারিন বুধবার সাংবাদিকদের বলেন, ‘সন্দেহভাজনদের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয়েছে। আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ৪৫ জনকে শনাক্ত করেছে রাশিয়ার গুপ্তচর হিসেবে। এসব ব্যক্তিরা পোল্যান্ডে কূটনৈতিক মর্যাদা পেয়ে আসছিলেন।’ 

জারিন আরও বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো তালিকায় রাশিয়ার “বিশেষ পরিষেবার কর্মকর্তা এবং তাঁদের সহযোগিতা করা ব্যক্তিদের”অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা পোল্যান্ডের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার পাশাপাশি আমাদের মিত্রদের বিরুদ্ধেও গুপ্তচরবৃত্তি চালিয়েছেন।’ 

রাশিয়ার পক্ষে কাজ করায় এক পোলিশ নাগরিককে আটক করা হয়েছে জানিয়ে জারিন বলেন, ‘এডব্লিউবি রাশিয়ার গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে একজন পোলিশ নাগরিককে আটক করেছে। আটক ব্যক্তি ওয়ারশ’র রেজিস্ট্রি অফিসের আর্কাইভে কাজ করত। ওই ব্যক্তির কার্যকলাপ পোল্যান্ডের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে।’ 

পোল্যান্ড সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ‘রাশিয়ার রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। তাঁর সঙ্গে বৈঠকের পর পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।’ 

এ দিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এর প্রতিক্রিয়ায় বলেছে, পোল্যান্ড থেকে তাঁদের কূটনীতিবিদদের বহিষ্কার করা হলে তাঁরা প্রতিশোধ নেবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত