অনলাইন ডেস্ক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার চেষ্টা করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন দাবি করছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। রোববার (৫ ফেব্রুয়ারি) প্রকাশিত ইসরায়েলি সাংবাদিক হ্যানোচ দাউমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান জানায়, গত বছর ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর পরপরই মস্কো সফরে গিয়েছিলেন নাফতালি বেনেত। সে সময় তাঁকে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন পুতিন।
সাক্ষাৎকারে বেনেত বলেন, ‘আমি পুতিনকে জিজ্ঞেস করেছিলাম, জেলেনস্কিকে হত্যা করার সম্ভাবনা কতটুকু? আপনি কি তাঁকে হত্যা করতে চান? জবাবে পুতিন বলেছিলেন, ‘‘আমি তাঁকে হত্যা করতে চাই না”। পুতিনের এই উত্তরের পর তাঁর কাছে জানতে চাই, ‘আপনার এই উত্তরকে আমি ধরে নিচ্ছি যে, আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন, জেলেনস্কিকে হত্যা করা হবে না।’ জবাবে পুতিন আবারও বলেন, তিনি জেলেনস্কিকে হত্যা করবেন না।’
পুতিনের সঙ্গে এমন কথোপকথনের পর জেলেনস্কিকেও জানিয়েছেন বেনেত। সাবেক এই ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘জেলেনস্কিকে আমি বলেছি যে, পুতিন আপনাকে হত্যা করবে না। তখন জেলেনস্কি আমাকে বলেন, ‘‘আপনি কি নিশ্চিত?’’ জবাবে বলেছি, হ্যাঁ, আমি শতভাগ নিশ্চিত, তিনি আপনাকে হত্যা করবে না।’
ইউক্রেন যুদ্ধ শুরুর পর যে কজন বিশ্বনেতা পুতিনের সাক্ষাৎ পেয়েছেন তাঁদের একজন নাফতালি বেনেত। তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার চেষ্টা করেছিলেন। তবে মধ্যস্থতাকারী হিসেবে সফল হতে পারেননি বেনেত।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আগামী ২৪ ফেব্রুয়ারি যুদ্ধের বর্ষপূর্তিতে ইউক্রেনে নতুন করে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে মস্কো। এমন আশঙ্কা করছে জেলেনস্কি প্রশাসন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ বলেন, হাজার হাজার সৈন্য সংগ্রহ করেছে মস্কো এবং হামলা শুরুর প্রথম বর্ষপূর্তিতে ‘কিছু একটা করার চেষ্টা’ করতে পারে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার চেষ্টা করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন দাবি করছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। রোববার (৫ ফেব্রুয়ারি) প্রকাশিত ইসরায়েলি সাংবাদিক হ্যানোচ দাউমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান জানায়, গত বছর ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর পরপরই মস্কো সফরে গিয়েছিলেন নাফতালি বেনেত। সে সময় তাঁকে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন পুতিন।
সাক্ষাৎকারে বেনেত বলেন, ‘আমি পুতিনকে জিজ্ঞেস করেছিলাম, জেলেনস্কিকে হত্যা করার সম্ভাবনা কতটুকু? আপনি কি তাঁকে হত্যা করতে চান? জবাবে পুতিন বলেছিলেন, ‘‘আমি তাঁকে হত্যা করতে চাই না”। পুতিনের এই উত্তরের পর তাঁর কাছে জানতে চাই, ‘আপনার এই উত্তরকে আমি ধরে নিচ্ছি যে, আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন, জেলেনস্কিকে হত্যা করা হবে না।’ জবাবে পুতিন আবারও বলেন, তিনি জেলেনস্কিকে হত্যা করবেন না।’
পুতিনের সঙ্গে এমন কথোপকথনের পর জেলেনস্কিকেও জানিয়েছেন বেনেত। সাবেক এই ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘জেলেনস্কিকে আমি বলেছি যে, পুতিন আপনাকে হত্যা করবে না। তখন জেলেনস্কি আমাকে বলেন, ‘‘আপনি কি নিশ্চিত?’’ জবাবে বলেছি, হ্যাঁ, আমি শতভাগ নিশ্চিত, তিনি আপনাকে হত্যা করবে না।’
ইউক্রেন যুদ্ধ শুরুর পর যে কজন বিশ্বনেতা পুতিনের সাক্ষাৎ পেয়েছেন তাঁদের একজন নাফতালি বেনেত। তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার চেষ্টা করেছিলেন। তবে মধ্যস্থতাকারী হিসেবে সফল হতে পারেননি বেনেত।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আগামী ২৪ ফেব্রুয়ারি যুদ্ধের বর্ষপূর্তিতে ইউক্রেনে নতুন করে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে মস্কো। এমন আশঙ্কা করছে জেলেনস্কি প্রশাসন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ বলেন, হাজার হাজার সৈন্য সংগ্রহ করেছে মস্কো এবং হামলা শুরুর প্রথম বর্ষপূর্তিতে ‘কিছু একটা করার চেষ্টা’ করতে পারে।
৬০ দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব করা হয়েছে। এমন হলে ইরান-সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী এবং মিলিশিয়া এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বন্ধ হবে। এর ফলে ইসরায়েলি সেনাদের দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করা হবে এবং ওই অঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধারাও অবস্থান করতে পারবে না।
৯ ঘণ্টা আগেবিশ্বে বর্তমানে ৩ হাজার ৩২৩ জন বিলিয়নিয়ার রয়েছেন। এদের মধ্যে ১৩ শতাংশ বা ৪৩১ জন হলেন নারী বিলিয়নিয়ার। সোমবার ‘আলট্রাটা বিলিয়নিয়ার পরিসংখ্যানের’ তথ্য দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি বলেছে, ধীরে ধীরে নারীরা বৈশ্বিক সম্পদের বড় অংশীদার হয়ে উঠছেন।
৯ ঘণ্টা আগেভারতের জামিয়া মিলিয়া ইসলামিয়া (জেএমআই) বিশ্ববিদ্যালয়ে অমুসলিম শিক্ষার্থীদের বিরুদ্ধে ধর্মান্তরকরণের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তবে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা অভিযোগ করেছেন, হিন্দুত্ববাদী সংগঠনগুলো পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত করছে।
১০ ঘণ্টা আগেতুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা করেছেন এক ব্যক্তি। তাদের হত্যা শেষে নিজেও আত্মহত্যা করেছেন। গতকাল রোববার (২৪ নভেম্বর) ইস্তাম্বুলের কাছের একটি এলাকায় এই ঘটনা ঘটে।
১১ ঘণ্টা আগে