অসুস্থ হওয়াকে নিষিদ্ধ করল ইতালির একটি শহর

অনলাইন ডেস্ক
Thumbnail image
ইতালির বেলকাস্ত্রো শহরে অবস্থিত একটি প্রাসাদ। ছবি: সিএনএন

দক্ষিণ ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলের কাটাঞ্জারো প্রদেশের ছোট্ট শহর বেলকাস্ত্রো। এই শহরেরই মেয়র এক অদ্ভুত নিষেধাজ্ঞা জারি করেছেন। এক ঘোষণায় তিনি শহরে অসুস্থ হওয়াকে নিষিদ্ধ করেছেন।

বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, বেলকাস্ত্রোর মেয়র আন্তোনিও টর্চিয়া শহরের স্বাস্থ্যসেবার অপ্রতুলতার ওপর আলোকপাত করার জন্য ব্যতিক্রমী এই পদক্ষেপ নিয়েছেন। স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমরা এই আদেশটিকে মজা হিসেবে নিচ্ছি, তবে এর পেছনে গভীর বার্তা রয়েছে।’

বেলকাস্ত্রো শহরে প্রায় ১ হাজার ৩০০ বাসিন্দা রয়েছেন। এঁদের অর্ধেকই আবার বয়স্ক। শহরটিতে একটি স্বাস্থ্যকেন্দ্র থাকলেও, প্রায় সময়ই এটি আবার বন্ধ থাকে। এ জন্য সপ্তাহান্তে কিংবা ছুটির দিনে এবং রাতের বেলায় চিকিৎসকদের পাওয়া যায় না বললেই চলে।

আরেকটি বিষয় হলো এই শহরের নিকটবর্তী অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রও বন্ধ হয়ে গেছে। তাই কারও জরুরি চিকিৎসার প্রয়োজন হলে যেতে হয় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত কাটাঞ্জারো শহরের একটি হাসপাতালে।

এ অবস্থায় বেলকাস্ত্রোর মেয়র ‘অবিলম্বে কার্যকরী ও সতর্কতামূলক পদক্ষেপ’ গ্রহণ করেছেন। মেয়রের ডিক্রিতে শহরের বাসিন্দাদের বাড়ির বাইরে কম বের হতে বলা হয়েছে। এ ছাড়া গৃহ দুর্ঘটনা এড়ানো, অতিরিক্ত ভ্রমণ ও খেলাধুলা থেকে বিরত থাকা এবং বেশি সময় বিশ্রামে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশটি কীভাবে বাস্তবায়ন হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে মেয়র এই নির্দেশকে একটি সতর্কমূলক ব্যবস্থা হিসেবে উল্লেখ করেছেন। স্বাস্থ্যকেন্দ্রগুলো নিয়মিতভাবে চালু না হওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।

শহরের স্বাস্থ্য সমস্যার সমাধানে মেয়র টর্চিয়া স্থানীয় এবং আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তাদেরও কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের গ্রামে এসে একটি সপ্তাহ কাটান এবং দেখুন—জরুরি চিকিৎসার ক্ষেত্রে কাটাঞ্জারো পৌঁছানোই আমাদের একমাত্র ভরসা। তারপর বলুন এই পরিস্থিতি গ্রহণযোগ্য কি না।’

দক্ষিণাঞ্চলীয় ক্যালাব্রিয়া ইতালির অন্যতম দরিদ্র অঞ্চল। এখানে জনসংখ্যার ঘাটতি প্রবল। মেধাবীদের অন্যত্র চলে যাওয়াও এই অঞ্চলের আরেকটি বড় সমস্যা। ২০২১ সালে ক্যালাব্রিয়ার ৩২০টি শহরের মধ্যে ৭৫ ভাগেরই জনসংখ্যা ছিল ৫ হাজারের কম। অবস্থা এমন দাঁড়িয়েছে যে জনসংখ্যার হ্রাস ঠেকাতে অনেক শহর ইতিমধ্যেই বসবাসের জন্য মানুষদের অর্থ প্রদান শুরু করেছে।

বেলকাস্ত্রো শহরের মেয়র টর্চিয়া বলেন, ‘কাটাঞ্জারো প্রদেশে ৮০টি পৌরসভা রয়েছে এবং আমার বিশ্বাস অধিকাংশই একই সমস্যায় ভুগছে।’

ব্যতিক্রমী আদেশের মাধ্যমে মেয়র শুধু বেলকাস্ত্রো নয়, দক্ষিণ ইতালির অন্যান্য শহরগুলোর স্বাস্থ্যসেবা সংকটও তুলে ধরতে চেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত