Ajker Patrika

ইউক্রেনে থাকা মার্কিন ও ব্রিটিশ গুপ্তচরদের বিশ্বাস করা যাবে না

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ২০: ০৬
ইউক্রেনে থাকা মার্কিন ও ব্রিটিশ গুপ্তচরদের বিশ্বাস করা যাবে না

ইউক্রেনে থাকা মার্কিন ও ব্রিটিশ গুপ্তচরদের বিশ্বাস করা যাবে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার কূটনীতিবিদ দিমিত্রি পলিয়ানস্কি। রোববার জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি পলিয়ানস্কি এ মন্তব্য করেন। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পলিয়ানস্কি বলেন, ইউক্রেনে থাকা মার্কিন ও ব্রিটিশ গুপ্তচরদের কোনোভাবেই বিশ্বাস করা যাবে না। কেননা, তারা ইরাকে মার্কিন আগ্রাসনের আগে এমন সব ভয়াবহ ভুল করেছিল যার কারণে যুদ্ধ সংঘটিত হতে পেরেছিল। 

পলিয়ানস্কি বলেন, ‘আমরা ব্রিটিশ গুপ্তচরদের বিশ্বাস করতে পারি না। তারা বহুবার আমাদের ও বিশ্ববাসীর আস্থা ভেঙেছে। বিশেষ করে ইরাকে গণবিধ্বংসী অস্ত্রের বিষয়েও।’ 

পলিয়ানস্কি আরও বলেন, কোনো দেশ নিশ্চয় রাশিয়াকে তার নিজ সীমানার মধ্যে সামরিক মহড়া থেকে বিরত থাকতে নিষেধ করতে পারে না। 

এদিকে রাশিয়া ১৯৪৫ সালের পর থেকেই ইউরোপে বড় ধরনের যুদ্ধের পরিকল্পনা করছিল বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক সাক্ষাৎকারে সাংবাদিক সোফি রথকে বরিস এসব বলেন। 

বরিস বলেন, ‘সব তথ্যপ্রমাণ এটাই প্রমাণ করেছে যে রাশিয়া ১৯৪৫ সালের পর থেকে ইউরোপে যুদ্ধের পরিকল্পনা করছিল। ইতিমধ্যে তার কিছু লক্ষণ প্রকাশিত হতে শুরু করেছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত