অনলাইন ডেস্ক
স্পেনের পুলিশ এক ব্যক্তির নিখোঁজ হওয়ার মামলায় জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে। ওই মামলাটিতে গুগল ম্যাপসের একটি ছবি গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে আবির্ভূত হয়েছে।
স্প্যানিশ পুলিশ ধারণা করছে, নিখোঁজ হওয়া ব্যক্তিকে ইতিমধ্যেই হত্যা করা হয়েছে। দুজনকে গ্রেপ্তারের পর একটি মরদেহও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, গত বছরের নভেম্বরে একজন আত্মীয় ওই ব্যক্তির নিখোঁজ হওয়ার কথা জানিয়েছিলেন। কারণ সে সময় নিখোঁজ ব্যক্তির ফোন থেকে সেই আত্মীয় সন্দেহজনক বার্তা পেয়েছিলেন।
স্প্যানিশ পুলিশের বিবৃতি অনুযায়ী—নিখোঁজ হওয়ার আগে ওই ব্যক্তি তাঁর আত্মীয়কে বার্তা দিয়ে জানান, তিনি নতুন একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। দেশের অন্য একটি অঞ্চলে চলে যাচ্ছেন এবং তাঁর ফোনটি ফেলে দিচ্ছেন।
নিখোঁজ ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ গুগল ম্যাপসের একটি ছবি আবিষ্কার করেছে। ছবিতে দেখা যায়, এক ব্যক্তি বড় একটি বস্তু গাড়ির পেছনের অংশে তোলার চেষ্টা করছেন। এই বিষয়টি নিয়ে সন্দেহের উদ্রেক হয় তদন্তকারীদের।
জানা যায়, গুগল স্ট্রিট ভিউয়ের ওই ছবিটি স্পেনের উত্তরাঞ্চলের কাস্তিল ও লেওন অঞ্চলের সোরিয়া প্রদেশের ছোট গ্রাম তাজুয়েকোর রাস্তায় তোলা। এতে দেখা যায়, একটি লাল গাড়ির পেছনের অংশে এক ব্যক্তি একটি হালকা রঙের কাপড়ে মোড়ানো বড় কোনো বস্তুকে তুলছেন।
গুগল ম্যাপসের তথ্য অনুযায়ী, গুগলের চিত্র ধারণ করার জন্য বিশেষায়িত একটি গাড়ি ব্যক্তির নিখোঁজ হওয়ার কাছাকাছি সময়ই ওই রাস্তা দিয়ে গিয়েছিল।
গুগলের ছবির সূত্র ধরেই গত ১২ নভেম্বর নিখোঁজ ব্যক্তির প্রাক্তন প্রেমিকা এবং ওই নারীর সঙ্গে আগে সম্পর্ক থাকা আরেকজন পুরুষকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে নিখোঁজ ব্যক্তির মৃত্যু এবং অন্তর্ধানে জড়িত থাকার অভিযোগ আনা হয়।
গত ১১ ডিসেম্বর ওই এলাকার কাছাকাছি একটি গ্রামের কবরস্থানে একটি মরদেহের খোঁজ পায় পুলিশ। তবে ওই মরদেহটি গুরুতরভাবে পচে গেছে। পুলিশ ধারণা করছে, এটি ওই নিখোঁজ ব্যক্তিরই দেহ। তবে এখনো আনুষ্ঠানিকভাবে তা শনাক্ত করা হয়নি।
মামলাটির তদন্ত এখনো চলছে এবং পুলিশ এই ঘটনায় আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে।
স্পেনের পুলিশ এক ব্যক্তির নিখোঁজ হওয়ার মামলায় জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে। ওই মামলাটিতে গুগল ম্যাপসের একটি ছবি গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে আবির্ভূত হয়েছে।
স্প্যানিশ পুলিশ ধারণা করছে, নিখোঁজ হওয়া ব্যক্তিকে ইতিমধ্যেই হত্যা করা হয়েছে। দুজনকে গ্রেপ্তারের পর একটি মরদেহও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, গত বছরের নভেম্বরে একজন আত্মীয় ওই ব্যক্তির নিখোঁজ হওয়ার কথা জানিয়েছিলেন। কারণ সে সময় নিখোঁজ ব্যক্তির ফোন থেকে সেই আত্মীয় সন্দেহজনক বার্তা পেয়েছিলেন।
স্প্যানিশ পুলিশের বিবৃতি অনুযায়ী—নিখোঁজ হওয়ার আগে ওই ব্যক্তি তাঁর আত্মীয়কে বার্তা দিয়ে জানান, তিনি নতুন একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। দেশের অন্য একটি অঞ্চলে চলে যাচ্ছেন এবং তাঁর ফোনটি ফেলে দিচ্ছেন।
নিখোঁজ ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ গুগল ম্যাপসের একটি ছবি আবিষ্কার করেছে। ছবিতে দেখা যায়, এক ব্যক্তি বড় একটি বস্তু গাড়ির পেছনের অংশে তোলার চেষ্টা করছেন। এই বিষয়টি নিয়ে সন্দেহের উদ্রেক হয় তদন্তকারীদের।
জানা যায়, গুগল স্ট্রিট ভিউয়ের ওই ছবিটি স্পেনের উত্তরাঞ্চলের কাস্তিল ও লেওন অঞ্চলের সোরিয়া প্রদেশের ছোট গ্রাম তাজুয়েকোর রাস্তায় তোলা। এতে দেখা যায়, একটি লাল গাড়ির পেছনের অংশে এক ব্যক্তি একটি হালকা রঙের কাপড়ে মোড়ানো বড় কোনো বস্তুকে তুলছেন।
গুগল ম্যাপসের তথ্য অনুযায়ী, গুগলের চিত্র ধারণ করার জন্য বিশেষায়িত একটি গাড়ি ব্যক্তির নিখোঁজ হওয়ার কাছাকাছি সময়ই ওই রাস্তা দিয়ে গিয়েছিল।
গুগলের ছবির সূত্র ধরেই গত ১২ নভেম্বর নিখোঁজ ব্যক্তির প্রাক্তন প্রেমিকা এবং ওই নারীর সঙ্গে আগে সম্পর্ক থাকা আরেকজন পুরুষকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে নিখোঁজ ব্যক্তির মৃত্যু এবং অন্তর্ধানে জড়িত থাকার অভিযোগ আনা হয়।
গত ১১ ডিসেম্বর ওই এলাকার কাছাকাছি একটি গ্রামের কবরস্থানে একটি মরদেহের খোঁজ পায় পুলিশ। তবে ওই মরদেহটি গুরুতরভাবে পচে গেছে। পুলিশ ধারণা করছে, এটি ওই নিখোঁজ ব্যক্তিরই দেহ। তবে এখনো আনুষ্ঠানিকভাবে তা শনাক্ত করা হয়নি।
মামলাটির তদন্ত এখনো চলছে এবং পুলিশ এই ঘটনায় আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে।
দুবাই ফৌজদারি আদালত উপসাগরীয় অঞ্চলের এক নারীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। তাঁর বিরুদ্ধে পথঘাটে মাতলামি করা, শান্তি বিঘ্নিত করা এবং পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।
৯ মিনিট আগেঅসুস্থ না হয়েও শরীর খারাপের বাহানা দিয়ে অফিস ফাঁকি দেওয়া নতুন কিছু নয়। এ কাণ্ড অনেক দেশের চাকরিজীবীরাই ঘটিয়ে থাকেন। বিবিসি এক জরিপে দেখিয়েছিল, ব্রিটেনের প্রতি পাঁচজন চাকরিজীবীর মধ্যে দুই ভুয়া অসুস্থতার কথা বলে ছুটি নেয়। আবার জার্মানিতে ভুয়া অসুস্থতার কথা বলেছে কি না তা যাচাই করতে রীতিমতো...
৩৩ মিনিট আগেযুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের বাসিন্দা তরুণ জেরাল্ড কার্কউড। স্থানীয় সময় গতকাল সোমবার ভোরে তিনি তাঁর প্রেমিকার সঙ্গে শুয়েছিলেন। আর এই সময় হঠাৎই তাঁর পোষা কুকুরের ‘গুলিতে’ তিনি আহত হন। মার্কিন স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে...
৪২ মিনিট আগেইউক্রেন সংঘাতের কোনো সামরিক সমাধান নেই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার সৌদি আরবে রাশিয়া-ইউক্রেন নিয়ে আলোচনায় বসার আগে এ কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে