স্পেনের পুলিশ এক ব্যক্তির নিখোঁজ হওয়ার মামলায় জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে। ওই মামলাটিতে গুগল ম্যাপসের একটি ছবি গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে আবির্ভূত হয়েছে।
স্প্যানিশ পুলিশ ধারণা করছে, নিখোঁজ হওয়া ব্যক্তিকে ইতিমধ্যেই হত্যা করা হয়েছে। দুজনকে গ্রেপ্তারের পর একটি মরদেহও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, গত বছরের নভেম্বরে একজন আত্মীয় ওই ব্যক্তির নিখোঁজ হওয়ার কথা জানিয়েছিলেন। কারণ সে সময় নিখোঁজ ব্যক্তির ফোন থেকে সেই আত্মীয় সন্দেহজনক বার্তা পেয়েছিলেন।
স্প্যানিশ পুলিশের বিবৃতি অনুযায়ী—নিখোঁজ হওয়ার আগে ওই ব্যক্তি তাঁর আত্মীয়কে বার্তা দিয়ে জানান, তিনি নতুন একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। দেশের অন্য একটি অঞ্চলে চলে যাচ্ছেন এবং তাঁর ফোনটি ফেলে দিচ্ছেন।
নিখোঁজ ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ গুগল ম্যাপসের একটি ছবি আবিষ্কার করেছে। ছবিতে দেখা যায়, এক ব্যক্তি বড় একটি বস্তু গাড়ির পেছনের অংশে তোলার চেষ্টা করছেন। এই বিষয়টি নিয়ে সন্দেহের উদ্রেক হয় তদন্তকারীদের।
জানা যায়, গুগল স্ট্রিট ভিউয়ের ওই ছবিটি স্পেনের উত্তরাঞ্চলের কাস্তিল ও লেওন অঞ্চলের সোরিয়া প্রদেশের ছোট গ্রাম তাজুয়েকোর রাস্তায় তোলা। এতে দেখা যায়, একটি লাল গাড়ির পেছনের অংশে এক ব্যক্তি একটি হালকা রঙের কাপড়ে মোড়ানো বড় কোনো বস্তুকে তুলছেন।
গুগল ম্যাপসের তথ্য অনুযায়ী, গুগলের চিত্র ধারণ করার জন্য বিশেষায়িত একটি গাড়ি ব্যক্তির নিখোঁজ হওয়ার কাছাকাছি সময়ই ওই রাস্তা দিয়ে গিয়েছিল।
গুগলের ছবির সূত্র ধরেই গত ১২ নভেম্বর নিখোঁজ ব্যক্তির প্রাক্তন প্রেমিকা এবং ওই নারীর সঙ্গে আগে সম্পর্ক থাকা আরেকজন পুরুষকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে নিখোঁজ ব্যক্তির মৃত্যু এবং অন্তর্ধানে জড়িত থাকার অভিযোগ আনা হয়।
গত ১১ ডিসেম্বর ওই এলাকার কাছাকাছি একটি গ্রামের কবরস্থানে একটি মরদেহের খোঁজ পায় পুলিশ। তবে ওই মরদেহটি গুরুতরভাবে পচে গেছে। পুলিশ ধারণা করছে, এটি ওই নিখোঁজ ব্যক্তিরই দেহ। তবে এখনো আনুষ্ঠানিকভাবে তা শনাক্ত করা হয়নি।
মামলাটির তদন্ত এখনো চলছে এবং পুলিশ এই ঘটনায় আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে।
স্পেনের পুলিশ এক ব্যক্তির নিখোঁজ হওয়ার মামলায় জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে। ওই মামলাটিতে গুগল ম্যাপসের একটি ছবি গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে আবির্ভূত হয়েছে।
স্প্যানিশ পুলিশ ধারণা করছে, নিখোঁজ হওয়া ব্যক্তিকে ইতিমধ্যেই হত্যা করা হয়েছে। দুজনকে গ্রেপ্তারের পর একটি মরদেহও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, গত বছরের নভেম্বরে একজন আত্মীয় ওই ব্যক্তির নিখোঁজ হওয়ার কথা জানিয়েছিলেন। কারণ সে সময় নিখোঁজ ব্যক্তির ফোন থেকে সেই আত্মীয় সন্দেহজনক বার্তা পেয়েছিলেন।
স্প্যানিশ পুলিশের বিবৃতি অনুযায়ী—নিখোঁজ হওয়ার আগে ওই ব্যক্তি তাঁর আত্মীয়কে বার্তা দিয়ে জানান, তিনি নতুন একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। দেশের অন্য একটি অঞ্চলে চলে যাচ্ছেন এবং তাঁর ফোনটি ফেলে দিচ্ছেন।
নিখোঁজ ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ গুগল ম্যাপসের একটি ছবি আবিষ্কার করেছে। ছবিতে দেখা যায়, এক ব্যক্তি বড় একটি বস্তু গাড়ির পেছনের অংশে তোলার চেষ্টা করছেন। এই বিষয়টি নিয়ে সন্দেহের উদ্রেক হয় তদন্তকারীদের।
জানা যায়, গুগল স্ট্রিট ভিউয়ের ওই ছবিটি স্পেনের উত্তরাঞ্চলের কাস্তিল ও লেওন অঞ্চলের সোরিয়া প্রদেশের ছোট গ্রাম তাজুয়েকোর রাস্তায় তোলা। এতে দেখা যায়, একটি লাল গাড়ির পেছনের অংশে এক ব্যক্তি একটি হালকা রঙের কাপড়ে মোড়ানো বড় কোনো বস্তুকে তুলছেন।
গুগল ম্যাপসের তথ্য অনুযায়ী, গুগলের চিত্র ধারণ করার জন্য বিশেষায়িত একটি গাড়ি ব্যক্তির নিখোঁজ হওয়ার কাছাকাছি সময়ই ওই রাস্তা দিয়ে গিয়েছিল।
গুগলের ছবির সূত্র ধরেই গত ১২ নভেম্বর নিখোঁজ ব্যক্তির প্রাক্তন প্রেমিকা এবং ওই নারীর সঙ্গে আগে সম্পর্ক থাকা আরেকজন পুরুষকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে নিখোঁজ ব্যক্তির মৃত্যু এবং অন্তর্ধানে জড়িত থাকার অভিযোগ আনা হয়।
গত ১১ ডিসেম্বর ওই এলাকার কাছাকাছি একটি গ্রামের কবরস্থানে একটি মরদেহের খোঁজ পায় পুলিশ। তবে ওই মরদেহটি গুরুতরভাবে পচে গেছে। পুলিশ ধারণা করছে, এটি ওই নিখোঁজ ব্যক্তিরই দেহ। তবে এখনো আনুষ্ঠানিকভাবে তা শনাক্ত করা হয়নি।
মামলাটির তদন্ত এখনো চলছে এবং পুলিশ এই ঘটনায় আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির দক্ষিণ আফ্রিকা সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক এক নতুন মোড় নিয়েছে। একসময় এই সম্পর্ক বেশ শীতল ছিল। আফ্রিকায় রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় এই সফরটি ইউক্রেনের কূটনৈতিক প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য অগ্রগতি।
১৩ মিনিট আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে আরও কিছু পদক্ষেপ নিয়েছে ভারত। বুধবার একাধিক কঠোর পদক্ষেপ ঘোষণার পর আজ বৃহস্পতিবার আরও বড় পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। এবার পাকিস্তানি নাগরিকদের জন্য ইস্যু করা সব ধরনের ভিসা বাতিল ও নতুন ভিসা পরিষেবা
২৮ মিনিট আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির নাম প্রকাশ করেছে। এই হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন। পুলিশ সন্দেহভাজনদের মধ্যে দুজনকে পাকিস্তানি নাগরিক হিসেবে শনাক্ত করেছে। এ ছাড়া তাঁদের গ্রেপ্তারে সহায়তা করলে বা ধরিয়ে দিতে পারলে ২০ লাখ রুপি পুরস্কার ঘোষ
২ ঘণ্টা আগেফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজার ৯০ শতাংশ বাড়িই হয় ধ্বংস হয়েছে, নয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত, গাজায় দেড় বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলার কারণেই, এই পরিস্থিতি তৈরি হয়েছে। জাতিসংঘের মানবিক সমন্বয় দপ্তর-ওসিএইচএ এর তথ্যের বরাত দিয়ে এ কথা জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম।
৩ ঘণ্টা আগে