নাগোরনো–কারাবাখে সংঘাতে ৩ সৈন্যের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২২, ১৭: ৪৯

আর্মেনিয়া ও আজারবাইজানের বিতর্কিত ছিটমহল নাগোরনো–কারাবাখে সর্বশেষ সংঘাতে অন্তত ৩ সৈন্যের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২ জন আর্মেনিয়ার সৈন্য। এ সময় আহত হয়েছেন আরও ১৪ আর্মেনিয় সৈন্য। নিহত আরেক ব্যক্তি আজারবাইজানের। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, আর্মেনিয় কর্তৃপক্ষ জানিয়েছে—আজারবাইজানের সৈন্যরা ২০২০ সালের অস্ত্রবিরতি ভঙ্গ করে ড্রোন ব্যবহার করে আর্মেনিয় সৈন্যদের ওপর গ্রেনেড হামলা করলে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। আহত হন আরও ১৪ জন।

এদিকে, আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আর্মেনিয় বাহিনী নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের একজন সৈন্যকে হত্যা করে অস্ত্রবিরতি চুক্তি ভঙ্গ করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, কারাবাখে থাকা আর্মেনিয় সৈন্যরা লাচিন করিডরে অবস্থিত বেশ কিছু কৌশলগত অবস্থানে হামলা চালিয়েছিল। সর্বশেষ, ২ বছর আগে উদ্ভূত সংকটময় পরিস্থিতর পর থেকে এই করিডরটি রাশিয়ার শান্তিরক্ষীবাহিনীর অধীনে রয়েছে।

নাগোরনো–কারাবাখে ছিটমহলটি নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজান কয়েক যুগ ধরেই লড়ছে। তবে, ১৯৯৪ সালে শেষ হওয়া যুদ্ধের পর থেকেই ছিটমহলটি আর্মেনিয়ার মদদপুষ্ট আর্মেনিয় নৃ–গোষ্ঠীর সদস্যরাই প্রাধান্য বিস্তার করে আসছে।

সর্বশেষ, ২০২০ সালে ৬ সপ্তাহের সংঘাতে প্রায় ৬ হাজার ৫০০ লোকের মৃত্যু হয় এবং আজারবাইজান ছিটমহলটির নিয়ন্ত্রণ নেয়। পরে রাশিয়ার মধ্যস্থতায় ওই যুদ্ধ শেষ হয়। তারপর থেকেই সেখানে রাশিয়ার প্রায় ২০০০ সৈন্য মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ম অবমাননা: একই স্ট্যাটাসের জন্য দ্বিতীয়বার অভিযুক্ত হৃদয়

আমিরাতে অবৈধদের সাধারণ ক্ষমা পাওয়ার সুযোগ আর মাত্র দুদিন

৫ আগস্ট সশস্ত্র সংগ্রামের ভিডিও বার্তা দিয়ে রেখেছিলাম: উপদেষ্টা নাহিদ

ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক বাজেট তিনগুণ

রাজধানীতে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় লেগুনা চালককে ছুরিকাঘাতে হত্যা

আরও
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত