অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের ৫৭ বছরের দখলদারিত্ব নিয়ে শুনানি শুরু হয়েছে। নেদারল্যান্ডসের দ্য হেগে আজ সোমবার আইসিজের প্রধান কার্যালয়ে এই শুনানি শুরু হয়। শুনানিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি ইসরায়েলের বিরুদ্ধে জাতিবিদ্বেষের অভিযোগ এনেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার আন্তর্জাতিক মান সময় সকাল ৯টার একটু পর এই শুনানি শুরু হয়। এই শুনানিতে বিশ্বের ৫২টি দেশ ও ৩টি আন্তর্জাতিক সংস্থা অংশ নিয়েছে। ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি।
রিয়াদ আল-মালিকি শুনানিতে অংশ নিয়ে অভিযোগ করেছেন, ইসরায়েলি দখলদারিত্বের অধীনে ফিলিস্তিনি জনগণ উপনিবেশবাদ ও জাতিবিদ্বেষের শিকার হচ্ছে। তিনি বলেন, ‘ফিলিস্তিনিরা ঔপনিবেশিকতা ও বর্ণবাদের শিকার...।’ এ সময় তিনি ইসরায়েলকে ইঙ্গিত করে বলেন, ‘অনেকেই এই কথাগুলো শুনে ক্ষুব্ধ হয়েছেন হয়তো। কিন্তু তাদের মূলত ক্ষুব্ধ হওয়া উচিত আমরা যে বাস্তবতায় ভুগছি তা নিয়ে।’
এর আগে, ২০২২ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ আইসিজেকে অনুরোধ করে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যে নীতি নিয়েছে ইসরায়েল, তার ফল কী হতে পারে সে বিষয়টি পর্যালোচনা করার জন্য। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই মৌখিক শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তবে আশঙ্কার বিষয় হলো, এই শুনানি শেষে আইসিজে যে উপদেশই দিক না কেন, তা ইসরায়েলের জন্য মানা বাধ্যতামূলক নয়। কারণ, আইসিজের উপদেশমূলক মতামত সদস্য দেশগুলোর জন্য প্রতিপালন করা বাধ্যতামূলক নয়। তবে এসব উপদেশের নৈতিক ও আইনি প্রেক্ষাপট আছ। যা পরবর্তী সময়ে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন রাষ্ট্রের সঙ্গে করা অন্যায়ের বিষয়টি আইনিভাবে মোকাবিলার ক্ষেত্রে ভালো সুযোগ তৈরি করবে।
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের ৫৭ বছরের দখলদারিত্ব নিয়ে শুনানি শুরু হয়েছে। নেদারল্যান্ডসের দ্য হেগে আজ সোমবার আইসিজের প্রধান কার্যালয়ে এই শুনানি শুরু হয়। শুনানিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি ইসরায়েলের বিরুদ্ধে জাতিবিদ্বেষের অভিযোগ এনেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার আন্তর্জাতিক মান সময় সকাল ৯টার একটু পর এই শুনানি শুরু হয়। এই শুনানিতে বিশ্বের ৫২টি দেশ ও ৩টি আন্তর্জাতিক সংস্থা অংশ নিয়েছে। ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি।
রিয়াদ আল-মালিকি শুনানিতে অংশ নিয়ে অভিযোগ করেছেন, ইসরায়েলি দখলদারিত্বের অধীনে ফিলিস্তিনি জনগণ উপনিবেশবাদ ও জাতিবিদ্বেষের শিকার হচ্ছে। তিনি বলেন, ‘ফিলিস্তিনিরা ঔপনিবেশিকতা ও বর্ণবাদের শিকার...।’ এ সময় তিনি ইসরায়েলকে ইঙ্গিত করে বলেন, ‘অনেকেই এই কথাগুলো শুনে ক্ষুব্ধ হয়েছেন হয়তো। কিন্তু তাদের মূলত ক্ষুব্ধ হওয়া উচিত আমরা যে বাস্তবতায় ভুগছি তা নিয়ে।’
এর আগে, ২০২২ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ আইসিজেকে অনুরোধ করে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যে নীতি নিয়েছে ইসরায়েল, তার ফল কী হতে পারে সে বিষয়টি পর্যালোচনা করার জন্য। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই মৌখিক শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তবে আশঙ্কার বিষয় হলো, এই শুনানি শেষে আইসিজে যে উপদেশই দিক না কেন, তা ইসরায়েলের জন্য মানা বাধ্যতামূলক নয়। কারণ, আইসিজের উপদেশমূলক মতামত সদস্য দেশগুলোর জন্য প্রতিপালন করা বাধ্যতামূলক নয়। তবে এসব উপদেশের নৈতিক ও আইনি প্রেক্ষাপট আছ। যা পরবর্তী সময়ে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন রাষ্ট্রের সঙ্গে করা অন্যায়ের বিষয়টি আইনিভাবে মোকাবিলার ক্ষেত্রে ভালো সুযোগ তৈরি করবে।
দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসন অবশেষে শেষ হতে যাচ্ছে। ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হবে আজ স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় অর্থাৎ বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, গাজায় যুদ্ধবিরতি আজ রোববার স্থানীয় সময় সকাল
৮ মিনিট আগেযুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
৮ ঘণ্টা আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
৮ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
১২ ঘণ্টা আগে