অনলাইন ডেস্ক
লোহা চোরের কীর্তিতে থেমে গেল জার্মানির শহর ফ্রাঙ্কফুর্ট ও স্টুটগার্টের মধ্যবর্তী বেশ কয়েকটি দ্রুতগতির ট্রেন চলাচল। গত সোমবার জার্মানির ল্যাম্পারথেইম শহরের ম্যানহেইম সেন্ট্রাল স্টেশনের অধীনে বেশ কয়েকটি জায়গায় রেললাইনের অংশ খুলে নেওয়া হয়। তবে ট্রেন পরে চালু হয়েছে কিনা তা জানা যায়নি।
জার্মানির রাষ্ট্রায়ত্ত রেল প্রতিষ্ঠান ডয়চে বান জানায়, গত সোমবার সকালে ম্যানহেইম সেন্ট্রাল স্টেশন ও নিকটবর্তী শহর ল্যাম্পারথেইমের মধ্যবর্তী রেললাইনের অংশ চুরির বিষয়টি সামনে আসে।
এতে বার্লিন–ফ্রাঙ্কফুর্ট–স্টুটগার্ট রুটে চলাচলকারী ইন্টারসিটি এক্সপ্রেস (আইসিই) ট্রেনগুলো চলাচলে বিঘ্ন দেখা দেয় এবং ফ্রাঙ্কফুর্ট ও স্টুটগার্টের মধ্যে সমস্ত পরিষেবা বাতিল করা হয়। পশ্চিমাঞ্চলীয় রাজ্য নর্থ রাইন–ওয়েস্টফালিয়া থেকে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর ও স্টুটগার্ট হয়ে দক্ষিণে মিউনিখগামী কিছু ট্রেনও বাতিল করা হয়েছে। অপারেটরটিকে ফ্রাঙ্কফুর্ট এবং ম্যানহেইমের মধ্যে চলাচলকারী অন্যান্য আইসিই ট্রেনের রুট পরিবর্তন করতে হয়।
সম্প্রতি জার্মানিতে তামা চুরির ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্ক্র্যাপ ধাতুর দাম বেড়ে যাওয়ায় এ ধরনের চুরি বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জার্মানির সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, লোহা বা ধাতু চুরির সঙ্গে শুধু একক ব্যক্তিই দায়ী নয়, অনেক পেশাগতভাবে সংগঠিত গ্যাংও বিশেষ সরঞ্জাম ব্যবহার করে এ ধরনের চুরি করছে।
রেল অপারেটরের মুখপাত্র ইউরোনিউজকে বলেন, সম্প্রতি জার্মানিতে ডয়চে বান নিয়ন্ত্রিত রেললাইনে লোহা চুরির ৪৫০টি ঘটনা ঘটেছে। এ চুরির কারণে ৩ হাজার ২০০টি ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ট্রেনগুলো মোট ৪০ হাজার মিনিট বিলম্বিত হয় এবং প্রতিষ্ঠানের ৭০ লাখ ইউরো ক্ষতি হয়।
গত বছর বড়দিনের সময় ম্যানহেইমের কাছে কপার কেবল চুরি হওয়ায় স্থানীয় ট্রেন চলাচল কয়েক দিন পর্যন্ত ব্যাহত হয়। এ ছাড়াও চলতি মাসে আরেক ধাতু চুরির ঘটনায় ফ্রাঙ্কফুর্ট ও কলোনের মধ্যে বেশ কয়েকটি আইসিই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
লোহা চোরের কীর্তিতে থেমে গেল জার্মানির শহর ফ্রাঙ্কফুর্ট ও স্টুটগার্টের মধ্যবর্তী বেশ কয়েকটি দ্রুতগতির ট্রেন চলাচল। গত সোমবার জার্মানির ল্যাম্পারথেইম শহরের ম্যানহেইম সেন্ট্রাল স্টেশনের অধীনে বেশ কয়েকটি জায়গায় রেললাইনের অংশ খুলে নেওয়া হয়। তবে ট্রেন পরে চালু হয়েছে কিনা তা জানা যায়নি।
জার্মানির রাষ্ট্রায়ত্ত রেল প্রতিষ্ঠান ডয়চে বান জানায়, গত সোমবার সকালে ম্যানহেইম সেন্ট্রাল স্টেশন ও নিকটবর্তী শহর ল্যাম্পারথেইমের মধ্যবর্তী রেললাইনের অংশ চুরির বিষয়টি সামনে আসে।
এতে বার্লিন–ফ্রাঙ্কফুর্ট–স্টুটগার্ট রুটে চলাচলকারী ইন্টারসিটি এক্সপ্রেস (আইসিই) ট্রেনগুলো চলাচলে বিঘ্ন দেখা দেয় এবং ফ্রাঙ্কফুর্ট ও স্টুটগার্টের মধ্যে সমস্ত পরিষেবা বাতিল করা হয়। পশ্চিমাঞ্চলীয় রাজ্য নর্থ রাইন–ওয়েস্টফালিয়া থেকে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর ও স্টুটগার্ট হয়ে দক্ষিণে মিউনিখগামী কিছু ট্রেনও বাতিল করা হয়েছে। অপারেটরটিকে ফ্রাঙ্কফুর্ট এবং ম্যানহেইমের মধ্যে চলাচলকারী অন্যান্য আইসিই ট্রেনের রুট পরিবর্তন করতে হয়।
সম্প্রতি জার্মানিতে তামা চুরির ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্ক্র্যাপ ধাতুর দাম বেড়ে যাওয়ায় এ ধরনের চুরি বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জার্মানির সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, লোহা বা ধাতু চুরির সঙ্গে শুধু একক ব্যক্তিই দায়ী নয়, অনেক পেশাগতভাবে সংগঠিত গ্যাংও বিশেষ সরঞ্জাম ব্যবহার করে এ ধরনের চুরি করছে।
রেল অপারেটরের মুখপাত্র ইউরোনিউজকে বলেন, সম্প্রতি জার্মানিতে ডয়চে বান নিয়ন্ত্রিত রেললাইনে লোহা চুরির ৪৫০টি ঘটনা ঘটেছে। এ চুরির কারণে ৩ হাজার ২০০টি ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ট্রেনগুলো মোট ৪০ হাজার মিনিট বিলম্বিত হয় এবং প্রতিষ্ঠানের ৭০ লাখ ইউরো ক্ষতি হয়।
গত বছর বড়দিনের সময় ম্যানহেইমের কাছে কপার কেবল চুরি হওয়ায় স্থানীয় ট্রেন চলাচল কয়েক দিন পর্যন্ত ব্যাহত হয়। এ ছাড়াও চলতি মাসে আরেক ধাতু চুরির ঘটনায় ফ্রাঙ্কফুর্ট ও কলোনের মধ্যে বেশ কয়েকটি আইসিই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
ভারতের বিশেষ করে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় পরিবারগুলোর সন্তান দেখাশোনার কাজ বেছে নিচ্ছেন। প্রতি ঘণ্টা ১৩ থেকে ১৮ ডলার পান তাঁরা। তবে এই সম্মানী এলাকা ও প্রয়োজনের ওপর নির্ভর করে। অনেক পরিবার বেবি সিটারদের থাকা–খাওয়ার ব্যবস্থাও করে দিচ্ছে।
১০ মিনিট আগেইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াতে হামলা চালানোর পর যুদ্ধের তীব্রতা বেড়েছে। এর মধ্যে রাশিয়া জানাল, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দালনে গ্রাম দখলে নিয়েছে তাদের সেনারা। অবশ্য রাশিয়ার গ্রাম দখলের বিষয়টি স্বীকার করেনি ইউক্রেনের জেনারেল স্টাফ।
২৮ মিনিট আগেট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত হওয়ার পরপরই যৌন কেলেঙ্কারিসহ নানা অভিযোগে সরে দাঁড়াতে হলো ম্যাট গেটজকে। কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে পুরোনো মিত্র পাম বন্ডিকে বেছে নিলেন ট্রাম্প।
১ ঘণ্টা আগেকংগ্রেস ভবনের সব শৌচাগার, পোশাক পরিবর্তনের কক্ষ, লকার রুমগুলো নারী–পুরুষ অনুযায়ী ভাগ করা আছে। নারীদের জন্য নির্ধারিত পরিসরে শুধু নারীদের অধিকার থাকা উচিত বলেও মন্তব্য করেন লুইজিয়ানার এই রিপাবলিকান প্রতিনিধি।
৩ ঘণ্টা আগে