অনলাইন ডেস্ক
সরকারি আর্থিক সুবিধা পেতে ১৭ বার অন্তঃসত্ত্বা হওয়ার অভিনয় করে বিপাকে পড়েছেন ইতালির এক নারী। ৫০ বছর বয়সী ওই নারীর নাম বারবারা লোয়েল। তিনি ২৪ বছর ধরে অন্তঃসত্ত্বা হওয়ার অভিনয় করে এসেছেন। তাঁর দাবি, এই সময়ের মাঝে তাঁর ১২ বার গর্ভপাত হয়েছে এবং ৫ বার মা হয়েছেন।
জালিয়াতি করে মাতৃত্বকালীন সুবিধা নেওয়ার জন্য তাঁকে ১ বছর ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২৪ বছরে অন্তঃসত্ত্বা হওয়ার অভিনয় করে মোট ১ লাখ ১ হাজার ইউরো সে দেশের সরকারের কাছ থেকে ভাতা হিসেবে নিয়েছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৩০ লাখ টাকা। যে ভাতা ইতালির সরকার সন্তানদের রক্ষণাবেক্ষণের জন্য দিয়ে থাকে। এ ছাড়া অন্তঃসত্ত্বা হওয়ার অভিনয় করে কর্মক্ষেত্রেও দিনের পর দিন ছুটি নিয়েছেন তিনি।
আদায় করেছেন নানা রকম সুবিধা। এ ঘটনা জানার পরে পুলিশ বারবারা লোয়েলকে গ্রেপ্তার করে এবং মামলা করে। এরপর আদালত তাঁকে শাস্তি দেন। তবে এই নারী এখনও নিজের দাবির জায়গায় অনড়।
মামলার প্রসিকিউটররা বলছেন, বারবারার কথিত গর্ভাবস্থায় তার যে সন্তানগুলো তিনি জন্ম দিয়েছেন, তাঁদের একজনকেও রাষ্ট্রীয় খাতায় নিবন্ধিত করা হয়নি এবং কর্মকর্তা বা অন্য কেউ কখনও সেই সন্তানদের দেখেননি। নিজেকে অন্তঃসত্ত্বা দেখানোর জন্য তিনি বালিশ ব্যবহার করতেন। রোমের একটি ক্লিনিক থেকে জন্মসদন চুরি করেছিলেন তিনি। সন্তানদের জন্মের প্রমাণপত্র হিসাবে নানা জাল নথিও বানিয়েছিলেন। বারবারা গত ডিসেম্বরে তাঁর সর্বশেষ সন্তানের জন্ম দিয়েছেন বলে দাবি করেছেন।
কিন্তু প্রায় ৯ মাস ধরেই তিনি পুলিশি নজরদারির মধ্যে ছিলেন, তা তিনি বুঝতে পানেনি। বারবারার সঙ্গী ডেভিড পিজ্জিনাতো তাদের পুরো চক্রান্তটি ফাঁস করে দেন পুলিশের কাছে।
সরকারি আর্থিক সুবিধা পেতে ১৭ বার অন্তঃসত্ত্বা হওয়ার অভিনয় করে বিপাকে পড়েছেন ইতালির এক নারী। ৫০ বছর বয়সী ওই নারীর নাম বারবারা লোয়েল। তিনি ২৪ বছর ধরে অন্তঃসত্ত্বা হওয়ার অভিনয় করে এসেছেন। তাঁর দাবি, এই সময়ের মাঝে তাঁর ১২ বার গর্ভপাত হয়েছে এবং ৫ বার মা হয়েছেন।
জালিয়াতি করে মাতৃত্বকালীন সুবিধা নেওয়ার জন্য তাঁকে ১ বছর ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২৪ বছরে অন্তঃসত্ত্বা হওয়ার অভিনয় করে মোট ১ লাখ ১ হাজার ইউরো সে দেশের সরকারের কাছ থেকে ভাতা হিসেবে নিয়েছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৩০ লাখ টাকা। যে ভাতা ইতালির সরকার সন্তানদের রক্ষণাবেক্ষণের জন্য দিয়ে থাকে। এ ছাড়া অন্তঃসত্ত্বা হওয়ার অভিনয় করে কর্মক্ষেত্রেও দিনের পর দিন ছুটি নিয়েছেন তিনি।
আদায় করেছেন নানা রকম সুবিধা। এ ঘটনা জানার পরে পুলিশ বারবারা লোয়েলকে গ্রেপ্তার করে এবং মামলা করে। এরপর আদালত তাঁকে শাস্তি দেন। তবে এই নারী এখনও নিজের দাবির জায়গায় অনড়।
মামলার প্রসিকিউটররা বলছেন, বারবারার কথিত গর্ভাবস্থায় তার যে সন্তানগুলো তিনি জন্ম দিয়েছেন, তাঁদের একজনকেও রাষ্ট্রীয় খাতায় নিবন্ধিত করা হয়নি এবং কর্মকর্তা বা অন্য কেউ কখনও সেই সন্তানদের দেখেননি। নিজেকে অন্তঃসত্ত্বা দেখানোর জন্য তিনি বালিশ ব্যবহার করতেন। রোমের একটি ক্লিনিক থেকে জন্মসদন চুরি করেছিলেন তিনি। সন্তানদের জন্মের প্রমাণপত্র হিসাবে নানা জাল নথিও বানিয়েছিলেন। বারবারা গত ডিসেম্বরে তাঁর সর্বশেষ সন্তানের জন্ম দিয়েছেন বলে দাবি করেছেন।
কিন্তু প্রায় ৯ মাস ধরেই তিনি পুলিশি নজরদারির মধ্যে ছিলেন, তা তিনি বুঝতে পানেনি। বারবারার সঙ্গী ডেভিড পিজ্জিনাতো তাদের পুরো চক্রান্তটি ফাঁস করে দেন পুলিশের কাছে।
গত আগস্টে ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এখনো বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থির অবস্থায় রয়েছে। যার পরিপ্রেক্ষিতে সব কর্মীকে দেশে ফিরিয়ে নিয়েছে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন। সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদের ভিসা দেওয়া। এর প্রভাবে ভারতের চিকিৎসা পর্যটন খাতে নেমেছে
১ ঘণ্টা আগেওই প্রবাসীকে পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠিয়েছে কুয়েতি পুলিশ। ওই ব্যক্তির দাবি, ১৯৮৮ সালে এক কুয়েতি নারীর কাছ থেকে অর্থের বিনিময়ে তিনি নাগরিকত্ব নেন। তিনি নিজেকে কুড়িয়ে পাওয়া শিশু দাবি করেন এবং ওই নারী তাঁকে দত্তক নিতে চেয়েছিলেন বলে জানান। তিনি আরও জানান, ওই নারী এখন বেঁচে নেই।
৩ ঘণ্টা আগেশনিবার রাত ১০টা নাগাদ অন্তত ১০-১২ জন প্রথম বর্ষের ছাত্রকে ডেকে পাঠানো হয়েছিল। দুই থেকে তিন ঘণ্টা ধরে দাঁড় করিয়ে রাখা হয়। এরপর পরিচয় দিতে বলা হয়। অনিল দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান।
৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের চিত্র বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাশিয়া এটিকে সরাসরি পশ্চিমা বিশ্বের সঙ্গে সংঘাত হিসেবে বিবেচনা করতে পারে, যা আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি।
৭ ঘণ্টা আগে