অনলাইন ডেস্ক
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে সমর্থন জানানোয় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ দ্বৈত নাগরিকত্বের সুযোগ দিতে সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ১৯১৯ সালে পূর্ব ও পশ্চিম ইউক্রেন একত্রীকরণ স্মরণে সংসদে দ্বৈত নাগরিকত্বের বিধান প্রণয়নের প্রস্তাব করেছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, গতকাল সোমবার জেলেনস্কি রাশিয়ায় অবস্থিত প্রায় ৪০ লাখ জাতিগত ইউক্রেনীয়দের অধিকার ও আত্মপরিচয় সুরক্ষায় একটি অধ্যাদেশ জারি করেছেন। এটিই ইউক্রেনের সবচেয়ে বড় ডায়াসপোরা গ্রুপ।
কোনো দেশের নির্দিষ্ট জাতিগোষ্ঠী যদি নিজেদের আচার-সংস্কৃতি অক্ষত রেখে অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাস শুরু করে, তাদের ডায়াসপোরা বলা হয়।
ইউক্রেনের সংবিধান অনুসারে, ইউক্রেন নাগরিকদের দ্বৈত নাগরিকত্ব নেওয়ার অনুমতি দেয় না। তাই ইউক্রেনীয় বংশোদ্ভূত লাখ লাখ মানুষ যাঁরা অন্যান্য দেশে বসবাস করছেন তাঁরা ইউক্রেনের পাসপোর্ট ধারণ করতে পারেন না।
এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘আজ আমি ভারখোভনা রাদাতে (ইউক্রেনের এক কক্ষবিশিষ্ট সংসদ) এমন এক আইনের খসড়া জমা দিচ্ছি, যার মাধ্যমে বিস্তৃত আইনি সংশোধন করা যাবে এবং একাধিক নাগরিকত্ব গ্রহণের অনুমতি পাওয়া যাবে।’
তিনি আরও বলেন, ‘এ আইনের মাধ্যমে জাতিগত ইউক্রেনীয় ও বিশ্বব্যাপী তাঁদের বংশধরেরা ইউক্রেনের নাগরিকত্ব নিতে পারবেন। অবশ্য আক্রমণকারী দেশের নাগরিক ছাড়া।’
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর পর থেকে প্রায়ই রাশিয়াকে ‘আক্রমণকারী’ দেশ হিসেবে উল্লেখ করে আসছে ইউক্রেন কর্তৃপক্ষ।
রাশিয়ার সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হতে থাকায় জাতীয় ঐক্যের ওপর বিশেষভাবে জোর দিয়ে আসছেন জেলেনস্কি। কারণ এ যুদ্ধে টিকে থাকতে প্রয়োজনীয় সামরিক ও আর্থিক সহযোগিতার জন্য কিয়েভ বিদেশিদের ওপর নির্ভরশীল।
ইউক্রেনের জন্য যাঁরা যুদ্ধে যোগ দিয়েছেন তাঁদেরসহ এ যুদ্ধে সমর্থনকারী ডায়াসপোরাকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, ‘আমি ইউক্রেনীয়—এ শব্দগুলো বিশেষ অর্থ বহন করে।’ তিনি ইউক্রেনীয়দের অদম্যতারও প্রশংসা করেন।
সংবিধানে সংশোধনের জন্য সংসদের অনুমতি প্রয়োজন। এটি এমন একটি প্রক্রিয়া যার জন্য এক বছর লেগে যেতে পারে। এর জন্য সাংবিধানিক আদালতের অনুমোদনও প্রয়োজন।
রাশিয়ায় অবস্থিত জাতিগত ইউক্রেনীয়দের আত্মপরিচয় সুরক্ষায় জারি করা অধ্যাদেশে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে, যাতে তাঁদের বিরুদ্ধে সংঘটিত সব অপরাধ এবং অপপ্রচার নথিভুক্ত করে রাখা হবে।
এই ডিক্রিতে রাশিয়ার এমন সব অংশ তালিকাভুক্ত করা হয়েছে, যেখানে ঐতিহাসিকভাবেই ইউক্রেনীয়দের বাস। এর মধ্যে সাধারণ সীমান্ত এলাকা এবং কৃষ্ণসাগরের উপকূলীয় অঞ্চলের ক্রাসনোদার ও এর আশপাশের এলাকা রয়েছে। সরকারি হিসাব মতে, রাশিয়ায় স্থায়ী-অস্থায়ীভাবে প্রায় ৪০ লাখ জাতিগত ইউক্রেনীয় বসবাস করেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে সমর্থন জানানোয় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ দ্বৈত নাগরিকত্বের সুযোগ দিতে সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ১৯১৯ সালে পূর্ব ও পশ্চিম ইউক্রেন একত্রীকরণ স্মরণে সংসদে দ্বৈত নাগরিকত্বের বিধান প্রণয়নের প্রস্তাব করেছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, গতকাল সোমবার জেলেনস্কি রাশিয়ায় অবস্থিত প্রায় ৪০ লাখ জাতিগত ইউক্রেনীয়দের অধিকার ও আত্মপরিচয় সুরক্ষায় একটি অধ্যাদেশ জারি করেছেন। এটিই ইউক্রেনের সবচেয়ে বড় ডায়াসপোরা গ্রুপ।
কোনো দেশের নির্দিষ্ট জাতিগোষ্ঠী যদি নিজেদের আচার-সংস্কৃতি অক্ষত রেখে অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাস শুরু করে, তাদের ডায়াসপোরা বলা হয়।
ইউক্রেনের সংবিধান অনুসারে, ইউক্রেন নাগরিকদের দ্বৈত নাগরিকত্ব নেওয়ার অনুমতি দেয় না। তাই ইউক্রেনীয় বংশোদ্ভূত লাখ লাখ মানুষ যাঁরা অন্যান্য দেশে বসবাস করছেন তাঁরা ইউক্রেনের পাসপোর্ট ধারণ করতে পারেন না।
এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘আজ আমি ভারখোভনা রাদাতে (ইউক্রেনের এক কক্ষবিশিষ্ট সংসদ) এমন এক আইনের খসড়া জমা দিচ্ছি, যার মাধ্যমে বিস্তৃত আইনি সংশোধন করা যাবে এবং একাধিক নাগরিকত্ব গ্রহণের অনুমতি পাওয়া যাবে।’
তিনি আরও বলেন, ‘এ আইনের মাধ্যমে জাতিগত ইউক্রেনীয় ও বিশ্বব্যাপী তাঁদের বংশধরেরা ইউক্রেনের নাগরিকত্ব নিতে পারবেন। অবশ্য আক্রমণকারী দেশের নাগরিক ছাড়া।’
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর পর থেকে প্রায়ই রাশিয়াকে ‘আক্রমণকারী’ দেশ হিসেবে উল্লেখ করে আসছে ইউক্রেন কর্তৃপক্ষ।
রাশিয়ার সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হতে থাকায় জাতীয় ঐক্যের ওপর বিশেষভাবে জোর দিয়ে আসছেন জেলেনস্কি। কারণ এ যুদ্ধে টিকে থাকতে প্রয়োজনীয় সামরিক ও আর্থিক সহযোগিতার জন্য কিয়েভ বিদেশিদের ওপর নির্ভরশীল।
ইউক্রেনের জন্য যাঁরা যুদ্ধে যোগ দিয়েছেন তাঁদেরসহ এ যুদ্ধে সমর্থনকারী ডায়াসপোরাকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, ‘আমি ইউক্রেনীয়—এ শব্দগুলো বিশেষ অর্থ বহন করে।’ তিনি ইউক্রেনীয়দের অদম্যতারও প্রশংসা করেন।
সংবিধানে সংশোধনের জন্য সংসদের অনুমতি প্রয়োজন। এটি এমন একটি প্রক্রিয়া যার জন্য এক বছর লেগে যেতে পারে। এর জন্য সাংবিধানিক আদালতের অনুমোদনও প্রয়োজন।
রাশিয়ায় অবস্থিত জাতিগত ইউক্রেনীয়দের আত্মপরিচয় সুরক্ষায় জারি করা অধ্যাদেশে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে, যাতে তাঁদের বিরুদ্ধে সংঘটিত সব অপরাধ এবং অপপ্রচার নথিভুক্ত করে রাখা হবে।
এই ডিক্রিতে রাশিয়ার এমন সব অংশ তালিকাভুক্ত করা হয়েছে, যেখানে ঐতিহাসিকভাবেই ইউক্রেনীয়দের বাস। এর মধ্যে সাধারণ সীমান্ত এলাকা এবং কৃষ্ণসাগরের উপকূলীয় অঞ্চলের ক্রাসনোদার ও এর আশপাশের এলাকা রয়েছে। সরকারি হিসাব মতে, রাশিয়ায় স্থায়ী-অস্থায়ীভাবে প্রায় ৪০ লাখ জাতিগত ইউক্রেনীয় বসবাস করেন।
ট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত হওয়ার পরপরই যৌন কেলেঙ্কারিসহ নানা অভিযোগে সরে দাঁড়াতে হলো ম্যাট গেটজকে। কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে পুরোনো মিত্র পাম বন্ডিকে বেছে নিলেন ট্রাম্প।
৩৭ মিনিট আগেকংগ্রেস ভবনের সব শৌচাগার, পোশাক পরিবর্তনের কক্ষ, লকার রুমগুলো নারী–পুরুষ অনুযায়ী ভাগ করা আছে। নারীদের জন্য নির্ধারিত পরিসরে শুধু নারীদের অধিকার থাকা উচিত বলেও মন্তব্য করেন লুইজিয়ানার এই রিপাবলিকান প্রতিনিধি।
৩ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
১৫ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
১৫ ঘণ্টা আগে