ইউক্রেন বন্দর ছাড়ল আরও ৪ শস্যবাহী জাহাজ

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২২, ১৮: ১০

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব জুড়েই দেখা দিয়েছে নানান সংকট। দীর্ঘদিন ইউক্রেন বন্দর অবরুদ্ধ থাকায় বন্ধ ছিল রপ্তানি কার্যক্রম। ফলে বিশ্ব জুড়ে দেখা দেয় খাদ্য সংকট। ধীরে ধীরে সেই সংকট কেটে যেতে শুরু করেছে। ইউক্রেন বন্দর দিয়ে শস্যবাহী পণ্য রপ্তানি শুরু হয়েছে। আজ রোববার আরও চারটি শস্যবাহী জাহাজ ইউক্রেন বন্দর ছেড়ে গেছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, চারটি জাহাজে শস্য ছাড়াও ছিল ভোজ্য তেল। নিরাপদ সামুদ্রিক করিডর দিয়ে ইউক্রেনের বন্দর ছেড়েছে চারটি জাহাজ। জাহাজ চারটি আজ রোববার ওদেসা ও ক্রনোমরোস্কো বন্দর থেকে ছেড়ে যায়। চারটি জাহাজই বসফরাস প্রণালি দিয়ে যাবে। 

ইউক্রেনীয় সমুদ্র বন্দর কর্তৃপক্ষের (ইউএসপিএ) বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, চারটি জাহাজে ১ লাখ ৭০ হাজার টন ভুট্টা ও অন্যান্য খাবার ছিল। 

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে ইউক্রেনের বন্দর কার্যত অবরুদ্ধ ছিল। এরপর জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে শস্য চুক্তি হলে গত ১ আগস্ট প্রথম শস্যবাহী জাহাজটি ওদেসা বন্দর ছেড়ে যায়। এরপর গত ৫ আগস্ট আরও তিনটি শস্যবাহী জাহাজ ইউক্রেন বন্দর ছেড়ে যায়। 

 

 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত