অনলাইন ডেস্ক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়াকে যুদ্ধে সহায়তা করতে ইউক্রেনে ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। তিনি বলেছেন, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সহযোগিতা যে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে তার প্রমাণ এটি। থাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, ‘আমরা জানি, উত্তর কোরিয়ার প্রায় ১০ হাজার সেনা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।’ জেলেনস্কি ছাড়াও ইউক্রেনীয় কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে বলে আসছেন যে, উত্তর কোরিয়ার সৈন্যরা ইউক্রেনে যুদ্ধ করছে। তবে কখনোই তারা কোনো প্রমাণ দেননি।
এদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, উত্তর কোরিয়া এরই মধ্যে রাশিয়ায় সেনা পাঠানো শুরু করেছে। সিউল উত্তর কোরিয়ার সেনা পাঠানোর বিষয়টিকে ‘নিরাপত্তার জন্য গুরুতর’ হুমকি বলে অভিহিত করেছে। এর পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল এক নিরাপত্তা বৈঠক আহ্বান করেছিলেন। সেখানে তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ‘সম্ভাব্য সব উপায়ে’ এই বিষয়ে সাড়া দিতে হবে।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের (এনআইএস) মতে, এরই মধ্যে ১ হাজার ৫০০ সেনা রাশিয়ায় পৌঁছেছে। নাম প্রকাশ অনিচ্ছুক একটি গোয়েন্দা সূত্র দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমকে জানিয়েছে, উত্তর কোরিয়া সব মিলিয়ে রাশিয়ার সহযোগিতার জন্য ১২ হাজারের কাছাকাছি সেনা পাঠাতে পারে।
এদিকে, গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কিরিলো বুদানভ দাবি করেছেন, প্রায় ১১ হাজার উত্তর কোরীয় পদাতিক সেনা ইউক্রেনে যুদ্ধ করার জন্য পূর্ব রাশিয়ায় প্রশিক্ষণ নিচ্ছে। দক্ষিণ কোরিয়ার গুপ্তচর সংস্থা এনআইএস জানিয়েছে, উত্তর কোরিয়ার সেনারা ভ্লাদিভস্তক, উসুরিয়স্ক, খাবারভস্ক এবং ভ্লাগোভেশেনস্কে রাশিয়ার সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ নিচ্ছে।
লেফটেন্যান্ট জেনারেল বুদানভ দ্য ওয়ারজোনকে বলেন, ‘তারা (উত্তর কোরিয়ার সেনারা) ১ নভেম্বর ইউক্রেনে যুদ্ধ করার জন্য প্রস্তুত হবে।’ তিনি আরও বলেন, ‘উত্তর কোরিয়ার সেনারা রুশ সরঞ্জাম এবং গোলাবারুদ ব্যবহার করবে এবং ২ হাজার ৬০০ সৈন্যের প্রথম দলটিকে রাশিয়ার পশ্চিম কুরস্ক অঞ্চলে পাঠানো হবে। এই অঞ্চলটিতে গত আগস্টে আক্রমণ শুরু করে ইউক্রেন এবং সেখানে বেশ কয়েকটি বসতি স্থাপন করা হয়েছে।’
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন আক্রমণের পর থেকে মস্কোর সঙ্গে পিয়ংইয়ংয়ের সম্পর্ক উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। তারই ধারাবাহিকতায় গত জুন মাসে বিগত ২৫ বছরের মধ্যে রাশিয়ার প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফর করেন এবং দেশটির সঙ্গে একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তিও সাক্ষর করেন। তার আগে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনও রাশিয়া সফর করেছিলেন।
উল্লিখিত প্রতিরক্ষা চুক্তির আলোকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন চলতি মাসের শুরুতে বলেছিলেন যে, উত্তর কোরিয়া সম্ভবত রাশিয়ান সৈন্যদের পাশাপাশি লড়াই করার জন্য ইউক্রেনে সৈন্য মোতায়েন করতে যাচ্ছে। ইউক্রেনের গণমাধ্যমগুলো চলতি মাসের অক্টোবরের শুরুতে জানিয়েছিল, কিয়েভের বাহিনী দোনেৎস্কের কাছে রাশিয়া অধিকৃত অঞ্চলে বোমা হামলার পর উত্তর কোরিয়ার বেশ কয়েকজন সৈন্য মারা গেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়াকে যুদ্ধে সহায়তা করতে ইউক্রেনে ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। তিনি বলেছেন, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সহযোগিতা যে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে তার প্রমাণ এটি। থাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, ‘আমরা জানি, উত্তর কোরিয়ার প্রায় ১০ হাজার সেনা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।’ জেলেনস্কি ছাড়াও ইউক্রেনীয় কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে বলে আসছেন যে, উত্তর কোরিয়ার সৈন্যরা ইউক্রেনে যুদ্ধ করছে। তবে কখনোই তারা কোনো প্রমাণ দেননি।
এদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, উত্তর কোরিয়া এরই মধ্যে রাশিয়ায় সেনা পাঠানো শুরু করেছে। সিউল উত্তর কোরিয়ার সেনা পাঠানোর বিষয়টিকে ‘নিরাপত্তার জন্য গুরুতর’ হুমকি বলে অভিহিত করেছে। এর পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল এক নিরাপত্তা বৈঠক আহ্বান করেছিলেন। সেখানে তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ‘সম্ভাব্য সব উপায়ে’ এই বিষয়ে সাড়া দিতে হবে।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের (এনআইএস) মতে, এরই মধ্যে ১ হাজার ৫০০ সেনা রাশিয়ায় পৌঁছেছে। নাম প্রকাশ অনিচ্ছুক একটি গোয়েন্দা সূত্র দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমকে জানিয়েছে, উত্তর কোরিয়া সব মিলিয়ে রাশিয়ার সহযোগিতার জন্য ১২ হাজারের কাছাকাছি সেনা পাঠাতে পারে।
এদিকে, গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কিরিলো বুদানভ দাবি করেছেন, প্রায় ১১ হাজার উত্তর কোরীয় পদাতিক সেনা ইউক্রেনে যুদ্ধ করার জন্য পূর্ব রাশিয়ায় প্রশিক্ষণ নিচ্ছে। দক্ষিণ কোরিয়ার গুপ্তচর সংস্থা এনআইএস জানিয়েছে, উত্তর কোরিয়ার সেনারা ভ্লাদিভস্তক, উসুরিয়স্ক, খাবারভস্ক এবং ভ্লাগোভেশেনস্কে রাশিয়ার সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ নিচ্ছে।
লেফটেন্যান্ট জেনারেল বুদানভ দ্য ওয়ারজোনকে বলেন, ‘তারা (উত্তর কোরিয়ার সেনারা) ১ নভেম্বর ইউক্রেনে যুদ্ধ করার জন্য প্রস্তুত হবে।’ তিনি আরও বলেন, ‘উত্তর কোরিয়ার সেনারা রুশ সরঞ্জাম এবং গোলাবারুদ ব্যবহার করবে এবং ২ হাজার ৬০০ সৈন্যের প্রথম দলটিকে রাশিয়ার পশ্চিম কুরস্ক অঞ্চলে পাঠানো হবে। এই অঞ্চলটিতে গত আগস্টে আক্রমণ শুরু করে ইউক্রেন এবং সেখানে বেশ কয়েকটি বসতি স্থাপন করা হয়েছে।’
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন আক্রমণের পর থেকে মস্কোর সঙ্গে পিয়ংইয়ংয়ের সম্পর্ক উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। তারই ধারাবাহিকতায় গত জুন মাসে বিগত ২৫ বছরের মধ্যে রাশিয়ার প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফর করেন এবং দেশটির সঙ্গে একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তিও সাক্ষর করেন। তার আগে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনও রাশিয়া সফর করেছিলেন।
উল্লিখিত প্রতিরক্ষা চুক্তির আলোকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন চলতি মাসের শুরুতে বলেছিলেন যে, উত্তর কোরিয়া সম্ভবত রাশিয়ান সৈন্যদের পাশাপাশি লড়াই করার জন্য ইউক্রেনে সৈন্য মোতায়েন করতে যাচ্ছে। ইউক্রেনের গণমাধ্যমগুলো চলতি মাসের অক্টোবরের শুরুতে জানিয়েছিল, কিয়েভের বাহিনী দোনেৎস্কের কাছে রাশিয়া অধিকৃত অঞ্চলে বোমা হামলার পর উত্তর কোরিয়ার বেশ কয়েকজন সৈন্য মারা গেছে।
গাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। আজ শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা গ্রেপ্তার স্থানীয় পুলিশ স্বেচ্ছাসেবী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন আদালত। আগামী সোমবার তাঁর সাজা ঘোষণা করা হবে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
২ ঘণ্টা আগেগাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
৩ ঘণ্টা আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
৪ ঘণ্টা আগে