অনলাইন ডেস্ক
ব্রিটেনে দীর্ঘ ১৪ বছর পর ক্ষমতায় ফিরেছে লেবার পার্টি। দলটির নেতা কিয়ার স্টারমারকে এরই মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন ব্রিটিশ রাজা চার্লস তৃতীয়। নিয়োগের পরপরই নিজের মন্ত্রিসভা চূড়ান্ত করেছেন কিয়ার স্টারমার। ২২ সদস্যবিশিষ্ট এই মন্ত্রিসভায় ১১ জনই নারী।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুসারে, কিয়ার স্টারমার নিজের কাছে প্রধানমন্ত্রিত্ব ছাড়া অন্য কোনো দায়িত্ব রাখেননি। তাঁর মন্ত্রিসভার উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাঞ্জেলা রেইনার। অর্থমন্ত্রী তথা চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পেয়েছেন র্যাচেল রিভস। গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডেভিড ল্যামি।
অর্থ মন্ত্রণালয়, উপপ্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও দায়িত্ব পেয়েছেন একজন নারী। তিনি হলেন ইভেট কুপার। ব্রিটিশ মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ধরা হয় চ্যান্সেলর অব দ্য ডাচি অব ল্যানচেস্টারের কার্যালয়কে। এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন প্যাট ম্যাকফাডেন। এই মন্ত্রণালয়ের কাজ হলো ব্রিটিশ সরকারের অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাস্তবায়ন করা।
নতুন মন্ত্রিসভায় ব্রিটিশ বিচারমন্ত্রী হয়েছেন শাবানা মাহমুদ। ব্রিটেনের ইতিহাসে দ্বিতীয় নারী হিসেবে তিনি এ দায়িত্ব পেয়েছেন। তাঁর আগে প্রথম নারী হিসেবে এই মন্ত্রণালয় সামলেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী লিস ট্রাস। এ ছাড়া কিয়ার স্টারমারের মন্ত্রিসভার প্রতিরক্ষামন্ত্রী হয়েছেন জন হ্যালি এবং স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ওয়েস স্ট্রিটিং।
ব্রিটিশ শিক্ষামন্ত্রী হয়েছেন ব্রিজেট ফিলিপসন, জ্বালানিমন্ত্রী হয়েছেন এড মিলিব্যান্ড এবং শ্রম ও পেনশনবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন লিজ কিনডাল। ব্যবসায় ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জোনাথন রেনল্ডস এবং পিটার কাইল বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন লুইস হেই।
পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন স্টিভ রিড, লিসা ন্যান্ডি পেয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং উত্তর আয়ারল্যান্ডবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হিলারি বেন। স্কটল্যান্ড-বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ইয়ান মুরে এবং ওয়েলস-বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জো স্টিভেনস। এ ছাড়া পার্লামেন্ট তথা হাউস অব কমনস-বিষয়ক মন্ত্রী হয়েছেন লুসি পাওয়েল।
ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডস-বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন ব্যারনেস স্মিথ অব ব্যাসিলডন। পার্লামেন্টে চিফ হুইপের দায়িত্ব পেয়েছেন অ্যালান ক্যাম্পবেল। ব্রিটিশ সেক্রেটারি অব ট্রেজারি হিসেবে দায়িত্ব পেয়েছেন ড্যারেন জোনস। অ্যাটর্নি জেনারেল হয়েছেন রিচার্ড হারমার।
ব্রিটেনে দীর্ঘ ১৪ বছর পর ক্ষমতায় ফিরেছে লেবার পার্টি। দলটির নেতা কিয়ার স্টারমারকে এরই মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন ব্রিটিশ রাজা চার্লস তৃতীয়। নিয়োগের পরপরই নিজের মন্ত্রিসভা চূড়ান্ত করেছেন কিয়ার স্টারমার। ২২ সদস্যবিশিষ্ট এই মন্ত্রিসভায় ১১ জনই নারী।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুসারে, কিয়ার স্টারমার নিজের কাছে প্রধানমন্ত্রিত্ব ছাড়া অন্য কোনো দায়িত্ব রাখেননি। তাঁর মন্ত্রিসভার উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাঞ্জেলা রেইনার। অর্থমন্ত্রী তথা চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পেয়েছেন র্যাচেল রিভস। গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডেভিড ল্যামি।
অর্থ মন্ত্রণালয়, উপপ্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও দায়িত্ব পেয়েছেন একজন নারী। তিনি হলেন ইভেট কুপার। ব্রিটিশ মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ধরা হয় চ্যান্সেলর অব দ্য ডাচি অব ল্যানচেস্টারের কার্যালয়কে। এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন প্যাট ম্যাকফাডেন। এই মন্ত্রণালয়ের কাজ হলো ব্রিটিশ সরকারের অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাস্তবায়ন করা।
নতুন মন্ত্রিসভায় ব্রিটিশ বিচারমন্ত্রী হয়েছেন শাবানা মাহমুদ। ব্রিটেনের ইতিহাসে দ্বিতীয় নারী হিসেবে তিনি এ দায়িত্ব পেয়েছেন। তাঁর আগে প্রথম নারী হিসেবে এই মন্ত্রণালয় সামলেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী লিস ট্রাস। এ ছাড়া কিয়ার স্টারমারের মন্ত্রিসভার প্রতিরক্ষামন্ত্রী হয়েছেন জন হ্যালি এবং স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ওয়েস স্ট্রিটিং।
ব্রিটিশ শিক্ষামন্ত্রী হয়েছেন ব্রিজেট ফিলিপসন, জ্বালানিমন্ত্রী হয়েছেন এড মিলিব্যান্ড এবং শ্রম ও পেনশনবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন লিজ কিনডাল। ব্যবসায় ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জোনাথন রেনল্ডস এবং পিটার কাইল বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন লুইস হেই।
পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন স্টিভ রিড, লিসা ন্যান্ডি পেয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং উত্তর আয়ারল্যান্ডবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হিলারি বেন। স্কটল্যান্ড-বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ইয়ান মুরে এবং ওয়েলস-বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জো স্টিভেনস। এ ছাড়া পার্লামেন্ট তথা হাউস অব কমনস-বিষয়ক মন্ত্রী হয়েছেন লুসি পাওয়েল।
ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডস-বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন ব্যারনেস স্মিথ অব ব্যাসিলডন। পার্লামেন্টে চিফ হুইপের দায়িত্ব পেয়েছেন অ্যালান ক্যাম্পবেল। ব্রিটিশ সেক্রেটারি অব ট্রেজারি হিসেবে দায়িত্ব পেয়েছেন ড্যারেন জোনস। অ্যাটর্নি জেনারেল হয়েছেন রিচার্ড হারমার।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করা ৯৩ বছর বয়সী এক ব্যক্তি তাঁর ৬০ বছর বয়সী স্ত্রীকে অন্তত দুবার হত্যার চেষ্টা করার অভিযোগ স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে একা ছেড়ে যেতে চাননি বলেই ওই হত্যাচেষ্টা চালান বৃদ্ধ স্বামী।
২ ঘণ্টা আগেআগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন নির্বাচন। পঞ্জিকা অনুযায়ী, সেই দিনটি হচ্ছে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই নিয়ম যে চার বছর পরপর যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তা অবশ্যই নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
৩ ঘণ্টা আগেস্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগেভারতে আইনি জটিলতার মুখে পড়েছে উইকিপিডিয়া। দেশটির বৃহত্তম সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সংস্থাটির বিরুদ্ধে ২ কোটি রুপির (প্রায় ২ লাখ ৩৭ হাজার ৮৭৪ মার্কিন ডলার) মানহানি মামলা করেছে। উইকিপিডিয়ার পরিচালনা প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে এ মামলা করেছে এএনআই।
৪ ঘণ্টা আগে