অনলাইন ডেস্ক
দাদা বেনিতো মুসোলিনি। ইতালির কুখ্যাত স্বৈরশাসক। তাঁর নাতনি র্যাচেল মুসোলিনি। রোমের সিটি কাউন্সিল ভোটে তিনি পেলেন সর্বোচ্চ ভোট। গত বুধবার আনুষ্ঠানিক ভাবে ভোটের ফল প্রকাশ করা হয়।
নব্য ফ্যাসিস্ট রক্ষণশীল দল এমএসআই পার্টির উত্তরসূরি ফ্রাতেল্লি দি’ইতালিয়া বা ইতালিয়ান সোশ্যাল মুভমেন্ট পার্টি থেকে প্রার্থী হয়েছিলেন র্যাচেল। তিনি পেয়েছেন ৮ হাজার ২৬৪ ভোট। ২০১৬ সালে প্রথম যখন সিটি কাউন্সিলে লড়েছিলেন তখন তিনি ৬৫৭ ভোট পেয়েছিলেন।
বুধবার লা রিপাবলিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে র্যাচেল বলেন, ভোটাররা তাঁর পদবিকে খুব একটা গুরুত্ব দেননি। বরং সিটি কাউন্সিলের তাঁর এত দিনের সেবা কার্যক্রমকেই তাঁরা গুরুত্ব দিয়েছেন।
উল্লেখ্য, বেনিতো মুসোলিনির দ্বিতীয় স্ত্রীর নামও র্যাচেল মুসোলিনি। তাঁর আরেক নাম ডোনা র্যাচেল।
র্যাচেল বলেন, এই ভোটাররাই কিন্তু স্কুলে আমার দিকে আঙুল তুলত। এরপর আমি র্যাচেল হয়ে উঠেছি, আমি আমার পদবিকে ছাড়িয়ে গেছি। তবে যাই হোক এই নামটা কিন্তু আমার জন্য একটা বোঝাই।
ফ্যাসিজম সম্পর্কে তাঁর নিজস্ব ধারণা কি? এ প্রশ্নে র্যাচেল ইতালীয় পত্রিকাটিকে বলেন, এই বিষয়টি নিয়ে কথা বলতে গেলে কাল সকাল পর্যন্ত আমাদের টানা কথা বলে যেতে হবে।
স্বৈরশাসক বেনিতো মুসোলিনিকে নিয়ে ইতালির নাগরিকদের মধ্যে কিছুটা অস্বস্তি থাকলেও তাঁর উত্তরাধিকারীরা কিন্তু রাজনীতি আছেন। রাজনীতিতে তাঁর বংশধর হিসেবে র্যাচেল মুসোলিনিই প্রথম নন। এর আগে সিলভিও বেরলুসকোনির সরকারে পার্লামেন্ট সদস্য ছিলেন র্যাচেলের সৎবোন আলেসান্দ্রা মুসোলিনি। বেরলুসকোনির জোট সরকারের মধ্য ডানপন্থী শরিক পিপল অব ফ্রিডমের সংসদ সদস্য ছিলেন তিনি। তিনি ইউরোপীয় পার্লামেন্টেরও সদস্য ছিলেন।
দাদা বেনিতো মুসোলিনি। ইতালির কুখ্যাত স্বৈরশাসক। তাঁর নাতনি র্যাচেল মুসোলিনি। রোমের সিটি কাউন্সিল ভোটে তিনি পেলেন সর্বোচ্চ ভোট। গত বুধবার আনুষ্ঠানিক ভাবে ভোটের ফল প্রকাশ করা হয়।
নব্য ফ্যাসিস্ট রক্ষণশীল দল এমএসআই পার্টির উত্তরসূরি ফ্রাতেল্লি দি’ইতালিয়া বা ইতালিয়ান সোশ্যাল মুভমেন্ট পার্টি থেকে প্রার্থী হয়েছিলেন র্যাচেল। তিনি পেয়েছেন ৮ হাজার ২৬৪ ভোট। ২০১৬ সালে প্রথম যখন সিটি কাউন্সিলে লড়েছিলেন তখন তিনি ৬৫৭ ভোট পেয়েছিলেন।
বুধবার লা রিপাবলিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে র্যাচেল বলেন, ভোটাররা তাঁর পদবিকে খুব একটা গুরুত্ব দেননি। বরং সিটি কাউন্সিলের তাঁর এত দিনের সেবা কার্যক্রমকেই তাঁরা গুরুত্ব দিয়েছেন।
উল্লেখ্য, বেনিতো মুসোলিনির দ্বিতীয় স্ত্রীর নামও র্যাচেল মুসোলিনি। তাঁর আরেক নাম ডোনা র্যাচেল।
র্যাচেল বলেন, এই ভোটাররাই কিন্তু স্কুলে আমার দিকে আঙুল তুলত। এরপর আমি র্যাচেল হয়ে উঠেছি, আমি আমার পদবিকে ছাড়িয়ে গেছি। তবে যাই হোক এই নামটা কিন্তু আমার জন্য একটা বোঝাই।
ফ্যাসিজম সম্পর্কে তাঁর নিজস্ব ধারণা কি? এ প্রশ্নে র্যাচেল ইতালীয় পত্রিকাটিকে বলেন, এই বিষয়টি নিয়ে কথা বলতে গেলে কাল সকাল পর্যন্ত আমাদের টানা কথা বলে যেতে হবে।
স্বৈরশাসক বেনিতো মুসোলিনিকে নিয়ে ইতালির নাগরিকদের মধ্যে কিছুটা অস্বস্তি থাকলেও তাঁর উত্তরাধিকারীরা কিন্তু রাজনীতি আছেন। রাজনীতিতে তাঁর বংশধর হিসেবে র্যাচেল মুসোলিনিই প্রথম নন। এর আগে সিলভিও বেরলুসকোনির সরকারে পার্লামেন্ট সদস্য ছিলেন র্যাচেলের সৎবোন আলেসান্দ্রা মুসোলিনি। বেরলুসকোনির জোট সরকারের মধ্য ডানপন্থী শরিক পিপল অব ফ্রিডমের সংসদ সদস্য ছিলেন তিনি। তিনি ইউরোপীয় পার্লামেন্টেরও সদস্য ছিলেন।
৬০ দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব করা হয়েছে। এমন হলে ইরান-সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী এবং মিলিশিয়া এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বন্ধ হবে। এর ফলে ইসরায়েলি সেনাদের দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করা হবে এবং ওই অঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধারাও অবস্থান করতে পারবে না।
১৯ মিনিট আগেবিশ্বে বর্তমানে ৩ হাজার ৩২৩ জন বিলিয়নিয়ার রয়েছেন। এদের মধ্যে ১৩ শতাংশ বা ৪৩১ জন হলেন নারী বিলিয়নিয়ার। সোমবার ‘আলট্রাটা বিলিয়নিয়ার পরিসংখ্যানের’ তথ্য দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি বলেছে, ধীরে ধীরে নারীরা বৈশ্বিক সম্পদের বড় অংশীদার হয়ে উঠছেন।
৪২ মিনিট আগেভারতের জামিয়া মিলিয়া ইসলামিয়া (জেএমআই) বিশ্ববিদ্যালয়ে অমুসলিম শিক্ষার্থীদের বিরুদ্ধে ধর্মান্তরকরণের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তবে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা অভিযোগ করেছেন, হিন্দুত্ববাদী সংগঠনগুলো পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত করছে।
২ ঘণ্টা আগেতুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা করেছেন এক ব্যক্তি। তাদের হত্যা শেষে নিজেও আত্মহত্যা করেছেন। গতকাল রোববার (২৪ নভেম্বর) ইস্তাম্বুলের কাছের একটি এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে